মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীবিভাগ আলোচনা করো
উত্তর :
মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিবিভাগ :
আমাদের রাজ্যে মাধ্যমিক বিদ্যালয়কে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা যায়। এগুলি হল- (i) ছাত্রছাত্রীদের দায়িত্ব গ্রহণভিত্তিক বিদ্যালয়, (ii) লিঙ্গভিত্তিক বিদ্যালয়, (iii) সময়কালভিত্তিক বিদ্যালয়, (iv) অনুমােদনভিত্তিক বিদ্যালয় এবং (v) অন্যান্য বিদ্যালয়। নীচে এগুলির সম্পর্কে সংক্ষিপ্ত আলােচনা করা হল।
[1] ছাত্রছাত্রীদের দায়িত্ব গ্রহণভিত্তিক বিদ্যালয় :
(a) দিবাকালে অনুষ্ঠিত বিদ্যালয় : এই বিদ্যালয়গুলি দিনের বেলা নির্দিষ্ট সময়ে শুরু হয়ে নির্দিষ্ট সময়ে শেষ হয়। ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে বাড়ি থেকে যাতায়াত করে।
(b) আবাসিক বিদ্যালয় : এই জাতীয় বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের নির্দিষ্ট বাসভবনে থেকে পড়াশােনা করে। মােট কথা, থাকা, খাওয়া ও পঠনপাঠন সব ধরনের দায়িত্ব বিদ্যালয়ের ওপর থাকে।
[2] লিঙ্গভিত্তিক বিদ্যালয় :
এই জাতীয় বিদ্যালয়গুলি তিন ধরনের হয়।
(a) বালক বিদ্যালয় : এখানে কেবলমাত্র ছেলেরা ভরতি হয়।
(b) বালিকা বিদ্যালয় : এখানে কেবলমাত্র মেয়েরা ভরতি হয়।
(c) সহশিক্ষা বিদ্যালয় : এখানে ছেলে ও মেয়ে উভয়েই ভরতি হয়।
[3] সময়কালভিত্তিক বিদ্যালয় :
এই জাতীয় বিদ্যালয়ে তিনটি ভাগ দেখা যায়। ভাগগুলি হল—
(a) নিম্নমাধ্যমিক বিদ্যালয় : এখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পঠনপাঠনের ব্যবস্থা থাকে।
(b) মাধ্যমিক বিদ্যালয় : এখানে সাধারণত পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পঠনপাঠনের ব্যবস্থা থাকে।
(c) উচ্চমাধ্যমিক বিদ্যালয় : এখানে সাধারণত পঞম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠনের ব্যবস্থা থাকে।
[4] অনুমােদনভিত্তিক বিদ্যালয় :
বিদ্যালয়টি কোন প্রতিষ্ঠানের পাঠ্যসূচি অনুযায়ী পরিচালিত হবে, তার ভিত্তিতে বিদ্যালয়গুলিকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায়। যেমন — (i) CBSE (Central Board of Secondary School). (ii) ICSE (Indian Council of Secondary School). (iii) WBBSE (West Bengal Board of Secondary School) ইত্যাদি।
[5] অন্যান্য বিদ্যালয় :
উপরােক্ত আলােচ্য বিদ্যালয়গুলি ছাড়াও আরও অন্যান্য ধরনের বিদ্যালয় দেখা যায়। এগুলি হল- (i) নাবালিক স্কুল, (ii) সরকার পরিচালিত বিদ্যালয়, (iii) সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়, (iv) বেসরকারি বিদ্যালয়, (v) ধর্মীয় সংস্থা পরিচালিত বিদ্যালয় ইত্যাদি।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।