মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পঞম শ্রেণি
আমাদের পরিবেশ
১. ঠিক উত্তর নির্বাচন করাে :
১.১ পশ্চিমবঙ্গে চা চাষ হয় – (ক) রাঢ় অঞ্চলে (খ) গাঙ্গেয় সমভূমি অঞ্চলে (গ) উত্তরের পার্বত্য অঞ্চলে (ঘ) উপকূলের সমভূমি অঞ্চলে।
উত্তর: (গ) উত্তরের পার্বত্য অঞ্চলে
১.২ যেটি সমুদ্রের মাছ সেটি হলাে – (ক) পারসে (খ) ট্যাংরা (গ) রুই (ঘ) সার্ডিন।
উত্তর: (ঘ) সার্ডিন
১.৩ সর্বপল্লী রাধাকৃয়াণের জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে সেটি হলাে –
(ক) শিক্ষক দিবস (খ) পরিবেশ দিবস (গ) শিশু দিবস (ঘ) সাধারণতন্ত্র দিবস।
উত্তর: (ক) শিক্ষক দিবস
২. শূন্যস্থান পূরণ করাে :
২.১ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হল ভারত ও _______________ ।
উত্তর: বাংলাদেশ
২.২ বিপ্লবী সূর্য সেন_______________ নামে পরিচিত ছিলেন ।
উত্তর: মাস্টারদা
২.৩ একটি নিত্যবহ নদীর নাম হলাে _______________ ।
উত্তর: গঙ্গা
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর: সুন্দরবনের মাটির বৈশিষ্ট্য:
১) সুন্দরবনের বেশিরভাগ জায়গায় জুড়ে রয়েছে পলিযুক্ত দোআঁশ মাটি ।
২) এই মাটিতে অক্সিজেনের পরিমাণ খুব কম।
৩) এখানকার মাটিতে লবনাক্ততার পরিমাণ খুব বেশি।
৩.২ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?
উত্তর: লুপ্তপ্রায় মাছ সংরক্ষণ ব্যবস্থা :
১)লুপ্তপ্রায় মাছ ধরা সম্পূর্ন রূপে বন্ধ করতে হবে।
২)লুপ্তপ্রায় মাছ সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করতে হবে।
৩) লুপ্তপ্রায় মাছের চাষ বৃদ্ধি করতে হবে।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি?
উত্তর: দীর্ঘ কয়েক বছর ধরে ব্রিটিশদের সঙ্গে লড়াই করার পর ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের পর ভারতের স্বাধীনতা পরিচালনার লক্ষ্যে এক সংবিধান রচনার প্রয়ােজন হয়। সুদীর্ঘ আলাপ আলােচনার পর ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারী ভারতের সংবিধান কার্যকর হয়। তাই ২৬ জানুয়ারী দিনটিকে ভারতের সাধারনতন্ত্র | দিবস হিসেবে পালন করা হয়।
Class 5 আমাদের পরিবেশ Model Activity Task Part 7 (October 2021)
Class 5 All Subject Model Activity Task Part 7 (October 2021)
Class 5 Bangla (বাংলা) Model Activity Task Part 6 (September)
Class 5 Math (গণিত) Model Activity Task Part 6 (September)
Class 5 ENGLISH (ইংরেজি) Model Activity Task Part 6 (September)
Class 5 Health and Physical Education (স্বাস্থ্য ও শারীরশিক্ষা) Model Activity Task Part 6 (September)
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।