Interest আগ্রহ বা অনুরাগ কাকে বলে ? শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা আলোচনা করো ?
উত্তরঃ-
আগ্রহ বা Interest : ইংরেজি Interest শব্দটির বাংলা প্রতিশব্দ হলো আগ্রহ। আগ্রহ হলো শিখনের একটি ব্যক্তিগত মানসিক উপাদান।
সংজ্ঞা : আগ্রহ বলতে বোঝায় কোন বস্তু সম্পর্কে এমন একটি মানসিক সংগঠন যা ওই বিশেষ বস্তুটিতে ব্যক্তিকে মনোযোগ দিতে প্রবৃত্ত করে।
মনোবিদ লভেল (Lovell) বলেছেন : “আগ্রহ হলো ব্যক্তির কোনো বিশেষ ধরনের কাজের প্রতি আকৃষ্ট হওয়ার বা সেই কাজ সুসম্পন্ন করার প্রবণতা” ।
শিক্ষাবিদ রাসেল (Russell) এর মতে : “আগ্রহ হলো এমন একটি যৌগিক অবস্থা যা ব্যক্তিকে কোন বিশেষ বস্তু বা কাজে প্রতিনিয়ত উদ্দীপিত করে”।
শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা : শিক্ষার্থীর শিখন এর গুরুত্বপূর্ণ দিক হল বহুমুখী আগ্রহ সঞ্চার করা এক্ষেত্রে আগ্রহের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে –
১. সক্রিয়তা বৃদ্ধি : আগ্রহ শিক্ষার্থীকে বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণের সক্রিয় করে তোলে ফলে শিক্ষার্থীর কাছে সহজ হয়ে ওঠে।
২. নতুন কাজে প্রেরণা দান : আগ্রহ প্রতিনিয়ত শিক্ষার্থীকে শিখনের নতুন নতুন বিষয়ের প্রতি আগ্রহী করে তোলে। ফলে শিক্ষার্থীর জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়।
৩. শিক্ষা অভিমুখী প্রেরণা দান : আগ্রহ শিক্ষার্থীকে তার ভালোলাগা বিষয়ের প্রতি সর্বদাই অভিমুখী করে তোলে। ফলে সেই বিষয়ে জ্ঞান লাভ শিক্ষার্থীর কাছে সহজ হয়ে ওঠে।
৪. দক্ষতা বৃদ্ধি : কোন বিশেষ বিষয়ে বা কাজে শিক্ষার্থীর আগ্রহ থাকলে সেই বিষয়ে বা কাজে শিক্ষার্থীরা দক্ষতা বৃদ্ধি করে থাকে নিজে নিজেই।
৫. বিষয়বস্তু নির্বাচন : শিখনের জন্য উপযুক্ত বিষয়বস্তু প্রয়োজন হয়। আগ্রহ শিক্ষার্থীকে নিজের ইচ্ছামত বিষয়বস্তু নির্বাচনে সাহায্য করে এবং শিখনকে আনন্দপূর্ণ করে তোলে।
৬. নিখুঁত জ্ঞান অর্জন : সঠিক শিখনের জন্য নিখুঁত জ্ঞান অর্জন প্রয়োজন। আগ্রহ শিক্ষার্থীকে বিভিন্ন বিষয়ে নিখুঁত জ্ঞান অর্জনে সহায়তা করে।
৭. মনোযোগ বৃদ্ধি : আগ্রহ শিক্ষার্থীকে শিক্ষণীয় বিষয়ের প্রতি অনেক বেশি আগ্রহী করে তোলে। আগ্রহ থাকলেই, এই মনোযোগ আসে স্বাভাবিকভাবেই।
৮. গঠনমুখী জীবন : আগ্রহ শিক্ষার্থীর জীবনকে গঠনমুখি, পরিবর্তনশীল, সামাজিক এবং বাস্তবধর্মী করে গড়ে তোলে।
উপসংহার : পরিশেষে বলা যায় শিক্ষার্থীর শিখনের জন্য আনন্দপূর্ণ বিষয়, পরিবেশ ও মনোযোগী হওয়া একান্ত প্রয়োজন। আগ্রহ সর্বদায় শিক্ষার্থীকে এইসব কাজে সহায়তা করে থাকে।
Read Also
মানসিক ক্ষমতা বা বুদ্ধি কাকে বলে | শিখনে বুদ্ধির ভূমিকা আলোচনা করো
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।