প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা HS Sociology Suggestion 2025 PDF নিয়ে এসেছি। প্রতিটি প্রশ্নের মান ৮। আশা করি এই সাজেশন থেকেই তোমরা ৯০% কমন পেয়ে যাবে। নীচে এই সাজেশন এর PDF Download Link লিঙ্ক দেওয়া রয়েছে।
HS Sociology Suggestion 2025 PDF
Higher Secondary Suggestion 2025
Sociology (সমাজবিজ্ঞান)
প্রথম অধ্যায় – ভারতবর্ষে সমাজতত্ত্ব
8 মার্কের প্রশ্ন (DAQ)
1. ভারতবর্ষে তাত্ত্বিক বিষয় হিসাবে প্রাক-স্বাধীনতা যুগে সমাজতত্ত্বের বিকাশ সম্বন্ধে লেখো। এই প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখ **
2. ভারতে সমাজতত্ত্বের বিকাশে বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। জি. এস. ঘুরে সম্পর্কে যা জান লেখো। ***
অথবা, ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো এ প্রসঙ্গে ভারতীয় সমাজতাত্ত্বিক গণের ভূমিকা আলোচনা কর
3. সাব অল্টার্ন দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো? এই প্রসঙ্গে রনজিত গুহর ভূমিকা লেখো।
4. ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায়? এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভারতীয় সমাজ বিজ্ঞানীদের ভূমিকা লেখো।
5. ভারতবর্ষে সমাজতত্ত্বের সূত্রপাত সম্পর্কে লেখো। ভারতবর্ষে দৃষ্টবাদের প্রবর্তন আলোচনা করো । ***
6. দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায়? এ বিষয়ে ভারতীয় সমাজতাত্ত্বিক গনের ভূমিকা আলোচনা করো। **
7. কাঠামো বিক্রয়বাদী তত্ত্বের মৌলিক ভিত্তি গুলি লেখো।
দ্বিতীয় অধ্যায় – ভারতীয় সমাজ কাঠামো ও প্রক্রিয়া
8 মার্কের প্রশ্ন (DAQ)
1. পরিবারের সংজ্ঞা দাও। ভারতবর্ষের যৌথ পরিবার ব্যবস্থা ভাঙ্গনের কারণগুলো লেখো। ***
2. ভারতে যৌথ পরিবারে কাঠামোগত এবং কার্যাকরী পরিবর্তন গুলো লেখো।
3. সংস্কৃতায়ন বলতে কী বোঝো। প্রাক ব্রিটিশ সমাজের যেকোনো পাঁচটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করl
4. স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্য লেখো ।
5. পরিবার ব্যবস্থার সাম্প্রতিক যে পরিবর্তন ঘটে চলেছে সে সম্পর্কে আলোচনা করো।
তৃতীয় অধ্যায় – সমাজ কাঠামোর পরিবর্তন সমূহ
8 মার্কের প্রশ্ন (DAQ)
1. ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা কর
2. বর্তমান ভারতের শ্রেণী কাঠামো সম্পর্কে আলোচনা করো।
3. জাতি ব্যবস্থা সম্বন্ধে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা কর
অথবা ভারতে বর্ণ পদ্ধতির সম্পর্কে ড: আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। **
5. রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা সম্বন্ধে আলোচনা কর
6. ঋষি অরবিন্দ কে অনুসরণ করে ব্যক্তি মানুষের ত্রিবিধ রূপান্তর আলোচনা করো।
7. শিক্ষা বলতে কী বোঝো? গোখলের শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো। ***
৪. শিক্ষা বলতে কী বোঝো? মহাত্মা গান্ধীর শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো।
9. শিক্ষা বলতে কী বোঝো? সমাজে শিক্ষার কার্যাবলী আলোচনা করো।
10. শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। বর্তমান ভারতীয় সমাজে এর প্রাসঙ্গিক আলোচনা করো।
চতুর্থ অধ্যায় – সমকালীন সামাজিক বিষয়াদি/সমস্যা
8 মার্কের প্রশ্ন (DAQ)
1. ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধির কারণ গুলি ও ফলাফল লেখো। নিরক্ষরতা দূরীকরণ কিভাবে করা যায় লেখো। ***
2. গণমাধ্যম বলতে কি বোঝো সমাজ জীবনে গণমাধ্যমের গুরুত্ব কি
3. বেকারত্ব বলতে কী বোঝো? ভারতবর্ষে বেকারত্ব সমস্যার কারণ আলোচনা করো। ***
4. ভারতবর্ষের সন্ত্রাসবাদের কারণ ও ফলাফল আলোচনা করো। **
5. ভারতবর্ষে নারী নির্যাতনের কারণ ও প্রভাব আলোচনা কর
6. বিপন্ন পরিবেশ বলতে কী বোঝো? ভারতে পরিবেশ সুরক্ষা আন্দোলন সমূহ আলোচনা করো। **
PDF Download
Read Also
HS Geography Suggestion 2025 PDF Download WBCHSE | উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫
HS Political Science Suggestion 2025 PDF Download WBCHSE | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৫
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।