এখানে আমরা Madhyamik Bengali MCQ Suggestion 2025 নিয়ে এসেছি। ২০২৫ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় যাতে তোমরা ভালো ফল লাভ করতে পারো, সেই জন্য আমরা এখানে মাধ্যমিক বাংলা শর্ট সাজেশন 2025 প্রকাশ করলাম।
Madhyamik Bengali MCQ Suggestion 2025
মাধ্যমিক বাংলা শর্ট সাজেশন 2025
Madhyamik Bengali MCQ Suggestion 2025
১. ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তগত ?
(ক) লোরচন্দ্রানী
(খ) তোহফা
(গ) পদ্মাবতী
(ঘ) সতীময়না
উত্তর : (গ) পদ্মাবতী
২. ইন্দ্রজিতের স্ত্রীর নাম—
(ক) ইন্দিরা
(খ) সরমা
(গ) নিকষা
(ঘ) প্রমীলা
উত্তর : (ঘ) প্রমীলা
৩. কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ ?
(ক) বাবরের প্রার্থনা
(খ) অগ্নিবীণা
(গ) রুপসী বাংলা
(ঘ) পাতার পোশাক
উত্তর : (ঘ) পাতার পোশাক
৪. হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল ?
(ক) ছবি আঁকতে
(খ) হোলি খেলতে
(গ) কুস্তি লড়তে
(ঘ) ফুটবল খেলতে
উত্তর : (গ) কুস্তি লড়তে
৫. ছোটোমাসি তপনের থেকে কত বছরের বড়ো?
(ক) বছর পাঁচকের
(খ) বছর আষ্টেকের
(গ) বছর দশেকের
(ঘ) বছর বারোর
উত্তর : (খ) বছর আষ্টেকের
৬. যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণিটি—
(ক) ইংরাজি ভাষায় দক্ষ
(খ) বাংলা ভাষায় দক্ষ
(গ) ইংরেজি জানে না বা অতি অল্প জানে
(ঘ) ইংরাজি জানে এবং ইংরাজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে
উত্তর : (গ) ইংরেজি জানে না বা অতি অল্প জানে
৭. চার খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন?
(ক) ৭ টাকা
(খ) ৮ টাকা
(গ) ৯ টাকা
(ঘ) ১০টাকা
উত্তর : (ক) ৭ টাকা
৮. ‘বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ’ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন ?
(ক) অরণ্যে রোদন
(খ) অল্প বিদ্যা ভয়ংকরী
(গ) হাতের পাঁচ
(ঘ) হ য ব র ল
উত্তর : (খ) অল্প বিদ্যা ভয়ংকরী
৯. ‘বয়স ত্রিশ-বত্রিশের অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল’– এটি কোন শ্রেণির বাক্য?
(ক) সরল
(খ) জটিল
(গ) যৌগিক
(ঘ) মিশ্র
উত্তর : (গ) যৌগিক
১০. কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। — নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ?
(ক) কর্মধারয়
(খ) তৎপুরুষ
(গ) বহুব্রীহি
(ঘ) দ্বন্দ্ব
উত্তর : (গ) বহুব্রীহি
১১. বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? – অর্থগত দিক থেকে এটি কোন শ্রেণির বাক্য?
(ক) না-সূচক
(খ) সন্দেহসূচক
(গ) প্রশ্ন-সূচক
(ঘ) প্রার্থনা সূচক
উত্তর : (গ) প্রশ্ন-সূচক
১২. ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় –
(ক) কর্মবাচ্যে
(খ) কর্তৃবাচ্যে
(খ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্যে
উত্তর : (ক) কর্মবাচ্যে
১৩. ইসাবের মেজাজ চড়ে গেল’- নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ?
(ক) কর্মকারক
(খ) কর্তৃকারক
(গ) করণ কারক
(ঘ) অপাদান কারক
উত্তর : (ক) কর্মকারক
১৪.’ ফেলাইলা কনক-বলয় দূরে’ – নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হল-
(ক) তৎপুরুষ
(খ) অব্যয়ীভাব
(গ) বহুব্রীহি
(ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
উত্তর : (ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
১৫. ‘বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না’—এটি কী ধরনের বাক্য?
(ক) অনুজ্ঞা
(খ) নির্দেশক
(গ) বিস্ময়সূচক
(ঘ) প্রশ্নবোধক
উত্তর : (ক) অনুজ্ঞা
১৬. ‘নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে।’- এটি কোনবাচ্যের উদাহরণ—
(ক) কর্মবাচ্যে
(খ) ভাববাচ্য
(খ) কর্তৃবাচ্যে
(ঘ) কর্মকর্তৃবাচ্যে
উত্তর : (খ) কর্তৃবাচ্যে
১৭. অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল কে?
(ক) ইসাব
(খ) ইসাবের বাবা
(গ) কালিয়া
(ঘ) কালিয়ার বাবা।
উত্তর : (গ) কালিয়া
১৮. নদের চাঁদ ছিলেন-
(ক) স্কুল মাস্টার
(খ) স্টেশন মাস্টার
(গ) সহকারী কর্মচারী
(ঘ) গার্ড ।
উত্তর : (খ) স্টেশন মাস্টার
১৯. লোকটি মাথায় কী তেল মেখেছে –
(ক) বাদাম তেল
(খ) নারকেল তেল
(গ) সরষের তেল
(ঘ) নেবুর তেল।
উত্তর : (ঘ) নেবুর তেল।
২০. ‘অসুখী একজন’ কবিতায় কারা খুন হল
(ক) শিশু আর বাড়ি
(খ) বৃদ্ধ আর বাড়ি
(গ) মহিলা আর বাড়ি
(ঘ) ছাত্র আর বাড়ি।
উত্তর : (ক) শিশু আর বাড়ি
২১. ‘প্রদোষকাল” শব্দটির অর্থ কী
(ক) ভোরবেলা .
(খ) সন্ধ্যাবেলা
(গ) দুপুর বেলা
(ঘ) রাত্রিকাল।
উত্তর : (খ) সন্ধ্যাবেলা
২২. ‘রাক্ষস কুল-শেখর” বলা হয়েছে-
(ক) রাবণকে
(খ) বীরবাহুকে
(গ) মেঘনাদকে
(ঘ) বিভীষণকে।
উত্তর : (গ) মেঘনাদকে
২৩. ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম –
(ক) পেন
(খ) ফাউন্টেন পেন
(গ) স্টাইলাস
(ঘ) স্টাইল।
উত্তর : (গ) স্টাইলাস
২৪. রাজশেখর বসুর ছদ্মনাম কী ?
(ক) হুতোম প্যাঁচা
(খ) অনিলা দেবী
(গ) পরশুরাম
(ঘ) ভানু সিংহ
উত্তর : (গ) পরশুরাম
২৫. ‘বাংলা জ্যামিতি’ গ্রন্থটির রচয়িতা-
(ক) ব্রহ্মবান্ধব উপাধ্যায়
(খ) ব্রহ্মমোহন মল্লিক
(গ) যতীন্দ্রমোহন বাগচি
(ঘ) যতীন্দ্রনাথ সেনগুপ্ত।
উত্তর : (খ) ব্রহ্মমোহন মল্লিক
২৬. কারক হল ক্রিয়াপদের সঙ্গে
(ক) নামপদের সম্পর্ক
(খ) অনুসর্গের সম্পর্ক
(গ) কর্মের সম্পর্ক
(ঘ) বিভক্তির সম্পর্ক ।
উত্তর : (ক) নামপদের সম্পর্ক
২৭. তুমি বাড়ি যাও। নিম্নরেখ পদটিতে-
(ক) বিভক্তি নেই
(খ) শূন্য বিভক্তি
(গ) অনুসর্গ রয়েছে
(ঘ) ”ড়” বিভক্তি রয়েছে।
উত্তর : (ক) বিভক্তি নেই
২৮. অনুসর্গ কোনটি ?
(ক) টি
(খ) এর
(গ) দ্বারা
(ঘ) কে ।
উত্তর : (গ) দ্বারা
২৯. শিক্ষক ছাত্রকে বই পড়াচ্ছেন। নিম্নরেখ পদটি কী ধরনের কর্তা?
(ক) প্রযোজ্য কর্তা
(খ) প্রযোজক কর্তা
(গ) নিরপেক্ষ কর্তা
(ঘ) ব্যতিহার কর্তা।
উত্তর : (ক) প্রযোজ্য কর্তা
৩০. সমাসে পূর্বপদ সাধারণত-
(ক) পরে বসে
(খ) মাঝে বসে
(গ) আগে বসে
(ঘ) কোনোটিই নয়।
উত্তর : (গ) আগে বসে
৩১. যে শাস্ত সেই শিষ্ট = শান্তশিষ্ট – এটি কোন সমাস ?
(ক) দ্বিগু
(খ) বহুব্রীহি
(গ) কর্মধারয়
(ঘ) অব্যয়ীভাব।
উত্তর : (গ) কর্মধারয়
৩২. হাতে ও কলমে = হাতে কলমে – এটি কোন ধরনের অলোপ সমাস ?
(ক) অলোপ তৎপুরুষ
(খ) অলোপ দ্বন্দ্ব
(গ) অলোপ বহুব্রীহি
(ঘ) কোনোটিই নয়।
উত্তর : (খ) অলোপ দ্বন্দ্ব
৩৩. সমাসে গঠন করা হয়-
(ক) বর্ণ
(খ) শব্দ
(গ) ধাতু
(ঘ) প্রত্যয় ।
উত্তর : (খ) শব্দ
৩৪.সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান—
(ক) একদিন
(খ) দুদিন
(গ) চারদিন
(ঘ) পাঁচদিন
উত্তর : (খ) দুদিন
৩৫.“দয়ার সাগর! পরকে সেজে দি, নিজে খাইনে”— বক্তা হলেন-
(ক) জগদীশবাবু
(খ) নিমাইবাবু
(গ) অপূর্ব
(ঘ) গিরীশ মহাপাত্র
উত্তর : (ক) জগদীশবাবু
৩৬.“আয় আরো বেঁধে বেঁধে থাকি” কবিতাটি করির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
(ক) নিহিত পাতাল ছায়া
(খ) পাঁজরে দাঁড়ের শব্দ
(গ) দিনগুলি রাতগুলি
(ঘ) জলই পাষান হয়েছে
উত্তর : (ঘ) জলই পাষান হয়েছে
৩৭. ‘সমুদ্রনৃপতি সুতা’কে ?
(ক) লক্ষ্মী
(খ) পদ্মা
(গ) উমা
(ঘ) বারুণী
উত্তর : (খ) পদ্মা
৩৮. ‘Sensitized Paper’-এর অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন ?
(ক) স্পর্শকাতর কাগজ
(খ) সুবেদী কাগজ
(গ) সুগ্রাহী কাগজ
(ঘ) ব্যথাপ্রবণ কাগজ
উত্তর : (গ) সুগ্রাহী কাগজ
৩৯. “প্রদোষকাল ঝঞ্ঝাবাতাসে রুদ্ধশ্বাস,”— প্রদোষ শব্দের অর্থ—
(ক) সন্ধ্যা
(খ) ভোর
(গ) রাত্রি
(ঘ) দুপুর
উত্তর : (ক) সন্ধ্যা
৪০. ‘কেতন’ শব্দের অর্থ হল-
(ক) পতাকা
(খ) শিখা
(গ) ওড়না
(ঘ) জয়টিকা
উত্তর : (ক) পতাকা
৪১. “সিন্ধুতীরে” কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) লোরচন্দ্রাণী
(খ) পদ্মাবতী
(গ) সতীময়না
(ঘ) তোহফা
উত্তর : (খ) পদ্মাবতী
৪২. বিভক্তি—
(ক) সর্বদা শব্দের পূর্বে বসে
(খ) সর্বদা শব্দের পরে যুক্ত হয়
(গ) শব্দের পরে আলাদাভাবে বসে
(ঘ) শব্দের পূর্বে আলাদাভাবে বসে
উত্তর : (খ) সর্বদা শব্দের পরে যুক্ত হয়
৪৩. যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে, তাকে বলা হয়-
(ক) অনুজ্ঞাসূচক বাক্য
(খ) নির্দেশক বাক্য
(গ) আবেগসূচক বাক্য
(ঘ) প্রশ্নবোধক বাক্য
উত্তর : (খ) নির্দেশক বাক্য
৪৪. যে বাক্যে কর্ম কর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলে—
(ক) কর্মবাচ্য
(খ) কর্তৃবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য
উত্তর : (ঘ) কর্মকর্তৃবাচ্য
৪৫. বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় – নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ?
(ক) তৎপুরুষ সমাস
(খ) কর্মধারয় সমাস
(গ) বহুব্রীহি সমাস
(ঘ) সম্বন্ধ তৎপুরুষ সমাস
উত্তর : (ঘ) সম্বন্ধ তৎপুরুষ সমাস
৪৬. বয়স ত্রিশ বত্রিশের অধিক নয়, কিন্তু ভারি রোগা দেখাইল। এটি কোন শ্রেণির বাক্য?
(ক) সরল বাক্য
(খ) জটিল বাক্য
(গ) মিশ্র বাক্য
(ঘ) যৌগিক বাক্য
উত্তর : (ঘ) যৌগিক বাক্য
৪৭. রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য
(ক) উদ্দেশ্য
(খ) উদ্দেশ্যের সম্প্রসারক
(গ) বিধেয়
(ঘ) বিধেয়-এর সম্প্রসারক
উত্তর : (ক) উদ্দেশ্য
৪৮. ‘গিরিশ মহাশয়ের রুমালে যে ছবি আঁকা ছিল ?—
ক) বাঘ
খ) সিংহ
গ) রামধনু
ঘ) ফুল
উত্তর : ক) বাঘ
৪৯. ‘এখন তপন গল্প পড়ছে —
ক) রাশি রাশি
খ) ঝুড়ি ঝুড়ি
গ) বস্তা বস্তা
ঘ) হাতে গোনা
উত্তর : ক) রাশি রাশি
৫০. হরিদা সপ্তাহে বড়োজোর বহুরূপী সেজে বের হন –
ক) একদিন
খ) তিনদিন
গ) দুইদিন
ঘ) প্রতিদিন
উত্তর : গ) দুইদিন
৫১. ‘ছেলেরা খুব খুশি হল’— ছেলেদের খুশি হওয়ার কারণ—
ক) তাদের নতুন বই
খ) তাদের নতুন স্কুল
গ) অমৃত-ইসাবের নতুন নাম
ঘ) তাদের নতুন জামা
উত্তর : গ) অমৃত-ইসাবের নতুন নাম
৫২. প্যাসেঞ্জার ট্রেন কটায় রওনা হত?—
ক) চারটে পঁয়তাল্লিশে
খ) আটটা চল্লিশে
গ) তিনটে পঁচিশে
ঘ) একটা চল্লিশে
উত্তর : ক) চারটে পঁয়তাল্লিশে
৫৩. অসুখী একজন কবিতাটির কথক ঘুমিয়েছিলেন বারান্দায় —
ক) মেঝেতে
খ) চৌকিতে
গ) ঝুলন্ত বিছানায়
ঘ) খাটে
উত্তর : গ) ঝুলন্ত বিছানায়
৫৪. আয় আরো বেঁধে বেঁধে থাকি —ব্যক্যাংশটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে?
ক) একবার
খ) চারবার
গ) দুবার
ঘ) তিনবার
উত্তর : গ) দুবার
৫৫. ‘সভ্যের বর্বর লোভ/নগ্ন করল আপন নির্লজ্জ … ‘ কী ?
ক) সাহস
খ) দাম্ভিকতা
গ) ক্ষমতা
ঘ) অমানুষতা
উত্তর : ঘ) অমানুষতা
৫৬. ‘কে কবে শুনেছে, পুত্ৰ—
ক) পাষান কথা বলে
খ) ভাসে শিলা জলে
গ) ভাসে শ্যাওলা জলে
ঘ) ভাসে মানুষ জলে
উত্তর : খ) ভাসে শিলা জলে
৫৭. ‘কুইল’ হল—
ক) পালকের কলম
খ) খাগের কলম
গ) কঞ্চির কলম
ঘ) নিবের কলম
উত্তর : ক) পালকের কলম
৫৮. কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল-
ক) ১৯৩৬ সালে
খ) ১৯৩০ সালে
গ) ১৯২৫ সালে
ঘ) ১৯৪০ সালে
উত্তর : ক) ১৯৩৬ সালে
৫৯. একই ধাতু থেকে কোন বাক্যের কর্ম ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্মটি হয়-
ক) গৌন কর্ম
খ) মুখ্য কর্ম
গ) সমধাতুজ কর্ম
ঘ) বিধেয় কর্ম
উত্তর : গ) সমধাতুজ কর্ম
৬০. বাক্য নির্মাণের শর্ত –
ক) চারটি
খ) তিনটি
গ) দুটি
ঘ) একটি
উত্তর : খ) তিনটি
৬১. বিভক্তি কখনোই লোপ পায় না—
ক) সম্বন্ধ পদে
খ) কর্ম কারকে
গ) করণ কারকে
ঘ) অধিকরণ কারকে
উত্তর : ক) সম্বন্ধ পদে
৬২. মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ—
ক) শ্বেতপদ
খ) হাতঘড়ি
গ) শূলপানি
ঘ) কাগজপত্র
উত্তর : খ) হাতঘড়ি
৬৩. “ সুতপা সরমাকে বাংলা পড়াচ্ছে।” এই বাক্যে বিশেষ্য খণ্ডটি হল –
ক) বাংলা
খ) সুতপা
গ) সরমা
ঘ) বাংলা পড়াচ্ছে ।
উত্তর : খ) সুতপা
৪৬. নৌকাচলে এটি যে বাচ্যের উদাহরণ তা হল-
ক) ভাববাচ্য
খ) কর্তৃবাচ্য
গ) কর্মবাচ্য
ঘ) কর্মকর্তৃবাচ্য।
উত্তর : ঘ) কর্মকর্তৃবাচ্য।
৬৫. “এ দেশের কিছু হবে না” – কথাটি কে বলেছিলেন?
ক) তপন
খ) ছোটো মেসো
গ) তপনের বাবা
ঘ) তপনের কাকা
উত্তর : ঘ) তপনের কাকা
৬৬. “আমি এই সৃষ্টির মধ্যে এককণা ধুলি।”- একথা বলেছেন—
ক) হরিদা
খ) মহারাজ
গ) জগদীশ বাবু
ঘ) কেউ নন
উত্তর : ক) হরিদা
৬৭. ইসাবের পকেট কতটা ছিড়েছিল—
ক) দুই ইঞ্জি
খ) ছয় ইঞ্চি
গ) চার ইঞ্জি
ঘ) পাঁচ ইঞ্চি
উত্তর : খ) ছয় ইঞ্চি
৬৮. পশুরা অশুভ ধ্বনিতে কী ঘোষনা করল?
ক) অরণ্যের অন্ধকার
খ) দিনের অন্তিম কাল
গ) ভোরের সূর্যোদয়
ঘ) সন্ধ্যার সমাগম
উত্তর : খ) দিনের অন্তিম কাল
৬৯. “হাসিবে মেঘবাহন” – কাকে মেঘবাহন বলা হয়েছে?
ক) ইন্দ্রজিৎকে
খ) ইন্দ্রকে
গ) বরুণকে
ঘ) অগ্নিকে
উত্তর : খ) ইন্দ্রকে
৭০. সোনার দোয়াত কলম ব্যবহার করতেন
ক) সুভো ঠাকুর
খ) সুভাষ মুখোপাধ্যায়
গ) রবি ঠাকুর
ঘ) অন্নদাশঙ্কর রায়
উত্তর : ক) সুভো ঠাকুর
৭১।. বাঙালি সাংবাদিকদের কে বলতেন ‘বাবু কুইল ড্রাইভারস’ ?
ক) লর্ড কার্জন
খ) লর্ড রিপন
গ) লর্ড লিটন’
ঘ) লর্ড ক্লাইভ
উত্তর : ক) লর্ড কার্জন
৭২. পরিভাষা প্রণয়নের ব্যাপারে প্রথম উদ্যোগী হয়—
ক) কলিকাতা বিশ্ববিদ্যালয়
খ) ভারতীয় সাহিত্য অ্যাকাডেমি
গ) বঙ্গীয় সাহিত্য পরিষদ
ঘ) বাংলা সাহিত্য অ্যাকাডেমি
উত্তর : ক) কলিকাতা বিশ্ববিদ্যালয়
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।