Class 5 Class 5 Bengali বোকা কুমিরের কথা প্রশ্ন উত্তর | উপেন্দ্রকিশোর রায়চৌধুরী | Boka Kumirer Kotha Question Answer | Class 5 | Wbbse

বোকা কুমিরের কথা প্রশ্ন উত্তর | উপেন্দ্রকিশোর রায়চৌধুরী | Boka Kumirer Kotha Question Answer | Class 5 | Wbbse

প্রিয় শিক্ষার্থীরা, এখানে ক্লাস ৫-এর বীরু চট্টোপাধ্যায়ের লেখা বোকা কুমিরের কথা প্রশ্ন উত্তর দেওয়া হলো।

বোকা কুমিরের কথা

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী


১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

১.১ তোমার জানা কয়েকটি উভচর প্রাণীর নাম লেখো।
উত্তর :
আমার জানা কয়েকটি উভচর প্রাণীর নাম হল-সাপ, ব্যাং, কুমির ইত্যাদি।

১.২ তোমার জানা কয়েকটি সরীসৃপের নাম লেখো।
উত্তর :
আমার জানা কয়েকটি সরীসৃপের নাম হল-সাপ, টিকটিকি, কুমির, গিরগিটি ইত্যাদি।

১.৩ ছোটোদের জন্য লেখা পশুপাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা কাকে বুঝি ?
উত্তর :
ছোটোদের জন্য লেখা পশুপাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা শিয়ালকে বুঝি ।

১.৪ মাটির নীচে হয় এমন কয়েকটি ফসলের নাম লেখো।
উত্তর :
মাটির নীচে হয় এমন কয়েকটি ফসলের নাম হল-আলু, পিঁয়াজ, আদা, রসুন, গাজর ইত্যাদি।

১.৫ ধানগাছ থেকে আমরা কী কী পাই?
উত্তর :
ধানগাছ থেকে আমরা ধান ও খড় পাই।

১.৬ কুমির ও শিয়ালকে নিয়ে লেখা অন্য কোনো গল্প পাঁচটি বাক্যে লেখো।
উত্তর :
এক বোকা কুমির তার ছয়টি ছানাকে লেখাপড়া শেখানোর জন্য শিয়ালপন্ডিতের কাছে পাঠায়। শিয়ালটি খুব চালাক ছিল। সে রোজ কুমিরের এক-একটি ছানাকে খেয়ে ফেলত। কুমিরটি দেখতে চাইলে একটি ছানাকে বের করে দেখিয়ে দিত। অবশেষে শিয়ালটি কুমিরের শেষ ছানাটিকেও একদিন খেয়ে ফেলে এবং সেই স্থান ছেড়ে পালিয়ে যায় ।

২. ‘ক’স্তম্ভের সঙ্গে ‘খ’স্তম্ভ মিলিয়ে লেখো :

উত্তর :

কুমিরনদী
শিয়ালজঙ্গল
আলুক্ষেত
আখচিনি
গরুখড়

৩. গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো :

৩.১ কুমির শিয়ালকে ঠকাবার জন্যে বললে— গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার।
উত্তর :

৩.২ কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল … আলুর চাষ ।
উত্তর :

৩.৩ সেবার হলো আখের চাষ। কুমির আগাগুলো নিয়ে চিবিয়ে দেখল ভীষণ নোনতা ।
উত্তর :

৩.৪ তারপরের বার হলো ধানের চাষ। কুমির গোড়াগুলো নিয়ে বুঝল সে খুব ঠকেছে।
উত্তর :

৩.৫ কুমির শিয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও ।
উত্তর :

৪. শূন্যস্থান পূরণ করো :

৪.১ ____ আর ____ মিলে চাষ করতে গেল।
উত্তর : কুমির
আর শিয়াল মিলে চাষ করতে গেল।

৪.২ সে ভাবলে বুঝি আলু তার গাছের ____।
উত্তর :
সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল

৪.৩ শিয়াল সে ধানসুদ্ধ গাছের ____ কেটে নিয়ে গেল।
উত্তর :
শিয়াল সে ধানসুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল।

৪.৪ সেবার হল ____ চাষ।
উত্তর :
সেবার হল আখের চাষ।

৪.৫ শিয়াল মাটি ____ সব আলু তুলে নিয়ে গেছে।
উত্তর :
শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে।

৫. পাশের শব্দঝুড়ি থেকে খুঁজে নিয়ে একই অর্থের শব্দ পাশাপাশি লেখো :

চাষ, আখ, আগা, মাটি।

অগ্রভাগ, কৃষি, মৃত্তিকা, ইক্ষু

উত্তর :
চাষ – কৃষি
আখ – ইক্ষু
আগা – অগ্রভাগ
মাটি – মৃত্তিকা ।

৬. বাক্য শেষ করো :

উত্তর :

৬.১ ‘বোকা কুমিরের কথা’ গল্পটি পড়ে কুমিরটিকে আমার মনে হয়েছে, সে খুব বোকা

৬.২ গল্পের শিয়ালটি আসলে খুব চালাক

৬.৩ কুমির গল্পে মোট তিন বার ঠকেছে। প্রথমবার সে ঠকে গেছে, কেননা সে জানতো না আলু গাছের গোড়ায় হয়
দ্বিতীয়বার তার ঠকে যাওয়ার কারণ হল
সে জানতো না ধান গাছের আগায় হয়
তারপরের বার
আখচাষ সম্বন্ধে কিছু না জানার জন্য সে ঠকে গেছে।

৬.৪ শিয়াল বারবার লাভবান হয়েছে, কারণ সে বুদ্ধিমান

৭. নীচে দাগ দেওয়া শব্দগুলি কোনটি কী জাতীয় শব্দ লেখো :

৭.১ কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল।
উত্তর :
বিশেষ্য পদ ।

৭.২ সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল।
উত্তর :
সর্বনাম পদ ।

৭.৩ আচ্ছা আসছে বার দেখব
উত্তর :
ক্রিয়াপদ

৭.৪ ভেবেছে, মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে
উত্তর :
বিশেষ্য পদ / ক্রিয়াপথপদ ।

৭.৫ এবার আমাকে গোড়ার দিক দিতে হবে।
উত্তর :
সর্বনাম পদ / বিশেষণ পদ ।

৮. ঠিক বাক্যটির পাশে (√) চিহ্ন দাও আর ভুল বাক্যটির পাশে (×) চিহ্ন দাও :

৮.১ গল্পের কুমিরটি অত্যন্ত চালাক-চতুর ছিল।
উত্তর :
(×)

৮.২ কুমিরটি চেয়েছিল শিয়ালকে সে ঠকাবে।
উত্তর :
(√)

৮.৩ আলুচাষে গোড়ার দিক পাওয়ায় শিয়াল ঠকে গেল।
উত্তর :
(×)

৮.৪ ধানচাষের বেলায় কুমির পেল আগার দিক ।
উত্তর :
(×)

৮.৫ কুমির আখের গাছগুলো পেয়ে ঘরে বয়ে নিয়ে গিয়ে মজা করে খেতে লাগল ।
উত্তর :
(×)

৯. বাক্য রচনা করো : আগা, গোড়া, চাষ, আখ, নোনতা ।
উত্তর :

আগা – খরায় পাটগাছের আগাগুলো শুকিয়ে গেছে।
গোড়া – আলু গাছের গোড়ায় হয়।
চাষ – আমাদের মাঠে অনেক ধান চাষ হয় ৷
আখ- আখের রস খেতে মিষ্টি হয়।
নোনতা – আখের আগার দিকটা নোনতা হয় ৷

১০. বিপরীতার্থক শব্দ লেখো : লাভ, মিষ্টি, নীচে, কাজ, মজা।
উত্তর :

লাভ – ক্ষতি৷
মিষ্টি – তেতো ।
নীচে – উপরে।
কাজ – অকাজ৷
মজা – সাজা

১১.১ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম লেখো।
উত্তর :
উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম হল – ‘গুপী গাইন’, ‘বাঘা বাইন’, ‘টুনটুনির বই’ প্রভৃতি ।

১১.২ তিনি ছোটোদের জন্য কোন পত্রিকা বের করতেন?
উত্তর :
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছোটদের জন্য, ‘সন্দেশ পত্রিকা’ বের করতেন।

১১.৩ তাঁর সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসেবে কারা অত্যন্ত পরিচিত?
উত্তর :
উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসাবে সুখলতা রাও, পুণ্যলতা চক্রবর্তী, সুকুমার রায়, সুবিনয় রায়, প্রমুখ উল্লেখযোগ্য।

১২. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :

১২.১ গল্পে কারা চাষ করতে গেল ?
উত্তর :
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত “বোকা কুমিরের কথা”গল্পে একটি কুমির ও একটি শিয়াল চাষ করতে গেল।

১২.২ কীসের কীসের চাষ তারা করেছিল ?
উত্তর :
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত”বোকা কুমিরের কথা” গল্পে কুমির ও শিয়াল আলু, ধান ও আখের চাষ করে ছিল।

১২.৩ চাষে কার লাভ এবং কার ক্ষতি হয়েছিল?
উত্তর :
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত “বোকা কুমিরের কথা” গল্পে শিয়ালের লাভ ও কুমিরের ক্ষতি হয়েছিল।

১২.৪ শিয়ালকে ঠকাতে আখচাষের সময় কুমির কী ফন্দি এঁটেছিল ?
উত্তর :
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত”বোকা কুমিরের কথা”গল্পে শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির ফন্দি এঁটেছিল যে, সে আখের আগা নেবে।

১২.৫ “বোকা কুমিরের কথা’ গল্পে কুমিরটা শিয়ালকে ‘তুমি বড্ড ঠকাও’ বলে দোষ দিলেও, আসলে সে নিজের নির্বুদ্ধিতার জন্যই বার বার ঠকে গেছে।”— গল্পটি পড়ে তোমার যদি এমন মনে হয়, তবে কেন এমন মনে হলো, তা বোঝাতে গল্প থেকে তিনটি বাক্য খুঁজে নিয়ে লেখো।
উত্তর :
‘বোকা কুমিরের কথা’ গল্পে কুমিরটা শিয়ালকে ‘তুমি বড্ড ঠকাও’ বলে দোষ দিলেও আসলে সে নিজের নির্বুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে। গল্পের যে তিনটি বাক্যের মাধ্যমে তা বোঝা যায়, সেই বাক্যগুলি হলো –

১. আলুচাষের সময় কুমির শিয়ালকে ঠকানোর জন্যে বলে- ‘গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার ।

২. ধান চাষের সময় আগে থাকতেই সে শিয়ালকে বললে ‘ভাই, এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে!

৩. আখচাষের সময় কুমির আগে থেকেই ঠিক করে নেয়-‘দাঁড়াও শিয়ালের বাছা, তোমাকে দেখাচ্ছি। এবারে আমি আর আগা নিতে দেব না। সব আগা আমি নিয়ে আসব!

আরো পড়ুন

গল্পবুড়ো কবিতার প্রশ্ন উত্তর | সুনির্মল বসু | Golpo Buro Kobita Question Answer | Class 5 | Wbbse

বুনো হাঁস প্রশ্ন উত্তর | লীলা মজুমদার | Buno Has Class 5 Question Answer | Wbbse

দারোগাবাবু এবং হাবু কবিতার প্রশ্ন উত্তর | Daroga Babu Ebong Habu Question Answer | Class 5 | Wbbse

এতোয়া মুন্ডার কাহিনী প্রশ্ন উত্তর | Etoya Mundar Kahini Question Answer | Class 5 | Wbbse

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment