হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও
উত্তর: হিমবাহের কার্য মূলত তিন প্রকার। যেমন— A. ক্ষয়সাধন; B. বহন; C. সঞ্চয়। হিমবাহের গতি, বরফের গুরুত্ব ও শিলা প্রকৃতির উপর হিমবাহের ক্ষয়কার্যের ক্ষমতা নির্ভর করে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ নিয়ে আলােচনা করাে হল—
1) সার্ক বা করি: পার্বত্য হিমবাহের মস্তক দেশে অর্থাৎ উৎস ক্ষেত্রে হিমবাহের ক্ষয়কার্যের ফলে আরামকেদারার মতাে দেখতে যে ভূমিরূপ গঠিত হয় তাকে বলে সার্ক বা করি। এটি ফ্রান্সে সার্ক, ইংল্যান্ডে করি; জার্মানিতে কার ওয়েলসে ঝুম, স্ক্যান্ডিনেভিয়ায় বটন, নরওয়ে বন নামে পরিচিত।
গঠন: সার্কের তিনটি অংশ থাকে।
(i) খাড়া দেওয়াল: এটি হিমবাহের উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে গঠিত।
(ii) বেসিন: মধ্যভাগে অবঘর্ষ ও উৎপাটন প্রক্রিয়া সৃষ্ট শর্ত বেসিন।
(iii) চৌকাঠ: কম ক্ষয় দ্বারা সৃষ্ট সম্মুখের চৌকাঠের ন্যায় উঁচু অংশ থাকে।
অনুকূল পরিবেশ: i. পর্বতে প্রচুর তুষারপাত; ii. হিমবাহে প্রবাহপথে সমসস্থ শিলার উপস্থিতি; iii. পূর্বের নদী উপত্যকার উপস্থিতি।
উদাহরণ: অ্যান্টার্কটিকা ওয়ালকট নামক সার্ক।
2) ‘U’ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী: পার্বত্য অঞ্চলে পূর্বেকার নদী উপত্যকাগুলি হিমবাহের ঘর্ষণে ক্ষয়প্রাপ্ত হয়ে U আকৃতি প্রাপ্ত হলে যে ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে বলে হিমদ্রোণী।
গঠন: অনেক সময় U আকৃতির উপত্যকায় শিলাস্তরের অসমান ক্ষয়ের ফলে গঠিত হয় হিমসােপান। এর তিনটি অংশ থাকে। i. রাইজার; ii. রিগ্যাল; ii. ট্রেড।
বৈশিষ্ট্য: (i) অনেক সময় এইরকম গভীর উপত্যকায় হিমবাহ গলাজল জমে হ্রদ তৈরি হয়।
(ii) হিমদ্ৰোণীতে হিমসােপান দেখা যায়।
উদাহরণ: আমেরিকার ইয়ােসেমিতি উপত্যকা।
3) ঝুলন্ত উপত্যকা: অনেক সময় একটি বৃহৎ প্রধান হিমবাহের সঙ্গে কয়েকটি ছােটো ছােটো উপ-হিমবাহ এসে মিলিত হয়। এরূপ স্থলে প্রধান হিমবাহ সরে গেলে উপ-হিমবাহগুলি উপত্যকা প্রধান হিমবাহের উপর ঝুলন্ত অবস্থায় আছে বলে মনে হয়, একে ঝুলন্ত উপত্যকা বলে।
বৈশিষ্ট্য: (i) উপ-হিমবাহগুলি প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় থাকে।
(ii) ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয়।
উদাহরণ: (i) বদ্রীনাথের নিকট ঋষিগঙ্গা।
(ii) হিমালয় পর্বতের পর পর্বতের থেকে নিচের দিকে কুবের নামে ঝুলন্ত উপত্যকা।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Thanks you sir
Thank you sir
Thank you teacher
Thank you teacher