প্রেষণার সংজ্ঞা দাও ? প্রেষণার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ?
উত্তরঃ-
Motivation বা প্রেষণা: প্রেষণা কথাটি ইংরেজি প্রতিশব্দ Motivation মোটিভেশন থেকে এসেছে এবং মোটিভেশন Motivation শব্দটি ল্যাটিন শব্দ Movers থেকে এসেছে যার অর্থ Move বা চলা। অর্থাৎ –
সংজ্ঞা: মনের অভ্যন্তরীণ যে চালিকাশক্তি আমাদের কোনো লক্ষ্য পূরণ ও আচরণ সম্পাদনের জন্য উদ্বুদ্ধ করে সেটি হলো প্রেষণা।
মনোবিদ সুইফট Swift: পরিবর্তনশীল পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখতে তার চাহিদা পরিতৃপ্তির মাধ্যমে আচরণের নিয়ন্ত্রণ করাকে প্রেষণা বলে ৷
প্রেষণার বৈশিষ্ট্য:
1. চাহিদা নির্ভর: বস্তুর চাহিদা বা অভাব বোধ হলো প্রেষণা সৃষ্টির মূল উৎস। বিশেষ চাহিদা কে কেন্দ্র করে ব্যক্তির মধ্যে প্রেষণা সৃষ্টি হয়।
2. অভ্যন্তরীণ প্রক্রিয়া: প্রেষণা হলো অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়া। দেহের অভ্যন্তরীণ কারণে প্রেষণার সমি হয়, যার ফলে ব্যক্তির আচরণ উদ্দেশ্য মুখি পরিবর্তন ঘটে।
3. ধারাবাহিক প্রক্রিয়া: প্রেষণা একটি ধারাবাহিক প্রক্রিয়া। একটি প্রেষণা সম্পূর্ণ হলে পরের মুহূর্তে আরেকটি প্রেষণা সৃষ্টি হয়। অর্থাৎ প্রেষণা জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে।
4. লক্ষ মুখী প্রক্রিয়া: প্রেষণার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো লক্ষবস্তু প্রাপ্তি। প্রত্যেকটি প্রেষণার শিক্ষার্থীকে লক্ষ্য সম্পর্কে সজাগ করে ৷
5. আচরণের গতি নির্ণয়: প্রেষণা ব্যক্তির উদ্দেশ্যপূর্ণ কাজের পাশাপাশি সেই কাজটির গতি বাড়িয়ে তোলে বা কমিয়ে আনে।
6. ভারসাম্য অবস্থা: অভাববোধের তারণায় ব্যক্তির দৈহিক বা মানসিক যে পরিবর্তন হয় বা ঘটে, চাহিদার নিবৃত্তিতে ভারসাম্য ফিরে আসে।
7. প্রেষণার হ্রাস-বৃদ্ধি: একটি প্রেষণা পূরন হওয়ার পর আরেকটি প্রেষনা সৃষ্টি হয়। অর্থাৎ পূর্বের প্রেষণা হ্রাস পায় এবং নতুন আরেকটি প্রেষণার সৃষ্টি হয় ৷
এইসব বৈশিষ্ট্য ছাড়াও, ৪. প্রেষণাযুক্ত আচরণের ক্ষেত্রে ব্যাক্তি সব সময় সজাগ থাকে। 9. কাজের গতি প্রেষণার তীব্রতার ওপর নির্ভর করে। 10. প্রেষণা ব্যক্তির মধ্যে কর্ম উদ্দীপনা সৃষ্টি করে৷
উপরের বৈশিষ্ট গুলো থেকে লক্ষ করা যায় যে, প্রেষন ক্রিয়ার দ্বারা ব্যক্তির নতুন আচরণ সম্পাদন ও পুরনো আচরণের পুনরাবৃত্তি ঘটানো সম্ভব। প্রেষণ ক্রিয়ার মাধ্যমে ব্যক্তির আচরণ এর তারতম্য লক্ষ্য করা যায়।
Read Also
প্রেষণা কাকে বলে | শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।