Class 5 Amader Poribesh Combined Model Activity Task Answer | পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ Combined

প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের ২০২১ এর জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত যে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল সেখান থেকে বাছাই করা করা কিছু প্রশ্ন নিয়ে Combined অ্যাক্টিভিটি টাস্ক করতে দেওয়া হয়েছে । এখানে আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ (Class 5 Amader Poribesh) বিষয়ের Combined Model Activity Task এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি ।

Class 5 Amader Poribesh Combined Model Activity

২০২১ এর এটাই সর্বশেষ অ্যাক্টিভিটি টাস্ক । এই অ্যাক্টিভিটি টাস্কে ৪০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে । এর উপর ভিত্তি করেই সম্ভাবত তোমরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে । সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নিচের প্রশ্নোত্তর গুলি লিখবে ।

Combined Activity Task 2021

আমাদের পরিবেশ

পঞ্চম শ্রেণী


Class 5 Amader Poribesh Combined Model Activity Solution :

১. ঠিক উত্তর নির্বাচন করাে : ১ × ৬ = ৬

১.১ কাধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম – 

(ক) ভার্টিব্রা (খ) টিবিয়া (গ) হিউমেরাস (ঘ) ফিমার

উত্তর: (গ) হিউমেরাস

১.২ একটি বুনাে প্রাণীর উদাহরণ হলাে – 

(ক) গােরু (খ) ছাগল (গ) শিয়াল (ঘ) ভেড়া

উত্তর: (গ) শিয়াল

১.৩ যে প্রাণীটি অমেরুদণ্ডী সেটি হলাে – 

(ক) রুইমাছ (খ) কেঁচো (গ) কাক (ঘ) কুকুর

উত্তর: (খ) কেঁচো

১.৪ পশ্চিমবঙ্গে চা চাষ হয় – 

(ক) রাঢ় অঞ্চলে (খ) গাঙ্গেয় সমভূমি অঞ্চলে (গ) উত্তরের পার্বত্য অঞ্চলে (ঘ) উপকূলের সমভূমি অঞ্চলে 

উত্তর: (গ) উত্তরের পার্বত্য অঞ্চলে

১.৫ যেটি সমুদ্রের মাছ সেটি হলাে – 

(ক) পারসে (খ) ট্যাংরা (গ) রুই (ঘ) সার্ডিন

উত্তর: (ঘ) সার্ডিন

১.৬ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে সেটি হলাে – 

(ক) শিক্ষক দিবস (খ) পরিবেশ দিবস (গ) শিশু দিবস (ঘ) সাধারণতন্ত্র দিবস

উত্তর: (ক) শিক্ষক দিবস

২. শূন্যস্থান পূরণ করাে : ১ × ৩ = ৩

২.১ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হল ভারত ও _____________ ।

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হল ভারত ও বাংলাদেশ

২.২ বিপ্লবী সূর্য সেন _____________ নামে পরিচিত ছিলেন।

উত্তর: বিপ্লবী সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন

২.৩ একটি নিত্যবহ নদীর নাম হলাে _____________ ।

উত্তর: একটি নিত্যবহ নদীর নাম হলাে গঙ্গা

৩. ঠিক বাক্যের পাশে ‘’ আর ভুল বাক্যের পাশে ‘🗙’ চিহ্ন দাও : ১ × ৩ = ৩

৩.১ মানুষের বুদ্ধি হলাে একটা সম্পদ। 

উত্তর: মানুষের বুদ্ধি হলাে একটা সম্পদ।

৩.২ দিঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজুবাদাম চাষ হয়।

উত্তর: দিঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজুবাদাম চাষ হয়।

৩.৩ প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলা হত গান্ধিবুড়ি। 

উত্তর: প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলা হত গান্ধিবুড়ি। 🗙

৪. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখাে :  ১ × ৩ = ৩

বাম স্তম্ভডান স্তম্ভ
৪.১ জলদাপাড়া(ক) ডলফিন
৪.২ খড়গপুর(খ) টেরাকোটার কাজ 
৪.৩ বিষ্ণুপুর(গ) আইআইটি শিক্ষাকেন্দ্র
(ঘ) গন্ডার

উত্তর: 

বাম স্তম্ভডান স্তম্ভ
৪.১ জলদাপাড়া(ঘ) গন্ডার
৪.২ খড়গপুর(গ) আইআইটি শিক্ষাকেন্দ্র
৪.৩ বিষ্ণুপুর(খ) টেরাকোটার কাজ

Read Also:

Class 5 English Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

Class 5 Bengali (বাংলা) Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

Class 5 Mathematics (গণিত) Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

Class 5 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

All Class Combined Activity Task / মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8

৫. একটি বাক্যে উত্তর দাও : ১ × ৪ = ৪

৫.১ কোন রােগের বিরুদ্ধে দেহে প্রতিরােধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়? 

উত্তর: যক্ষ্মা রােগের বিরুদ্ধে দেহে প্রতিরােধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয় ।

৫.২ কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়? 

উত্তর: হৃদপিণ্ডের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায় ।

৫.৩ কোন ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে?

উত্তর: দোয়াঁশ মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে ।

৫.৪ কে স্টেথােস্কোপ উদ্ভাবন করেন? 

উত্তর: রেনে লিনেক স্টেথােস্কোপ উদ্ভাবন করেন ।

৬. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২ × ৬ = ১২

৬.১ তােমার চেনা দুরকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। 

উত্তর: আমার চেনা দুটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হল – 

(1) লােহার শিকল বা পেরেকে মরচে পড়া। 

(2) দুধ থেকে ছানা তৈরি হওয়া।

৬.২ বৃষ্টির জল ধরে তুমি কী কী কাজে লাগাতে পারাে? 

উত্তর: বৃষ্টির জল ধরে সেটিকে আমি নানা উপায়ে কাজে লাগাতে পারি, যেমন – 

(1) বাড়ির ঘর মােছা, বাসন মাজা, কাপড় কাচা প্রভূতিতে ব্যবহার করতে পারি। 

(2) বিভিন্ন চারা গাছে জল দিতে পারি।

৬.৩ বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কী ক্ষতি হয় ? 

উত্তর: বেশি কীটনাশক ব্যবহার করলে যেসব ক্ষতি হয়,সেগুলি হল –

(1) জমির উর্বরতা শক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। 

(2) জমির কীটনাশক বৃষ্টির জলে-পুকুর বা খালে মিশলে মাছ সহ সমস্ত জলজ প্রাণীরা ক্ষতিগ্রস্ত হয়।

৬.৪ কী উদ্দেশ্যে দামােদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল? 

উত্তর: দামােদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করার উদ্দেশ্যগুলি হল –

(1) বর্ষাকালে দামােদর নদ থেকে সৃষ্টি হওয়া বন্যা নিয়ন্ত্রণ করা। 

(2) জলবিদ্যুৎ উৎপাদন করা। 

(3) কৃষিকাজে সেচ ব্যবস্থায় উন্নতি ঘটানাে।

৬.৫ সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।

উত্তর: সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য হলাে –

(1) এই অঞ্চলের মাটি লবণাক্ত ও পলিযুক্ত দোয়াঁশ প্রকৃতির। 

(2) এখানকার মাটিতে অক্সিজেনের মাত্রা কম থাকে।

৬.৬ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে? 

উত্তর: লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে নিম্নলিখিত ব্যবস্থাগুলি নেওয়া যেতে পারে –

(1) লুপ্তপ্রায় মাছগুলিকে চিহ্নিত করে ওগুলি ধরা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। 

(2) সবার মধ্যে লুপ্তপ্রায় মাছেদের বাঁচানাের জনসচেতনতা গড়ে তুলতে হবে।

৭. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ৩ × ৩ = ৯

৭.১ মাটি কীভাবে তৈরি হয়?

উত্তর: বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বায়ুপ্রবাহ, নদীর জলস্রোত ইত্যাদি দ্বারা ভূপৃষ্ঠের উপর শিলা ক্রমাগত ক্ষয় হয়ে ভেঙ্গে গিয়ে শিলাচুর্নে পরিণত হয়। শিলা চুর্নের এই স্তরকে বলে রেগলিথ। শিলা চূর্নের মধ্যেকার খনিজগুলির রাসায়নিক বিয়োজন ও শিলাচুর্নের সাথে বিভিন্ন জৈব পদার্থের মিশ্রণ ঘটে। এই জৈব পদার্থ মিশ্রিত শিলাচূর্ণ বা রেগলিথ বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে মাটিতে পরিণত হয়।

৭.২ পর্বতের মাথায় বরফ জমে কেন?

উত্তর: আমাদের এই সমতলের মাটি থেকে আমরা যতই উপরে উঠব তাপমাত্রা ততই কম হতে থাকে। পুকুর, নদী, সমুদ্র থেকে জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে বাতাস যেহেতু ঠান্ডা তাই বাষ্প জমে জলীয় বাষ্পে পরিণত হয়। পর্বতগুলির উচ্চতা বেশি তাই সেখানে জলীয়বাষ্প জমে। তুষারপাত হতে দেখা যায়। তাই পর্বতের মাথায় বরফ জমে।

৭.৩ কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি?

উত্তর: সাধারণতন্ত্র কথাটির অর্থ হল যে শাসনব্যবস্থায় সাধারণ মানুষকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ২৬ শে জানুয়ারি আমরা সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস পালন করি, তার কারণ- ১৯৫০ সালের ২৬ জানুয়ারি পুরােনাে ১৯৩৫ সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল। এই দিনটিকে স্মরণ করার জন্যই প্রতিবছর আমরা সাধারনতন্ত্র দিবস পালন করি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

10 thoughts on “Class 5 Amader Poribesh Combined Model Activity Task Answer | পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ Combined”

Leave a Comment