প্রশ্ন: উদাহরণসহ অনুপ্রাস অলংকারের সংজ্ঞা নির্দেশ কর।(ছন্দ ও অলঙ্কার)
উত্তর: একই বর্ণ বা বর্ণগুচ্ছ, যুক্তভাবেই হােক আর বিযুক্তভাবেই হােক, একাধিকবার ধ্বনিত হলে অনুপ্রাস অলংকার হয়। যেমন
i) গুরু গুরু মেঘ গুমরি গুমরি
গরজে গগনে গগনে
গরজে গগনে।
এখানে প্রথম পঙক্তিতে ‘গ’ বর্ণটি চারবার ধ্বনিত হয়েছে এবং প্রত্যেকবারই ‘গ’-এর সঙ্গে মিলিত হয়ে আছে ‘উ’ ধ্বনি। পরবর্তী পঙক্তিদুটিতেও ‘গ’ অনুপ্রাসিত হয়েছে আটবার। আবার সমগ্রভাবে তিনটি পঙক্তিতে ‘গ’ অনুপ্রাসিত হয়েছে বারােবার। অতএব ‘গ’ ধ্বনিটি বারবার আবৃত্ত হয়েছে বলেই কবিতাটিতে অনুপ্রাস অলংকারের সৃষ্টি হয়েছে।i) কুলায়ে কঁপিছে কাতর কপােত – এখানেও ‘ক’ ধ্বনিটি চারবার আবৃত্ত হয়েছে বলেই অনুপ্রাস অলংকারের সৃষ্টি হয়েছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।