অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর, Asukhi Ekjon Kobita Question Answer, মাধ্যমিক বাংলা সাজেশন 2023। মাধ্যমিক ফাইনাল পরীক্ষা ২০২৩ এ যাতে তোমরা ভালো ফল লাভ করতে পারো, সেই জন্য আমরা এখানে বাংলা দ্বিতীয় অধ্যায় থেকে অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর (ছোট বড় সব) নিয়ে এসেছি।
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | Asukhi Ekjon Kobita Question Answer | মাধ্যমিক বাংলা সাজেশন 2023
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর, Asukhi Ekjon Kobita Question Answer – এখানে আমরা মাধ্যমিক বাংলা দ্বিতীয় অধ্যায় থেকে অসুখী একজন কবিতার ছোট বড় সব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে সাজেশন প্রকাশ করেছি। এই সাজেশন তোমরা ভালোভাবে অধ্যয়ন করলে পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পাবে। অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই সাজেশনটি প্রস্তুত করা হয়েছে। এই পোস্টে শুধুমাত্র দ্বিতীয় অধ্যায় থেকে সাজেশন দেওয়া হয়েছে। বাকি অধ্যায়গুলি থেকে সাজেশন পেতে এই লিঙ্কে ক্লিক করো।
মাধ্যমিক বাংলা সাজেশন 2023
অসুখী একজন
পাবলাে নেরুদা
বহু নির্বাচনী, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্নোত্তর
বহু নির্বাচনী – ১ নম্বরের প্রশ্নোত্তরগুলি দেখে নেওয়া যাক –
১. অসুখী একজন’ কবিতায় যে বাদ্যযন্ত্রটির উল্লেখ আছে—
(ক) বীণা
(খ) জলতরঙ্গ
(গ) বাঁশি
(ঘ) তানপুরা
উত্তর- (খ) জলতরঙ্গ
২. কথক বিদায় নেওয়ার পর কয়টি সপ্তাহ/বছর কাটার কথা বলা হয়েছে?
(ক) অসংখ্য
(খ) একটা
(গ) হাজার
(ঘ) হাজার হাজার
উত্তর- (খ) একটা
৩. “সে জানত না”—সে কী জানত না ?
(ক) কথক তাকে ছেড়ে দূরে চলে যাবে
(খ) কথক আর কখনাে ফিরে আসবে না।
(গ) ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে
(ঘ) তার মৃত্যু হবে না
উত্তর- (খ) কথক আর কখনাে ফিরে আসবে না।
৪. “বৃষ্টিতে ধুয়ে দিল”—বৃষ্টি ধুয়ে দিয়েছিল—
(ক) পায়ের দাগ
(খ) রক্তের দাগ
(গ) পথের ধুলাে
(ঘ) কাঠকয়লার দাগ
উত্তর- (ক) পায়ের দাগ
৫. অপেক্ষারতা মেয়েটির মাথার উপর বছরগুলাে নেমে এসেছিল—
(ক) ঘূর্ণিঝড়ের মতাে
(খ) রক্তের আগ্নেয় পাহাড়ের মতাে
(গ) যুদ্ধের মতাে
(ঘ) পর পর পাথরের মতাে
উত্তর- (ঘ) পর পর পাথরের মতাে
৬. শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবে ছিল—
(ক) কয়েক যুগ।
(খ) হাজার হাজার বছর।
(গ) হাজার বছর
(ঘ) সহস্র বছর।
উত্তর- (গ) হাজার বছর
৭. মিষ্টি বাড়িটির কোথায় ঝুলন্ত বিছানাটি ছিল?
