Class 8 Geography MCQ Adaptation Package 2021 | বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন অষ্টম শ্রেণী ভূগোল

Class 8 Geography MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন) Is The New Task Given by Banglar Shiksha Portal for NAS (National Achievement Survey). In This Article We Will All Questions and Answers for Class 8 Geography MCQ Adaptation Package.

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন (MCQ Adaptation Package) হল বাংলার শিক্ষা পোর্টাল এর New Task যেগুলো ছাত্রছাত্রীদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে । এই আর্টিকেল এ অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন উত্তরসহ আলোচনা করা হয়েছে ।

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি

ভূগোল

অষ্টম শ্রেণি


Class 8 Geography MCQ Adaptation Package

১। যে অক্ষাংশীয় বলয়ে ভারতের কোনাে অংশ নেই সেটি হলাে। 

ক) নিরক্ষীয়

খ) ক্রান্তীয় 

গ) উপক্ৰান্তীয়

ঘ) মেরুদেশীয়

উত্তর: ঘ) মেরুদেশীয়

২। 

Class 8 Geography MCQ Adaptation Package Scr1

উপরের রেখাচিত্রের চিহ্নিত অংশের অক্ষাংশগত বিস্তৃতি কত? 

.

উত্তর: খ)

৩। তুমি যদি ত্রিপুরা থেকে সােজাসুজি পশ্চিমদিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যেতে চাও, তাহলে তােমাকে যে প্রতিবেশী দেশের উপর দিয়ে যেতে হবে তা হলাে 

ক) মায়ানমার

খ) নেপাল

গ) বাংলাদেশ

ঘ) পাকিস্তান 

উত্তর: গ) বাংলাদেশ

৪। কোন প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনের জন্য দায়ী নয়? 

ক) জীববৈচিত্র্য হ্রাস

খ) মৃত্তিকা ক্ষয় 

গ) অতিরিক্ত বৃষ্টিপাত

ঘ) ধস

উত্তর: গ) অতিরিক্ত বৃষ্টিপাত

৫।

ফাটল উপরের রেখাচিত্রে ফাটলের মধ্যবর্তী ভূভাগ উত্থিত হয়ে কোন ভূমিরূপ সৃষ্টি করেছে ? 

ক) আগ্নেয় পর্বত

খ) স্তূপ পর্বত 

গ) লাভা মালভূমি

ঘ) মহাদেশীয় মালভূমি 

উত্তর: খ) স্তূপ পর্বত 

৬। ক্ষয়, বহন ও সঞ্চয়, এই তিনটি প্রক্রিয়াই কার্যকর হলে তবেই তৈরি হয় 

ক) প্লাবনভূমি

খ) বদ্বীপ 

গ) অশ্বক্ষুরাকৃতি হ্রদ

ঘ) ক্যানিয়ন

উত্তর: খ) বদ্বীপ

৭। ভারতের মানচিত্রটি ভালােভাবে পর্যবেক্ষণ করাে। ভারতের কোন দুটি প্রতিবেশী দেশ সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত?

ক) পাকিস্তান ও নেপাল

খ) আফগানিস্তান ও পাকিস্তান 

গ) নেপাল ও ভুটান

ঘ) ভুটান ও মায়ানমার 

উত্তর: গ) নেপাল ও ভুটান

৮। কোন ফসলের জন্য আর্দ্র, পলিমাটিযুক্ত নীচু জমি আদর্শ? 

ক) চা

খ) পাট 

গ) গম

ঘ) বাজরা 

উত্তর: খ) পাট

৯। শহরতলিতে শাক-সজি চাষ করে শহরের চাহিদা অনুসারে ট্রাকে করে সেগুলাে বাজারে পৌঁছে দেওয়ার পদ্ধতিকে কী বলে? 

ক) স্থানান্তর কৃষি

খ) ট্রাক ফার্মিং 

গ) ধাপ চাষ

ঘ) বাগিচা কৃষি 

উত্তর: খ) ট্রাক ফার্মিং 

১০. কোনও স্থানে বড় শিল্পকেন্দ্র গড়ে ওঠার জন্য নীচের কোনটি আবশ্যিক নয়?

ক) বিদ্যুতের পর্যাপ্ত যােগান 

খ) কাঁচামালের প্রাপ্যতা 

গ) উন্নত পরিবহন ও যােগাযােগ ব্যবস্থা 

ঘ) নদী তীরবর্তী অবস্থান

উত্তর: ঘ) নদী তীরবর্তী অবস্থান

Read Also:

Class 8 Science (পরিবেশ ও বিজ্ঞান) MCQ Adaptation Package 2021

Class 8 History (পরিবেশ ও ইতিহাস) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)

Class 8 Bengali (বাংলা) বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)

Class 8 Mathematics (গণিত) বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)

Class 3 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021

Class 5 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021

Class 10 MCQ Adaptation Package (বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন) 2021

১১. ঠিক জোড়াটি নির্বাচন করাে 

ক) ইয়ােকোহামা – মিশর

খ) ডেট্রয়েট – কানাডা 

গ) রূঢ় – জার্মানি

ঘ) উইনিপেগ – আমেরিকা যুক্তরাষ্ট্র 

উত্তর: গ) রূঢ় – জার্মানি

১২. খনিজ সম্পদের ভাণ্ডার তেমন না থাকায় কোনও বড়ড়া শিল্প গড়ে ওঠেনি 

ক) পম্পাসে

খ) উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে 

গ) ছােটোনাগপুর মালভূমিতে

ঘ) লণ্ডন অববাহিকায় 

উত্তর: ক) পম্পাসে

১৩. এদের মধ্যে কোন অঞ্চলটিতে পৃথিবীর খনিজ তেলের ভাণ্ডারের ৬০ শতাংশ রয়েছে? 

ক) উপদ্বীপীয় ভারতে

খ) দক্ষিণ-পশ্চিম এশিয়ায় 

গ) দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায়

ঘ) দক্ষিণ আমেরিকার পূর্বাংশে 

উত্তর: খ) দক্ষিণ-পশ্চিম এশিয়ায় 

১৪. জিওগ্রাফিকাল পপাজিশনিং সিস্টেমের সাহায্যে কোনটি নির্ণয় করা যায় না? 

ক) উচ্চতা

খ) অক্ষাংশ 

গ) উয়তা

ঘ) দ্রাঘিমা 

উত্তর: ক) উচ্চতা

১৫, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয় তা হলাে 

ক) পর্যাপ্ত উন্নয়ন

খ) পরিবেশ সংরক্ষণ 

গ) স্থিতিশীল উন্নয়ন

ঘ) অর্থনৈতিক উন্নয়ন

উত্তর: গ) স্থিতিশীল উন্নয়ন

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment