Dear students, HS History Question Paper 2024 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা HS History Question Paper 2024 PDF নিয়ে এসেছি।
HS History Question Paper 2024 PDF with Answer Set
HS Question Paper 2024
History (ইতিহাস)
Full Marks – 80
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (SAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে।
(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি)
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো : 1 x 24 = 24
(i) ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত ?
(a) লন্ডন
(b) প্যারিস
(c) ফ্লোরেন্স
(d) ব্রাসেলস ।
উত্তরঃ (b) প্যারিস
(ii) ‘জীবনস্মৃতি’ কার আত্মজীবনী ?
(a) দক্ষিণারঞ্জন বসু
(b) মণিকুন্তলা সেন
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) সরলাদেবী চৌধুরাণী ।
উত্তরঃ (c) রবীন্দ্রনাথ ঠাকুর
(iii) ‘আঙ্কেল টমস্ কেবিন’- ‘-এর রচয়িতা কে ছিলেন ?
(a) হ্যারিয়েট বিচার স্টো
(b) মার্ক টোয়েন
(c) ম্যাক্সিম গোর্কি
(d) রুডইয়ার্ড কিপলিং ।
উত্তরঃ (a) হ্যারিয়েট বিচার স্টো
(iv) আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন
(a) ব্রিটিশরা
(b) ফরাসিরা
(c) ওলন্দাজরা
(d) পর্তুগিজরা ।
উত্তরঃ (d) পর্তুগিজরা
(v) নবাবি আমলে বাংলার রাজধানী ছিল
(a) ঢাকা
(c) কলকাতা
(b) রাজশাহী
(d) মুর্শিদাবাদ
উত্তরঃ (d) মুর্শিদাবাদ
(vi) স্তম্ভ-১-এর সাথে স্তম্ভ-২ মেলাও :
বিকল্প সমূহ :
(a) (i)-(A), (ii)-(C), (iii)-(D), (iv)-(B)
(b) (i)-(B), (ii)-(D), (iii)-(C), (iv)-(A)
(c) (i)-(D), (ii)-(C), (iii)-(A), (iv)-(B)
(d) (i)-(B), (ii)-(C), (iii)-(D), (iv)-(A)
উত্তরঃ (d) (i)-(B), (ii)-(C), (iii)-(D), (iv)-(A)
(vii) 1842 সালের 29 আগস্ট, চীনে কোন্ চুক্তি স্বাক্ষরিত হয় ?
(a) পিকিং সন্ধি
(b) তিয়েনসিন সন্ধি
(c) নানকিং সন্ধি
(d) বোগের সন্ধি ।
উত্তরঃ (c) নানকিং সন্ধি
(viii) ‘সত্যশোধক সমাজ’ প্রতিষ্ঠা করেন
(a) দয়ানন্দ সরস্বতী
(b) কেশবচন্দ্র সেন
(c) জ্যোতিরাও (জ্যোতিবা) ফুলে
(d) রামমোহন রায় ।
উত্তরঃ (c) জ্যোতিরাও (জ্যোতিবা) ফুলে
(ix) ‘পার্থেনন’ পত্রিকাটি প্রকাশ করে
(a) নব্যবঙ্গ গোষ্ঠী
(b) প্রার্থনা সমাজ
(c) আর্য সমাজ
(d) ব্রাহ্ম সমাজ ।
উত্তরঃ (a) নব্যবঙ্গ গোষ্ঠী
(x) চীনে 1911-র গণতান্ত্রিক বিপ্লবের নেতা ছিলেন
(a) চিয়াং কাই-শেক
(b) সান ইয়াৎ-সেন
(c) ইউয়ান শিকাই
(d) মাও সে-তুং ।
উত্তরঃ (b) সান ইয়াৎ-সেন
(xi) ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন
(a) গুরুদাস বন্দ্যোপাধ্যায়
(b) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(c) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(d) সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ ।
উত্তরঃ (d) সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ ।
(xii) মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয়, সেটি হল
(a) করাচি
(b) লাহোর
(c) লক্ষ্ণৌ
(d) ঢাকা ।
উত্তরঃ (b) লাহোর
(xiii) ভারতীয় মুসলমানদের সিমলা ডেপুটেশন (1906)-এ নেতৃত্ব দেন
(a) আগা খাঁ
(b) স্যার সৈয়দ আহমেদ খান
(c) মহম্মদ আলি জিন্নাহ
(d) লিয়াকত আলি খান ।
উত্তরঃ (a) আগা খাঁ
(xiv) কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না ?
(a) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
(b) লর্ড ওয়াভেল
(c) এ. ভি. আলেকজান্ডার
(d) লর্ড পেথিক-লরেন্স ।
উত্তরঃ (b) লর্ড ওয়াভেল
(xv) ইন্দোনেশিয়া কোন্ ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল ?
(a) ইংল্যান্ড
(b) ফ্রান্স
(c) স্পেন
(d) হল্যান্ড ।
উত্তরঃ (d) হল্যান্ড ।
(xvi) ‘নবান্ন’ নাটকের রচয়িতা হলেন
(a) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(b) দীনবন্ধু মিত্র
(c) অমলেন্দু চক্রবর্তী
(d) বিজন ভট্টাচার্য ।
উত্তরঃ (d) বিজন ভট্টাচার্য ।
(xvii) ‘ফ্রম ইয়াল্টা টু ভিয়েতনাম’ বইটির লেখক
(a) গ্যাব্রিয়েল কলকো
(b) ডেভিড হরোউইজ
(c) ডি. এফ. ফ্লেমিং
(d) ওয়াল্টার লিপম্যান ।
উত্তরঃ (b) ডেভিড হরোউইজ
(xviii) স্তম্ভ-১-এর সাথে স্তম্ভ-২ মেলাও :
বিকল্প সমূহ :
(a) (i)-(D), (ii)-(C), (iii)-(A), (iv)-(B)
(b) (i)-(C), (ii)-(A), (iii)-(D), (iv)-(B)
(c) (i)-(B), (ii)-(D), (iii)-(A), (iv)-(C)
(d) (i)-(A), (ii)-(C), (iii)-(B), (iv)-(D).
উত্তরঃ (b) (i)-(C), (ii)-(A), (iii)-(D), (iv)-(B)
(xix) ন্যাটো গঠিত হয়
(a) 1947 সালে
(b) 1948 সালে
(c) 1949 সালে
(d) 1950 সালে ।
উত্তরঃ (c) 1949 সালে
(xx) আসওয়ান বাঁধ নির্মাণের উদ্যোগ নেন
(a) গামাল আবদেল নাসের
(b) ইয়াসের আরাফত
(c) জেনারেল নগুইব
(d) জন কেনেডি ।
উত্তরঃ (a) গামাল আবদেল নাসের
(xxi) প্যাট্রিস লুমুম্বা কে ছিলেন ?
(a) আলজেরিয়ার নেতা
(b) কঙ্গোর প্রধানমন্ত্রী
(c) নাইজেরিয়ার নেতা
(d) ঘানার প্রধানমন্ত্রী ।
উত্তরঃ (b) কঙ্গোর প্রধানমন্ত্রী
(xxii) আওয়ামি লীগ-এর প্রতিষ্ঠাতা ছিলেন
(a) ইয়াইয়া খাঁ
(b) জুলফিকার আলি ভুট্টো
(c) ফজলুল হক
(d) শেখ মুজিবুর রহমান ।
উত্তরঃ (d) শেখ মুজিবুর রহমান ।
(xxiii) ভারতের মহাকাশবিজ্ঞানী ছিলেন
(a) মেঘনাদ সাহা
(b) হোমি জাহাঙ্গীর ভাবা
(c) বিক্রম সারাভাই
(d) সত্যেন্দ্রনাথ বসু ।
উত্তরঃ (c) বিক্রম সারাভাই
(xxiv) স্বাধীন ভারতে জাতীয় পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল ?
(a) বল্লভভাই প্যাটেল
(b) জওহরলাল নেহরু
(c) রাজেন্দ্র প্রসাদ
(d) প্রশান্তচন্দ্র মহলানবিশ ।
উত্তরঃ (b) জওহরলাল নেহরু
( সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি )
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1 × 16 = 16
(i) আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেছিলেন ?
(ii) ক্রিস্টো ফার ‘সামাজিক ডারউইনবাদ’-এর মুখ্য প্রবক্তা কে ?
(iii) ‘মার্কেন্টাইলবাদ’ কী ?
অথবা
“ইম্পেরিয়ালিজম : এ স্টাডি’ বইটির লেখক কে ?
(iv) ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
(v) রায়তওয়ারি বন্দোবস্ত কোন্ অঞ্চলে প্রবর্তিত হয়েছিল ?
অথবা
‘রুদ্ধদ্বার নীতি’ কী ছিল ?
(vi) ভাইকম সত্যাগ্রহ কী ?
অথবা
কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
(vii) কার উদ্যোগে নববিধান গঠিত হয়েছিল ?
(viii) বক্সার প্রোটোকল কত খ্ৰীষ্টাব্দে সম্পাদিত হয় ?
অথবা
শত দিবসের সংস্কার কী ?
(ix) ভারতে পৃথক নির্বাচনক্ষেত্র কোন্ আইনে প্রবর্তিত হয় ?
অথবা
কবে রাওলাট সত্যাগ্রহের সূচনা হয় ?
(x) ভারতের স্বাধীনতা সংগ্রামে একজন সশস্ত্র বিপ্লবী নারীর নাম লেখো ।
(xi) রশিদ আলি দিবস কবে পালিত হয় ?
(xii) ভিয়েতমিন কী ?
অথবা
কোন্ সালে জাপান পার্ল হারবার আক্রমণ করে ?
(xiii) টুম্যান নীতি কী ?
অথবা
ইয়াসের আরাফত কে ছিলেন ?
(xiv) প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
(xv) ভারত-চীন যুদ্ধ কোন্ বছরে হয়েছিল ?
অথবা
স্বাধীন ভারতে উদারীকরণ, বেসরকারিকরণ এবং বিশ্বায়নের নীতি কোন্ প্রধানমন্ত্রীর আমলে গৃহীত হয় ?
(xvi) স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
( বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলি )
3. যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8 x 5 = 40
বিভাগ – ক
(i)- সংগ্রহশালার প্রকারভেদ আলোচনা করো। 8
অথবা
স্মৃতিকথার সংজ্ঞা লেখো । ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব ব্যাখ্যা করো। 4+4
(ii) ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো । 4 + 4
(iii) ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল ? কেন এই বাণিজ্যের অবসান হয়েছিল ? 4 + 4
(iv) শিক্ষা ও সমাজ সংস্কারক রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকার মূল্যায়ন করো । 4 + 4
বিভাগ – খ
(v) 1935 সালের ভারত শাসন আইনের প্রধান ধারাগুলি কী ছিল ? কীভাবে এই আইনটি ব্রিটিশ ঔপনিবেশিক স্বার্থ রক্ষা করেছিল ? 5+3
(vi) ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল ? কেন এই মিশন ব্যর্থ হল ? 4 + 4
অথবা
নৌবিদ্রোহ (1946)-এর কারণ ও তাৎপর্য লেখো । 4 + 4
(vii) কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝো ? এই সংকট ঠাণ্ডা লড়াইকে কতদূর প্রভাবিত করেছিল ? 5+3
(viii) সার্ক গঠনের পটভূমি ব্যাখ্যা করো । দক্ষিণ এশীয় রাজনীতিতে এর ভূমিকার মূল্যায়ন করো । 4 + 4
PDF Download
আরো পড়ুন
HS English Question Paper 2024 WBCHSE
HS Bengali (বাংলা) Question Paper 2024 PDF
HS History (ইতিহাস) Question Paper 2024
HS Geography (ভূগোল) Question Paper 2024
HS Education (শিক্ষাবিজ্ঞান) Question Paper 2024 PDF
HS Philosophy (দর্শন) Question Paper 2024
HS Sociology (সমাজবিজ্ঞান) Question Paper 2024
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।