(ক) ছাদে
(খ) উঠোনে
(গ) বারান্দায়
(ঘ) গােলাপি গাছের পাশে
উত্তর- (গ) বারান্দায়
৮. কথক বিদায় নেওয়ার সময় অপেক্ষারতা মেয়েটি দাঁড়িয়েছিল—
(ক) রাস্তায়
(খ) যুদ্ধক্ষেত্রে
(গ) বারান্দায়
(ঘ) দরজায়
উত্তর- (ঘ) দরজায়
৯. অসুখী একজন’ কবিতায় দেবতাদের বিশেষণ দেওয়া হয়েছে—
(ক) মৃত
(খ) শান্তশিষ্ট
(গ) শান্ত হলুদ
(ঘ) ধ্যানমগ্ন
উত্তর- (গ) শান্ত হলুদ
১০. তারপর যুদ্ধ এল’—যুদ্ধ এসেছিল—
(ক) লাভা ভর্তি আগ্নেয়গিরির মতাে
(খ) মৃত্যুর মতাে
(গ) রক্তের এক সমুদ্রের মতাে
(ঘ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতাে
উত্তর- (ঘ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতাে
১১. ‘অসুখী একজন’ কবিতায় মৃত্যু হয়নি—
(ক) গ্রামের
(খ) মেয়েটির
(গ) শিশুদের
(ঘ) দেবতাদের
উত্তর- (খ) মেয়েটির
১২. অসুখী একজন’ কবিতায় যে কালাে দাগটির কথা বলা হয়েছে, তা হল—
(ক) কয়লার
(খ) বেদনার।
(গ) রক্তের
(ঘ) শােকের
উত্তর- (গ) রক্তের
১৩. অসুখী একজন’ কবিতায় উল্লেখিত বীভৎস মাথাগুলি’ ছিল—
(ক) মৃত শিশুদের
(খ) মৃত মেয়েটির
(গ) ধ্যানমগ্ন দেবতাদের
(ঘ) মৃত পাথরের মূর্তির
উত্তর- (ঘ) মৃত পাথরের মূর্তির
১৪. একটা সপ্তাহ আর ____________ কেটে গেল।
(ক) একদিন
(খ) একমাস
(গ) একটা বছর
(ঘ) একটা যুগ
উত্তর- (গ) একটা বছর
১৫. যেখানে ছিল শহর/ সেখানে ছড়িয়ে রইল—
(ক) পায়ের দাগ
(খ) কাঠ কয়লা
(গ) ধুলােবালি
(ঘ) ছাই
উত্তর- (খ) কাঠ কয়লা
১৬. পাবলাে নেরুদা ছিলেন—
(ক) রাশিয়ান কবি ও সৈনিক।
(খ) চিলিয়ান কবি ও রাজনীতিবিদ
(গ) জার্মান কবি ও গায়ক।
(ঘ) আফ্রিকান কবি ও সৈনিক
উত্তর- (খ) চিলিয়ান কবি ও রাজনীতিবিদ
১৭. পরপর পাথরের মতাে নেমে এল—
(ক) বােমারু বিমান।
(খ) কাঠকয়লা
(গ) আগুন
(ঘ) বছরগুলাে
উত্তর- (ঘ) বছরগুলাে
১৮. অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে’—দাঁড় করিয়ে রাখলেন—
(ক) গির্জায়
(খ) মন্দিরে
(গ) দরজায়
(ঘ) জানালায়
উত্তর- (গ) দরজায়
১৯. অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়’—কথক দাঁড় করিয়ে রেখেছিলেন—
(ক) গির্জার নানকে
(খ) শিশুদেরকে
(গ) মেয়েটিকে।
(ঘ) মা-কে
উত্তর- (গ) মেয়েটিকে।
২০. উল্টে পড়ল মন্দির থেকে টুকরাে টুকরাে হয়ে’—কারা উলটে পড়েছিল ?
(ক) মন্দিরের চূড়া
(খ) শান্ত হলুদ দেবতারা
(গ) পূজার বেদী।
(ঘ) জলতরঙ্গ
উত্তর- (খ) শান্ত হলুদ দেবতারা
২১. ঘাস জন্মালাে’—কোথায় ?
(ক) উঠনে
(খ) মন্দিরে
(গ) রাস্তায়
(ঘ) মাঠে
উত্তর- (গ) রাস্তায়
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | Asukhi Ekjon Kobita Question Answer | মাধ্যমিক বাংলা সাজেশন 2023
অতি সংক্ষিপ্ত – ১ নম্বরের প্রশ্নোত্তরগুলি দেখে নেওয়া যাক –
১. “শিশু আর বাড়িরা খুন হল”—শিশু আর বাড়িরা কেন খুন হয়েছিল?
উত্তর : ভয়ঙ্কর যুদ্ধের তাণ্ডবে সমগ্র সমতলে আগুন ধরে যায়। আর তাতেই খুন হয় শিশু আর বাড়িরা।
২. “সমস্ত সমতলে ধরে গেল আগুন”—কেন এমন হল?
উত্তর : যুদ্ধের সর্বগ্রাসী বীভৎসতায় সমস্ত সমতলে আগুন ধরেছিল।
৩. ‘অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়”—কে, কাকে দাঁড় করিয়েছিল?
উত্তর : কথক প্রতীক্ষার মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে রেখেছিল।
৪. “অসুখী একজন’ কবিতায় কে ফিরে আসার কথা জানত না ?
উত্তর : প্রতীক্ষার মেয়েটি কথকের ফিরে আসার কথা জানত না।
৫. ‘সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা’—কোথায় কাঠ কয়লা ছড়িয়ে রইল?
উত্তর : যুদ্ধের আগে যেখানে শহর ছিল, যুদ্ধ শেষে সেখানে কাঠ-কয়লা ছড়িয়ে রইল।
৬. অসুখী একজন’ কবিতায় যুদ্ধ শেষে মেয়েটি কী করছিল ?
উত্তর : যুদ্ধ শেষে মৃত্যুহীনা মেয়েটি কথকের অপেক্ষায় পথ চেয়েছিল।
৭. তারা আর স্বপ্ন দেখতে পারলাে না’—কেন তারা স্বপ্ন দেখতে পারেনি?
উত্তর : যুদ্ধের দাপটে দেবতারা মন্দির থেকে উল্টে পড়ে টুকরাে টুকরাে হয়ে গিয়েছিল, তাই তারা আর স্বপ্ন দেখতে পারেনি।
৮. “সব চূর্ণ হয়ে গেল”—কী কী চূর্ণ হয়েছিল ?/জ্বলে গেল আগুনে’—আগুনে কী কী জ্বলে ছিল?
উত্তর : কথকের স্মৃতি বিজড়িত মিষ্টি বাড়ি, চিমনি, গােলাপি গাছ, জলতরঙ্গ সবকিছু যুদ্ধের দাপটে চুর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছিল।
৯. “রক্তের একটা কালাে দাগ”—কালাে দাগ কীসের প্রতীক?
উত্তর : সর্বগ্রাসী যুদ্ধের ভয়াবহতার স্মৃতিচিহ্ন হল রক্তের এই কালাে দাগ।
১০. “সেখানে ছড়িয়ে রইল”—কোথায় কী ছড়িয়েছিল?
উত্তর : ধ্বংসপ্রাপ্ত শহরে ছড়িয়ে ছিল কাঠকয়লা, দোমড়ানাে লােহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা আর রক্তের নিকষ কালাে দাগ।
১১. অসুখী একজন’ কবিতায় যুদ্ধকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর : ‘অসুখী একজন’ কবিতায় যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে।
১২. ‘নেমে এল তার মাথার ওপর’-কার মাথার উপর, কী নেমে এসেছিল?
উত্তর : অপেক্ষারতা মেয়েটির মাথার ওপর পর পর পাথরের মতাে ভারী ও নিষ্ঠুর বছরগুলি নেমে এসেছিল।
১৩. তারপর যুদ্ধ এল’—এই যুদ্ধের প্রকৃতি কেমন ছিল?/কীভাবে যুদ্ধ এল?
উত্তর : ‘অসুখী একজন’ কবিতায় বর্ণিত যুদ্ধের প্রকৃতি ছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতাে।
১৪. অসুখী একজন’ কবিতাটি বাংলায় কে তরজমা করেছেন?/কবিতার অনুবাদক কে?
উত্তর : অসুখী একজন কবিতাটি বাংলায় তরজমা করেছেন নবারুণ ভট্টাচার্য।
১৫. ‘সে জানত না’–‘সে’ কী জানত না?
উত্তর : অপেক্ষারতা মেয়েটি জানত না যে তার প্রিয়জন আর কখনাে ফিরে আসবে না।
১৬. আমি তাকে ছেড়ে দিলাম’—কথক কাকে ছেড়ে দিলেন?
উত্তর : কথক তাঁর প্রিয়তমাকে ছেড়ে দিলেন।
১৭. ‘অসুখী একজন’ কবিতায় কথকের স্বপ্নবিজড়িত বাড়ির পরিবেশটি কেমন ছিল?
উত্তর : ‘অসুখী একজন’ কবিতায় স্বপ্নবিজড়িত কথকের বাড়িটি ছিল ভারি মিষ্টি। সেই বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় কথক ঘুমােতেন। গােলাপি গাছ, চিমনি, জলতরঙ্গাও ছিল সেই বাড়িতে।
১৮. ‘যেখানে ছিল শহর’ সেখানে যুদ্ধের পর কী অবস্থা হয়েছিল?
উত্তর : যেখানে একদা প্রাণচঞল শহর ছিল, যুদ্ধের পর সেখানে প্রাণহীন শ্মশানের মতাে কাঠকয়লা ছড়িয়ে ছিল।
১৯. ‘সেই মেয়েটির মৃত্যু হল না/সেই মেয়েটি আমার অপেক্ষায়’—কোন্ মেয়েটির কথা বলা হয়েছে?
উত্তর : প্রিয়জন বিদায় নেওয়ার পর প্রতীক্ষার দীর্ঘ প্রহর গুণে যে মেয়েটি অশেষ ধৈর্যের পরিচয় দিয়েছিল। এখানে সেই মেয়েটির কথা বলা হয়েছে।
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | Asukhi Ekjon Kobita Question Answer | মাধ্যমিক বাংলা সাজেশন 2023
সংক্ষিপ্ত – ৩ নম্বরের প্রশ্নোত্তরগুলি দেখে নেওয়া যাক –
১. সেই মেয়েটির মৃত্যু হল না’—কোন্ মেয়েটির কথা বলা হয়েছে? কেন তার মৃত্যু হল না? ১+২
অথবা ‘সেই মেয়েটি আমার অপেক্ষায়’—মেয়েটি কে? তার অপেক্ষার কারণ কী ?
উত্তর :
উৎস : নােবেলজয়ী চিলিয়ান কবি পাবলাে নেরুদা রচিত, নবারুণ ভট্টাচার্য অনূদিত “অসুখী একজন’ কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে।
প্রিয়জন বিদায় নেওয়ার পর যে মেয়েটি দীর্ঘদিন প্রতীক্ষার প্রহর গুণে অশেষ ধৈর্যের পরিচয় দিয়েছিল, এখানে সেই মেয়েটির কথা বলা হয়েছে।
প্রিয়জন বিদায় নেওয়ার পর মেয়েটি জানত না, এ যাওয়াই কথকের শেষ যাওয়া। এরপর যুদ্ধ আসে। যুদ্ধের সর্বগ্রাসী অগ্নিশিখা জাগতিক সবকিছুকে ধ্বংস করলেও, মেয়েটির হৃদয়ের ভালােবাসাকে স্পর্শ করতে পারে না। তাই সর্বহারার মহাশ্মশানে দাঁড়িয়েও মৃত্যুহীন। মেয়েটি তার প্রিয়জনের প্রতীক্ষায় পথ চেয়ে থাকে।
জাগতিক সবকিছুই নশ্বর, একমাত্র ভালােবাসা অবিনশ্বর। প্রকৃতপক্ষে মেয়েটি ছিল ভালােবাসার মূর্ত প্রতীক। শাশ্বত ভালােবাসার মৃত্যু হয় না। যুদ্ধের কাঠিন্য ভালােবাসার ফল্গুধারার কাছে হার মানে। তাই যুদ্ধের আগুন মেয়েটিকে স্পর্শ করতে পারেনি। অপেক্ষারতা মেয়েটিরও মৃত্যু হয়নি।
২. ‘সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে’—কীসের প্রভাবে সব চুর্ণ হয়ে গেল? কী কী চূর্ণ হল এবং আগুনে জ্বলে গেল?
উত্তর :
উৎস : নােবেলজয়ী চিলিয়ান কবি পাবলাে নেরুদা রচিত, নবারুণ ভট্টাচার্য অনূদিত “অসুখী একজন’ কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। যুদ্ধের ধ্বংসলীলার প্রভাবে সবকিছু চূর্ণ হয়ে গিয়েছিল। কথকের মিষ্টি বাড়ি, বারান্দার ঝুলন্ত বিছানা, গােলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সবই চূর্ণ হয়ে যায় যুদ্ধের দাপটে, জ্বলে যায় যুদ্ধের আগুনে।
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | Asukhi Ekjon Kobita Question Answer | মাধ্যমিক বাংলা সাজেশন 2023
রচনাধর্মী – ৫ নম্বরের প্রশ্নোত্তরগুলি দেখে নেওয়া যাক –
১. তারপর যুদ্ধ এলাে’—তারপর’ বলতে কখন? যুদ্ধের পরিণতি কী হয়েছিল?
অথবা, সমস্ত সমতলে ধরে গেল আগুন’—সমতলে কেন আগুন ধরেছিল ? তার পরিণতি কী হয়েছিল?
অথবা, যেখানে ছিল শহর/সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা’ শহর কীভাবে কাঠ কয়লায় রূপান্তরিত হয়েছিল তা কবিতা অনুসারে আলােচনা করাে। কবিতা অনুসারে শহরের সেই পরিস্থিতির বিবরণ দাও।
অথবা, আমি তাকে ছেড়ে দিলাম…দূরে’-কথক চলে যাওয়ার পরের ঘটনাক্রম বর্ণনা করাে।
উত্তর :
উৎস : নােবেলজয়ী চিলিয়ান কবি পাবলাে নেরুদা রচিত, নবারুণ ভট্টাচার্য অনূদিত ‘অসুখী একজন’ কবিতার কথক তার প্রিয়ার বাহুডাের পরিত্যাগ করে পা বাড়িয়েছিলেন অনিশ্চিত কর্তব্যের জগতে অথচ এই হৃদয়বিদারক সত্যটি কথকের প্রিয়তমার কাছে সম্পূর্ণ অজ্ঞাত ছিল। তাই প্রিয়জন বিদায় নেওয়ার পর, অপেক্ষার চোরাবালিতে প্রতীক্ষার প্রহর গুণতে থাকা মেয়েটির দুটি চোখ দেখেছে কীভাবে সময়ের হাত ধরে বয়ে চলেছে সপ্তাহ-মাস-বছর। পাথরের মতাে ভারী ও নিষ্ঠুর বছরগুলি ক্রমাগত দুঃসহনীয় পাষাণভার নিয়ে নেমে এসেছিল মেয়েটির মাথার ওপর। নিখাদ ভালােবাসা বুকে নিয়ে অপেক্ষামানা মেয়েটির দুঃসহ প্রতীক্ষার দিনগুলির পরবর্তী সময়কে বােঝাতে ‘তারপর’ শব্দটি ব্যবহৃত হয়েছে।
যুদ্ধ আসে নির্মমতার নকশি কাথা বুনতে, রক্ত ঝরাতে, আগুন লাগতে। প্রাণঘাতী যুদ্ধের যূপকাষ্ঠে নিস্পাপ শিশুরা বলি প্রদত্ত হয়। এমনকি প্রাসাদ, অট্টালিকা, ঘরবাড়ি সহ দেবতার মন্দিরও যুদ্ধের লেলিহান শিখা থেকে পরিত্রাণ পায় না। কবিতায় আমরা দেখি—
(ক) যুদ্ধের আগমন : রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতাে রক্ত বর্ষণ করতে করতে, অতর্কিতে একদিন সমতল ভূমির বুকে আছড়ে পড়ে যুদ্ধ।
(খ) যুদ্ধের তাণ্ডব : সর্বগ্রাসী যুদ্ধের কষাঘাতে শান্ত নিস্তরঙ্গ শহরের বুকে নেমে আসে ঘূর্ণিঝড়ের মহাতাণ্ডব। এমনকি কথকের শৈশব সুখস্মৃতি বিজড়িত সমস্ত চিহ্নগুলি পর্যন্ত চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।
(গ) যুদ্ধের পরিণতি : যুদ্ধ শেষে একটা প্রাণচঞ্চল শহর কাঠ কয়লায় ঘেরা শ্মশানভূমিতে পরিণত হয়। চারিদিকে ছড়িয়ে থাকে দোমড়ানাে লােহা, মুর্তির মাথা, আর রক্তের নিকষ কালাে দাগ।
(ঘ) ভালােবাসার কাছে যুদ্ধের পরাজয় : যুদ্ধের তাণ্ডবে জাগতিক সবকিছু ধ্বংসপ্রাপ্ত হলেও; অপেক্ষারতা মেয়েটির হৃদয়ের ভালােবাসাকে যুদ্ধ স্পর্শ পর্যন্ত করতে পারে নি। সে যেন বৈষুব পদাবলীর শ্রীরাধিকার মতই শুন্য বৃন্দাবনে কৃয়ের জন্য প্রতীক্ষায় উন্মুখ। তাই তাে সর্বহারার মহাশ্মশানে হৃদয়ের ভালােবাসার অনির্বাণ দীপশিখাকে প্রজ্জ্বলিত করে আর চোখে অন্তহীন তৃষা নিয়ে, প্রিয়জনের প্রতীক্ষায় পথ চেয়ে থাকে যুদ্ধজয়ী মৃত্যুহীনা মেয়েট।
বাকি সাজেশন গুলোর লিঙ্ক
জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর | Gyan Chokkhu Class 10 Question Answer | মাধ্যমিক বাংলা সাজেশন 2023
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Very nice