Madhyamik Life Science Suggestion 2025 | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৫ | Wbbse

মাধ্যমিক ২০২৫ এ তোমরা কম সময়ে যাতে ভালো রেজাল্ট করতে পারো, সেই জন্য আমরা এখানে Madhyamik Life Science Suggestion 2025 নিয়ে আসছি। এখানে সম্ভাব্য প্রশ্নগুলি দিয়ে দেওয়া হল। আশা করি মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৫ তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে। ধন্যবাদ

মাধ্যমিক – ২০২৫

জীবন বিজ্ঞান সাজেশন


অধ্যায় ১ – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়

প্রশ্নমান-২
১. ফোটোট্যাটিক চলন কাকে বলে? উদাহরণ দাও।
২. ট্রপিক ও ন্যাস্টিক চলন- এর মধ্যে পার্থক্য লেখো। *
৩. ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা আলোচনা করো।
৪. উদাহরণের সাহায্যে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণের ব্যাখ্যা দাও। *
৫. রক্তশর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগনের ভূমিকা আলোচনা করো।
৬. অ্যাড্রেনালিনকে আপৎকালীন হরমোন বলা হয় কেন?*
৭. লোকাল ও ট্রপিক হরমোনের পার্থক্য লেখো। *
৮. অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো।
৯. জন্মগত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। *
১০. প্রতিবর্ত পথের অংশগুলি লেখো।
১১. দ্বিনেত্র দৃষ্টি ও একনেত্র দৃষ্টি-র পার্থক্য লেখো। *
১২. প্রকরণ চলনকে রসস্ফীতিজনিত চলন বলার কারণ কী?
১৩. পজেটিভ ও নেগেটিভ জিওট্রপিক চলনের পার্থক্য লেখো। *
১৪. একটি ইন্ডোল ও একটি নন ইন্ডোল অক্সিনের নাম লেখো। *
১৫. হরমোনের দ্বৈত ক্রিয়া বলতে কী বোঝো?
১৬. হাইপোথ্যালামাসকে ‘প্রভুগ্রন্থি’ বলা হয় কেন?
১৭. হাইপোথাইরয়ডিজম ও হাইপার থাইরয়ডিজম কী? *
১৮. স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন কী? নিউরোট্রান্সমিটার কী?
১৯. নিউরোহরমোন কী? CSF এর কাজ লেখো। *
২০. মেনিনজেস কয়টি স্তর নিয়ে গঠিত?
২১. আমরা রাত্রে বস্তুর আকার ও বর্ণ বুঝতে না-পারার কারণ কী?
২২. দর্শনে আইরিশের গুরুত্ব উল্লেখ করো ।

অধ্যায় ২ – জীবনের প্রবাহমানতা

প্রশ্নমান-২
১.বয়ঃসন্ধিকালে কী কী মানসিক পরিবর্তন ঘটে? *
২. RNA ক-প্রকার ও কী কী? প্রত্যেকটির সংজ্ঞা লেখো।
৩. Non genetic ও genetic RNA-এর পার্থক্য লেখো।*
৪. DNA-এর পিরিমিডিনের সঙ্গে RNA-এর পিরিমিডিনের পার্থক্য লেখো।
৫. His tone Protein ক-প্রকার ও কী কী?
৬. মেটাসেন্ট্রিক ও সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম অথবা টেলোসেন্ট্রিক ও অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের চিত্রসহ পার্থক্য লেখো। *
৭. মিয়োসিস কোশবিভাজনকে হ্রাস ও মাইটোসিস কোশবিভাজনকে সদৃশ বিভাজন বলা হয় কেন?*
৮. Crossing Over কী?চিত্রসহ বর্ণনা করো।
৯. Micropropagation কী? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
১০. বৃদ্ধির দশাগুলি লেখো। *
১১. দ্বিনিষেক কাকে বলে? *
১২. স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো।
১৩. কোশচক্র নিয়ন্ত্রণের বিন্দুগুলি কী কী?*
১৪. প্রাণীকোশ বিভাজনে সাইটোকাইনেসিস না-হওয়ার ফলাফল কী?
১৫. কোশচক্রের চেক পয়েন্টগুলির নাম ও কাজ লেখো। *
১৬. নিওটেনি ও পিডোজেনেসিস কী?

অধ্যায় ৩ – বংশগতি ও কয়েকটি জিনগত রোগ

প্রশ্নমান-২
১. টেস্টক্রস ও ব্যাকব্রুস কাকে বলে?*
২. অসম্পূর্ণ প্রকটতা কী?
৩. হিমোফিলিয়া কেন হয়?
৪. বর্ণান্ধতার কারণ লেখো।
৫. মেন্ডেলের মটর গাছ নির্বাচনের দুটি সুবিধা লেখো। *
৬. হোমোজাইগাস ও হেটারোজাইগাস কাকে বলে?
৭. ক্রিস ব্রুস উত্তরাধিকার কী? *
৮. SRY বলতে কী বোঝো? TDF জিন কী?
৯. একটি সংকর হলুদ গোল বীজবিশিষ্ট মটর গাছ (YyRr) থেকে কী কী গ্যামেট উৎপন্ন হতে পারে?
১০. প্রকরণের প্রকারভেদ লেখো। *
১১. মানুষের ক্ষেত্রে কয়েকটি ক্রোমোজোমগত অস্বাভাবিকতা লেখো। *
১২. হিমোফিলিয়াকে রয়্যাল ডিজিজ বলা হয় কেন?
১৩. কোন্ কোন্ ক্রোমোজোমের কারণে থ্যালাসেমিয়া রোগের সৃষ্টি হয়? *
১৪. রক্ততঞ্জনের জন্য প্রয়োজন হয় ক-টি ফ্যাক্টর?থ্যালাসেমিয়া মানবদেহের কোন্ হরমোন ক্ষরণকে প্রভাবিত করে?
১৫. মিউটাজেন ও ডিলিশন কী? *
১৬. থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হওয়ার কারণ কী? *
১৭. হোল্যানড্রিক জিন কী? স্পিনোমেগালি কী?
১৮.মিউল্যাটো কী?

অধ্যায় ৪ – অভিব্যক্তি ও অভিযোজন

প্রশ্নমান-২
১. উটের RBC-র বৈশিষ্ট্য কী? *
২. ক্যাকটাসের দুটি অভিযোজন উল্লেখ করো।
৩. নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও।
৪. রুইমাছের পটকার গুরুত্ব লেখো।*
৫. পায়রার বায়ুথলির কেন দরকার হয়?
৬. সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো। *
৭. অভিব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা কী?
৮. অভিসারী ও অপসারী অভিযোজনের পার্থক্য কী?
৯. জীবাশ্ম কাকে বলে? *
১০. কোয়াসারভেট কী?
১১. জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য লেখো।
১২. Hot dilute soup কী?
১৩. নয়া ডারউইনবাদ কী?
১৪. মিসিং লিংক কাকে বলে? উদাহরণ দাও।
১৫. নগ্ন জিন কী? সায়ানোজেন যতবাদ কী? Big bang Theory কী?
১৬. মরু অভিযোজনের জন্য উটের শারীরবৃত্তীয় পরিবর্তনগুলি লেখো।
১৭. আর্কিওপটেরিক্সের সরীসৃপ ও পক্ষীর বৈশিষ্ট্য লেখো।

অধ্যায় ৫ – পরিবেশ সম্পদ ও তাদের সংরক্ষণ

প্রশ্নমান-২
১. অ্যামোনিফিকেশন কাকে বলে?
২. নাইট্রিফিকেশন কাকে বলে?*
৩. দুটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
৪. বায়ুদূষণের কারণগুলি লেখো।
৫. অম্লবৃষ্টি কী? *
৬. ইউট্রোফিকেশন কী?
৭. হাঁপানি রোগের কারণ আলোচনা করো।
৮. ব্রংকাইটিস রোগের কারণ আলোচনা করো।
৯. জীববৈচিত্র্য সংরক্ষণে JFM-এর ভূমিকা আলোচনা করো।
১০. Cryopreservation কী?
১১. জীববৈচিত্র্য সংরক্ষণে PBR-এর ভূমিকা আলোচনা করো।
১২. রেডপাণ্ডা সংরক্ষণে ভারতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?
১৩. ‘প্রোজেক্ট টাইগার’ কী?
১৪. ভারতে গন্ডার হ্রাস পাওয়ার দুটি কারণ লেখো।
১৫. কারসিনোজেন কী? উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও।
১৬. জৈববিবর্ধন কাকে বলে? ১৭. COD ও BOD কী?
১৮. অলিগোট্রফিক ও ইউট্রোফিক জলাশয় কী?
১৯. ‘বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়’-দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।

৫ নম্বরের প্রশ্ন

প্রশ্নমান-৫
৪.১ মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদ এর চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত কর কর্নিয়া, কোরয়েড,পিত বিন্দু, অপটিক স্নায়ু।
অথবা
একটি প্রতিবর্ত চাপের পরিচ্ছন্ন চিত্র এঁকে নিম্নলিখিত চারটি অংশ চিহ্নিত করো (ক) সংজ্ঞাবহ স্নায়ু (খ) স্নায়ুকেন্দ্র (গ) আজ্ঞাবহ স্নায়ু (ঘ) কারক

৪.২ নিম্নলিখিত প্রাণীগুলির অযৌন জনন পদ্ধতি বর্ণনা করো:
• প্লাসমোডিয়াম
• স্পাইরোগাইরা
• ইস্ট প্ল্যানেরিয়া
• পেনিসিলিয়াম।
অথবা,
“কোশ বিভাজন জীবদেহের ক্ষয়ক্ষতি পূরণ ও দেহাংশের মেরামতির জন্য অপরিহার্য”- উপযুক্ত তিনটি উদাহরণ-সহ বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।
কোনো ফুলের পরাগরেণু যদি সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তবে তার কী কী সুবিধা ও অসুবিধা আছে l সপরাগযোগ ও ইতরপরাগযোগ কি।
অথবা
কোষবিভাজনে নিউক্লিয়াসের ভূমিকা কি?
ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমেটিন এর পার্থক্য লেখ।
মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য লেখ l
অথবা
মানব ভ্রুন বিকাশের পর্যায়ক্রমিক দশা গুলো কি কি প্রত্যেক দশার একটি করে সনাক্তকরণ বৈশিষ্ট্য লেখ।
অথবা
বৃদ্ধির বিভিন্ন দশা গুলির সম্পর্কে আলোচনা কর l
উদ্ভিদ সাইটোকাইনেসিস ও প্রাণিসাইটোকাইনিসিসের পার্থক্য কি।
কোষ চক্রের দশা গুলো চিত্রের সাহায্যে লেখ।
কোষ চক্রের নিয়ন্ত্রণের চেকপয়েন্টের ভূমিকা কি।
দ্বিতন্ত্রী ডিএনএ এর গঠন বর্ণনা কর।
ক্রোমোজোম DNA এবং জিনের আন্ত সম্পর্ক নির্ণয় কর।

৪.৩ স্বাধীন বিন্যাসের সূত্র কীভাবে গিনিপিগের ক্ষেত্রে প্রযোজ্য হয় তা বিশ্লেষণ করো।
অথবা,স্বামী ও স্ত্রী দুজনেই কোনো একটি রোগের বাহক কিংবা স্ত্রী বাহক হলেও স্বামী স্বাভাবিক। এরূপ বিবাহ সম্পর্ক হলে সন্তান-সন্ততিরা কীভাবে জিনগত রোগে আক্রান্ত হতে পারে তা বিশ্লেষণ করো।
মটর গাছের ওপর মেন্ডেলের কাজের তিনটি পর্যায়ের নাম লেখো।
অথবা প্রকরণ কি উদাহরণসহ প্রকরণের বিষয়টি বুঝিয়ে লেখা জেনেটিক কাউন্সেলিং এর গুরুত্ব কি মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ কি আধুনিক জীববিদ্যা প্রয়োগে মেন্ডেলের অবদানগুলি আলোচনা কর।

মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের তিন জোড়া প্রকট প্রচ্ছন্ন গুণ সারণির সাহায্যে লেখক এক সংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃত কর।

৪.৪ অত্যধিক হারে বংশবৃদ্ধির তিনটি উদাহরণ দাও।
ল্যামার্কের তত্ত্বের প্রধান দুটি প্রতিপাদ্য বিষয় আলোচনা করো।
একটি রেখাচিত্রের মাধ্যমে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীর ক্রম তৈরি করো।
অথবা,পরিস্ফুরণের সময় প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে যে গঠনগুলি দেখা যায় তাদের যে-কোনো দুটির নাম তালিকাভুক্ত করো।
মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড কীভাবে অভিব্যক্তির সাক্ষ্য বহন করে তা ব্যাখ্যা করো।
জিরাফের গলা লম্বা হওয়ার কারণ কি।
ঘোড়ার বিবর্তন কিভাবে জীবাশ্মের সাহায্যে জানা যায়।
মৌমাছির বার্তা আদান-প্রদান কিভাবে হয় তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
অথবা জীবন সংগ্রাম কি । প্রত্যেক প্রকার জীবন সংগ্রাম উদাহরণসহ ব্যাখ্যা কর।
পায়রার উদয়নে বায়ুথলির ভূমিকা কি সমবৃত্তীয় অঙ্গ ও সমসস্ত অঙ্গ দুটির পার্থক্য লেখ।
ইকোস এর দাঁত ও পায়ের বিবর্তনটি লেখ।”
শিম্পাঞ্জি মানুষের বিভিন্ন আচার-আচরণ অনুকরণ করে”-সেগুলি ব্যাখ্যা কর।

৪.৫ জীববৈচিত্র্য হ্রাসে নিম্নলিখিত কারণগুলির ভূমিকা বিশ্লেষণ করো :
• জমির ব্যবহার রীতিতে পরিবর্তনের ফলে বাসস্থান ধ্বংস
• দূষণ
• বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ।
কোনো একটি জলাশয়ে জীববিবর্ধন কীভাবে ঘটে তা রেখাচিত্রের মাধ্যমে দেখাও।
অথবা,বায়ুদূষণকারী গ্রিনহাউস গ্যাসগুলির উৎস তালিকাবদ্ধ করো। মানব শরীরে পরিবেশে এর প্রভাবগুলি আলোচনা করো।
অথবা বায়োস্ফিয়ার রিজার্ভ গড়ে তোলার উদ্দেশ্য কি। ভারতের একটি হটস্পট অঞ্চলের নাম উল্লেখ করে সেখানকার উল্লেখযোগ্য প্রজাতির বর্ণনা দাও।
সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলো কি কি।
অথবা N2 চক্রের অ্যামোনিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন ধাপে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়ার ভূমিকা লেখ।
অথবা N2 ব্যাহত হলে পরিবেশ ও মানব জীবনে কি কি সমস্যা দেখা যাবে l

৪.৬ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় ও জলবায়ু নিয়ন্ত্রণে জীববৈচিত্র্যের ভূমিকা কী কী?
“মানুষ তার নানাবিধ সমস্যা মোকাবিলা করার জন্য যেসকল রাসায়নিক পদার্থ বা ভৌত রশ্মি ব্যবহার করে তা আবার মানুষকে অন্য একটি স্বাস্থ্য বিপর্যয়ের দিকে ঠেলে দেয়।”—উক্তিটির যথার্থতা প্রমাণ করো।
অথবা,
নাইট্রোজেন চক্রের সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলির সম্পর্ক স্থাপন করো :
• বায়ুদূষণ
• জৈবিক অক্সিজেনের চাহিদা বৃদ্ধি
• বিশ্ব উয়ায়ন
• ফসলের উৎপাদন হ্রাস
• অম্লবৃষ্টি।
নাইট্রোজেন স্থিতি করনের তিনটি পদ্ধতি লেখ।
অথবা বাঘের সংখ্যা বৃদ্ধিতে দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ লেখ।

রেডপান্ডা সংরক্ষণের উপায় কি।
জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা কি হতে পারে বলে তুমি মনে করো।
অথবা
জীব বৈচিত্র হ্রাসের কারন(বিশ্ব উষ্ণায়ন ও অতি ব্যবহারের ভূমিকা) কি ।
কৃষি জমি ও মিষ্টি জলের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কি।
মিষ্টি জল সংকটের ফলে সুন্দরবন অঞ্চলের কি কি সমস্যা দেখা যাচ্ছে।
জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পার্থক্য কি
ইন সিটু সংরক্ষণ ও এক্স সিটু সংরক্ষণের পার্থক্য লেখ উদাহরণ সহযোগে লেখ।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment