Class 11 Sociology Model Question Paper 2024 | 1st Semester | একাদশ শ্রেণী সমাজবিজ্ঞান নমুনা প্রশ্নপত্র উত্তরসহ | WBCHSE

প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Class 11 Sociology Model Question Paper 2024 | 1st Semester নিয়ে এসেছি। 13.09.24 তারিখ থেকে তোমাদের Class 11 এর 1st Semester পরীক্ষা শুরু হচ্ছে। ইতিমধ্যে বোর্ডের তরফ থেকে তোমাদের জন্য Model Question Paper দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের সুবিধার জন্য আমরা এখানে Class 11 Semester 1 Sociology Model Question With Answer দিয়ে দিলাম।

Class XI – Sociology (সমাজবিজ্ঞান)

Semester – 1

পূর্ণমান ১×৪০=৪০ | সময় – ১ ঘণ্টা ৩০ মিনিট


Class 11 Sociology Model Question Paper 2024 | একাদশ শ্রেণী সমাজবিজ্ঞান নমুনা প্রশ্নপত্র উত্তরসহ

১. “সমাজ হল সামাজিক সম্পর্কের এক জটিল জাল”— উক্তিটি কার?

(ক) ম্যাকাইভার

(খ) ম্যাকাইভার ও পেজ

(গ) জিনসবার্গ

(ঘ) সাঁ সিমো
Ans : (খ) ম্যাকাইভার ও পেজ

২. সমাজতত্ত্ব ও নৃতত্ত্বকে ‘যমজ বোন’ কে বলেছেন?

(ক) ওয়েববার

(খ) ক্রোয়েবার

(গ) স্পেনসার

(ঘ) প্লেটো
Ans : (খ) ক্রোয়েবার

৩. নিম্নের জোড়গুলি থেকে কোনটি ভ্রান্ত তা নির্বাচন কর :

(ক) ইউরোপীয় চিন্তাজগতের এক সময়কাল যা যুক্তি ও অভিজ্ঞতার পাঠ দেয় — নবজাগরণ

(খ) উৎপাদন ব্যবস্থায় নতুন প্রযুক্তি ও পদ্ধতির সূচনা তথা প্রয়োগ — শিল্প বিপ্লব

(গ) সামাজিক নব অধ্যায়ের সূচনা — ফরাসি বিপ্লব

(ঘ) সমাজতত্ত্বে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রসার— নগরায়ণ
Ans : (ঘ) সমাজতত্ত্বে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রসার— নগরায়ণ

৪. ডুর্খাইমের ‘শ্রমবিভাজন’ নীতি অনুসারে আদিম সমাজে কোন ধরনের সংহতি ও আইনের কথা বলা হয়েছে?

(ক) যান্ত্রিক সংহতি সংশোধনমূলক আইন

(খ) যান্ত্রিক সংহতি দমনমূলক আইন

(গ) জৈবিক সংহতি সংশোধনমূলক আইন

(ঘ) জৈবিক সংহতি দমনমূলক আইন
Ans : (খ) যান্ত্রিক সংহতি দমনমূলক আইন

৫. বেকারত্ব এই সামাজিক সমস্যাটি নিয়ে আলোচনা করে-

(ক) সমাজতত্ত্ব ও অর্থনীতি

(খ) সমাজতত্ত্ব ও পদার্থবিদ্যা

(গ) সমাজতত্ত্ব ও রসায়ন

(ঘ) সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞান
Ans : (ক) সমাজতত্ত্ব ও অর্থনীতি

৬. আগস্ট কোত রচিত বইটির নাম হল-

(ক) পজিটিভ সোশিওলজি

(খ) পজিটিভ সোসাইটি

(গ) পজিটিভ সায়েন্স

(ঘ) পজিটিভ ফিলোজফি
Ans : (ঘ) পজিটিভ ফিলোজফি

৭. ‘আমার বোধ’ কোথায় উপস্থিত নয় ?

(ক) সংগঠন

(খ) অন্তর্বর্তী গোষ্ঠী

(গ) জনসম্প্রদায়

(ঘ) প্রাথমিক গোষ্ঠী
Ans : (গ) জনসম্প্রদায়

৮. সমাজতাত্বিক গোষ্ঠীর পরিপ্রেক্ষিতে দেখে কে দ্বিগোষ্ঠী (Dyad) ও ত্রয়ী (Triad) গোষ্ঠীর নামকরণ করেছেন?

(ক) সামনার

(খ) সিমেল

(গ) প্যারেটো

(ঘ) ওয়েবার
Ans : (খ) সিমেল

৯. কোনটি প্রাথমিক গোষ্ঠী নয় ?

(ক) পরিবার

(খ) বন্ধুগোষ্ঠী

(গ) প্রতিবেশী

(ঘ) রেড ক্রস সোসাইটি অফ ইন্ডিয়া
Ans : (ঘ) রেড ক্রস সোসাইটি অফ ইন্ডিয়া

১০. কোনটি গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য ?

(ক) ক্ষুদ্রায়তন

(খ) দৈহিক নৈকট্য

(গ) মুখোমুখি আন্তঃক্রিয়া

(ঘ) সদস্যপদ নানা নিয়ম-নীতি দ্বারা পরিচালিত
Ans : (ঘ) সদস্যপদ নানা নিয়ম-নীতি দ্বারা পরিচালিত

১১. নিম্নের কোনটি সমাজ পরিবর্তনের কারণ নয়?

(ক) শিল্প বিপ্লব

(খ) ফরাসি বিপ্লব

(গ) মানব বিবর্তন

(ঘ) কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা
Ans : (ঘ) কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা

১২. সামাজিক স্তরবিভাজনের ভিত্তি কোনটি?

(ক) সম্পদ

(খ) ক্ষমতা

(গ) মর্যাদা

(ঘ) উল্লিখিত তিনটি বিকল্প
Ans : (ঘ) উল্লিখিত তিনটি বিকল্প

১৩. বদ্ধপ্রান্ত প্রশ্ন-

(ক) উত্তর সহজে দেওয়া যায়

(খ) বুঝতে অসুবিধা হয়

(গ) তথ্য প্রক্রিয়াকরণ সহজ নয়

(ঘ) উল্লিখিত বিকল্পের কোনোটিই নয়
Ans : (ক) উত্তর সহজে দেওয়া যায়

১৪. কোথায় সদস্যপদ অনৈচ্ছিক?

(ক) সম্প্রদায়

(খ) সংগঠন

(গ) জন্মদাতৃ পরিবার

(ঘ) (ক) ও (খ) উভয়
Ans : (গ) জন্মদাতৃ পরিবার

১৫. ক্ষেত্র সমীক্ষার ক্ষেত্রে একজন গবেষক যে গোষ্ঠীকে নিয়ে গবেষণা করছেন সেই গোষ্ঠীর সাথে একত্রে বসবাস করে থাকেন। এই পদ্ধতিটির নাম –

(ক) মুখোমুখি সাক্ষাৎকার

(খ) অংশগ্রহণকারী পর্যবেক্ষণ

(গ) অন-অংশগ্রহণকারী পর্যবেক্ষণ

(ঘ) বৈজ্ঞানিক পরীক্ষাগারে
Ans : (খ) অংশগ্রহণকারী পর্যবেক্ষণ

১৬. নিম্নের কোনটি একটি সামাজিক প্রক্রিয়া?

(ক) সম্পদ

(খ) স্বাস্থ্য

(গ) পরিবার

(ঘ) সামাজিকীকরণ
Ans : (ঘ) সামাজিকীকরণ

১৭. শ্রেণি বিভাজন ব্যবস্থাটি-

(ক) ক্ষমতার সাথে সংযুক্ত

(খ) ক্রমোচ্চবিন্যাস ভিত্তিক

(গ) অসাম্যের সাথে সম্পর্কিত

(ঘ) উল্লিখিত তিনটি বিকল্প
Ans : (ঘ) উল্লিখিত তিনটি বিকল্প

১৮. বর্তমান প্রজন্মের (জেনারেশন-জি) একটি মেয়ে বিমানচালিকা হওয়ার স্বপ্ন দেখে; স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে সে প্রতিষ্ঠিত বিমানচালিকাদের প্রায়ই অনুকরণ করে। এক্ষেত্রে যে গোষ্ঠীকে সে অনুকরণ করে তা হল-

(ক) দ্বিগোষ্ঠী
(খ) ত্রয়ী গোষ্ঠী
(গ) নির্দেশমূলক গোষ্ঠী
(ঘ) অনৈচ্ছিক গোষ্ঠী
Ans : (গ) নির্দেশমূলক গোষ্ঠী

১৯. শুচিতা-অশুচিতার ধারণাটি কীসের সাথে সম্পর্কিত ?

(ক) জাতি

(খ) শ্ৰেণী

(গ) লিঙ্গ

(ঘ) উল্লিখিত বিকল্পের কোনোটিই নয়
Ans : (ক) জাতি

২০. একজন ব্যক্তির ‘কুঁড়েঘর থেকে অট্টালিকায় প্রবেশ’– এই উত্তরণের ঘটনাটি কীসের উদাহরণ?

(ক) পার্শ্বিক সচলতা

(খ) অনুভূমিক সচলতা

(গ) উল্লম্বী সচলতা

(ঘ) কোনোটাই নয়
Ans : (গ) উল্লম্বী সচলতা

২১. ভারতীয় জনগণনা প্রতিবেদন কীসের উদাহরণ?

(ক) সমীক্ষা বা জরিপ গবেষণা

(খ) ক্ষেত্র সমীক্ষা গবেষণা

(গ) গুণগত গবেষণা

(ঘ) গুপ্ত গবেষণা
Ans : (ক) সমীক্ষা বা জরিপ গবেষণা

২২. নিম্নের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ-

(ক) জ্ঞান

(খ) বিশ্বাস

(গ) মূল্যবোধ

(ঘ) স্মার্ট ফোন
Ans : (ঘ) স্মার্ট ফোন

২৩. নিম্নলিখিত বিষয়ে যথাযথ পরিভাষাটি সনাক্ত কর :
একটি সাংস্কৃতিক প্রক্রিয়া যা অন্যান্য বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনকে নির্দেশ করে: এর পরিচিত নামটি হল –

(ক) সাংস্কৃতিক সংকরকরণ

(খ) বিশ্বায়ন

(গ) বিশ্বায়ন

(ঘ) সাংস্কৃতিক বহুত্ববাদ
Ans : (ক) সাংস্কৃতিক সংকরকরণ

২৪. ছকটি পূর্ণ কর :
সংস্কৃতি হল—

Class 11 Sociology Model Question Paper 2024

(ক) সমাজ

(খ) বণ্টনধর্মী

(গ) সুনিব্যস্ত

(ঘ) যুক্তিভিত্তিক
Ans : (গ) সুনিব্যস্ত

২৫. নিষেধাজ্ঞা বিষয়টি কীসের সাথে জড়িত?

(ক) লোকনীতি

(খ) লোকাচার

(গ) প্রযুক্তি

(ঘ) উল্লিখিত তিনটি বিকল্প
Ans : (খ) লোকাচার

২৬. ‘সাংস্কৃতিক বিলম্বন’ শব্দটি কে প্রথম চয়ন করেন?

(ক) কুলি

(খ) অগবার্ন

(গ) ম্যাকাইভার

(ঘ) হাটন্‌
Ans : (খ) অগবার্ন

27. ‘Primitive Culture’ গ্রন্থটি কার লেখা ?

(ক) ই.বি. টাইলর

(খ) ই. সাদারল্যান্ড

(গ) ম্যাকাইভার

(ঘ) সি.এইচ. কুলি
Ans : (ক) ই.বি. টাইলর

২৮. ভারতীয় সাংস্কৃতিক দর্শন অনুযায়ী “অতিথি দেব ভবঃ’— এই বচনটি নির্দেশ করে যে ভারতীয়রা অতিথিদের ঈশ্বরতুল্য মনে করে। এই বিষয়টিকে তুমি কীভাবে দেখবে?

(ক) উপভোক্তা সংস্কৃতি

(খ) গণ সংস্কৃতি

(গ) বস্তুগত সংস্কৃতি

(ঘ) অবস্তুগত সংস্কৃতি
Ans : (ঘ) অবস্তুগত সংস্কৃতি

২৯. বিপরীত সংস্কৃতি বলতে বোঝায়—

(ক) এমন সংস্কৃতি যা মূলধারার সংস্কৃতি ও আদর্শকে বিরোধিতা করে

(খ) মূলধারার সংস্কৃতিরই বহুল সমাদৃত বিশ্বাস ও প্রথাসমূহ

(গ) এমন এক আধিপত্যকারী গোষ্ঠী যারা এক বিশেষ ধরনের সাংস্কৃতিক চর্চা করে

(ঘ) এক সমাজ থেকে অন্য সমাজে সাংস্কৃতিক উপাদানসমূহের প্রবাহ বা বিস্তার
Ans : (ক) এমন সংস্কৃতি যা মূলধারার সংস্কৃতি ও আদর্শকে বিরোধিতা করে

৩০. নিম্নের বিষয়টির জন্য সঠিক পরিভাষা চয়ন কর :
বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির মধ্যে পার্থক্যকে বলা হয়-

(ক) উচ্চ সংস্কৃতি

(খ) সাংস্কৃতিক সংকরকরণ

(গ) গণসংস্কৃতি

(ঘ) সাংস্কৃতিক বিলম্বন
Ans : (ঘ) সাংস্কৃতিক বিলম্বন

৩১. করমর্দন বা হাত মেলানো কীসের উদাহরণ?

(ক) লোকাচার

(খ) লোকনীতি

(গ) প্রযুক্তি

(ঘ) বিচ্যুতি
Ans : (ক) লোকাচার

৩২. চোখের ইশারা কীসের উদাহরণ?

(ক) বাচনিক মিথস্ক্রিয়া

(খ) অবাচনিক মিথস্ক্রিয়া

(গ) প্রতিকী মিথস্ক্রিয়া

(ঘ) বিকল্প খ ও গ
Ans : (ঘ) বিকল্প খ ও গ

৩৩. কলেজের ছাত্রীছাত্ররা মিলে তৈরি করে-

(ক) উপ সংস্কৃতি

(খ) বস্তুগত সংস্কৃতি

(গ) বিপরীত সংস্কৃতি

(ঘ) সাংস্কৃতিক বিলম্বন
Ans : (ক) উপ সংস্কৃতি

৩৪. আমাজন অনলাইন স্টোর থেকে বিদেশি জিনিস কেনা কীসের উদাহরণ ?

(ক) গণ সংস্কৃতি

(খ) উপভোক্তা সংস্কৃতি

(গ) সামাজিক নীতি

(ঘ) কোনোটিই নয়
Ans : (খ) উপভোক্তা সংস্কৃতি

৩৫. ধরা যাক পাশ্চাত্য সমাজের কোনো একটি গোষ্ঠী মনে করে যে তারা যেভাবে খাদ্যগ্রহণের সময় কাঁটা-চামচ ব্যবহার করে তা প্রাচ্যের কোনো একটি গোষ্ঠী যারা খাওয়ার কাজে চপস্টিক ব্যবহার করে, তাদের তুলনায় অধিক রুচিসম্মত। সমাজতত্ত্বে এই ধরনের বিষয়কে বলা হয়-

(ক) ইউরোপ কেন্দ্রিকতা

(খ) পাশ্চাত্যকরণ

(গ) জাতিকেন্দ্রিকতা

(ঘ) বিদেশমুখিনতা
Ans : (গ) জাতিকেন্দ্রিকতা

৩৬. ‘বহুত্ব’ বা ‘বহুত্ববাদী দৃষ্টিভঙ্গি’ কীসের সাথে জড়িত?

(ক) বহুত্ববাদী সংস্কৃতি

(খ) বিদেশমুখীহীনতা

(গ) জাতিকেন্দ্রিকতা

(ঘ) উপ সংস্কৃতি
Ans : (ক) বহুত্ববাদী সংস্কৃতি

৩৭. অবস্তুবাদী সংস্কৃতি হল—

(ক) ইন্দ্রিয়গ্রাহ্য

(খ) ইন্দ্রিয়গ্রাহ্য নয়

(গ) দুর্লভ

(ঘ) আত্মকেন্দ্রিক
Ans : (খ) ইন্দ্রিয়গ্রাহ্য নয়

৩৮. বলিউডি মিউজিক কীসের উদাহরণ?

(ক) জনপ্রিয় সংস্কৃতি

(খ) উচ্চ সংস্কৃতি

(ঘ) লোক সংস্কৃতি

(গ) উপভোক্তা সংস্কৃতি
Ans : (ক) জনপ্রিয় সংস্কৃতি

৩৯. সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল –

(ক) কর্মক্ষেত্র

(খ) গণমাধ্যম

(গ) রাষ্ট্র

(ঘ) পরিবার
Ans : (ঘ) পরিবার

৪০. নব্য সামাজিক ভূমিকা চরিতার্থ করার প্রয়োজনে পুনরায় নতুন নতুন নীতি ও ভঙ্গিমার আত্তীকরণ পদ্ধতি কী নামে পরিচিত ?

(ক) ধারণাগঠন

(খ) সামাজিকীকরণ

(গ) পুনঃসামাজিকীকরণ

(ঘ) প্রাপ্তবয়স্ক সামাজিকীকরণ
Ans : (গ) পুনঃসামাজিকীকরণ

Read Also

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment