উদাহরণসহ অন্ত্যানুপ্রাসের সংজ্ঞা লেখাে

প্রশ্ন:উদাহরণসহ অন্ত্যানুপ্রাসের সংজ্ঞা লেখাে (ছন্দ ও অলঙ্কার)

উত্তর: পদ্যে পাদান্তের সঙ্গে পাদান্তের, চরণান্তের সঙ্গে চরণান্তের ধ্বনিসাম্যের নাম অন্ত্যানুপ্রাস। যেমন

ধরা নাহি দিলে ধরিব দুপায়,

কি করিতে হবে বলাে সে উপায়,

 ঘর ভরি দিব সােনায় রূপায়

  • এখানে প্রত্যেক চরণের অন্তে ‘দুপায়’, ‘উপায়’ এবং ‘রূপায়’ এরূপ ধ্বনিসাম্য ঘটার ফলে অন্ত্যানুপ্রাস অলংকার হয়েছে।

1) আমার সুন্দর না

যেবা আসি দিবে পা

ii) মনে মনে ভাবছে কেঁশর খা,

তেমন করে কঁাকন বাজছে না 

  • এই দুটো কবিতাতেই ‘আ’ ধ্বনির অ্যানপ্রাস হয়েছে

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment