Class 5 Class 5 Bengali মিষ্টি কবিতার প্রশ্ন উত্তর | প্রেমেন্দ্র মিত্র | Misti Question Answer | Class 5 | Wbbse

মিষ্টি কবিতার প্রশ্ন উত্তর | প্রেমেন্দ্র মিত্র | Misti Question Answer | Class 5 | Wbbse

প্রিয় শিক্ষার্থীরা, এখানে ক্লাস ৫-এর মিষ্টি কবিতার প্রশ্ন উত্তর দেওয়া হলো। তোমাদের পঞ্চম শ্রেনীর পাঠ্যবইতে প্রেমেন্দ্র মিত্রের লেখা মিষ্টি কবিতা রয়েছে। কবিতার শেষে যে সব প্রশ্নপত্র গুলি রয়েছে তার সমাধান খুবই সহজ ভাবে এখানে করে দেওয়া হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।

মিষ্টি

প্রেমেন্দ্র মিত্র


১. নিজের ভাষায় লেখো :

১.১ কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না ?
উত্তর :
শীত ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠেনা, মেঘ ডাকে না।

১.২ কোন ঋতুতে সাধারণত পথ-ঘাট পিছল হয়ে পড়ে?
উত্তর :
বর্ষা ঋতুতে সাধারণত পথ-ঘাট পিছল হয়ে পড়ে।

১.৩ কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়?
উত্তর :
ঢালু ও মসৃণ পথে সহজেই গড়িয়ে পড়া যায়।

১.৪ চড়াই-উৎরাই রাস্তা কোথায় দেখা যায় ?
উত্তর :
পাহাড়ি অঞ্চলে চড়াই – উৎরাই রাস্তা দেখা যায়।

১.৫ ‘রাস্তা’ শব্দটি অন্য কোন নামে কবিতায় আছে?
উত্তর :
‘রাস্তা’ শব্দটি ‘পথ’ নামে কবিতায় আছে।

১.৬ আখের প্রসঙ্গ রয়েছে, তোমার পাঠ্যসূচির এমন অন্য একটি রচনার নাম লেখো ।
উত্তর :
আখের প্রসঙ্গ রয়েছে আমার পাঠ্যসূচীর এমন অন্য একটি রচনার নাম হল, ‘বোকা কুমিরের কথা’।

শব্দার্থ : পিছলে— হড়কে যাওয়া বা পড়া। চড়াই— নীচ থেকে ওপরে ওঠার খাড়া রাস্তা।

২. নীচের এই শব্দগুলো মূল কোন কোন শব্দ থেকে এসেছে :
উত্তর :

আখ – ইক্ষু

রোদ্দুর – রৌদ্র

৩. ‘চড়াই’ও ‘পড়ে’— এই দু’টি শব্দের দু’টি করে অর্থ লেখো, বাক্যে ব্যবহার করো ।
উত্তর :
চড়াই(পাখিবিশেষ) – চড়াই পাখি অট্টালিকার ঘুলঘুলিতে বাসা বেঁধেছে।
চড়াই (নীচ থেকে উপরে ওঠার খাড়া রাস্তা) – পাহাড়ি চড়াই-উতরাই রাস্তা পেরিয়ে আমরা পৌঁছলাম কালিম্পং।

পড়ে (পতিত হওয়া) – ঝড়ে গাছ থেকে আম পড়ে।
পড়ে( পঠন) – অনিক রোজ ছয় ঘন্টা বই পড়ে।

৪. তোমার স্কুলে যাওয়ার, খেলতে যাওয়ার, আর বন্ধুর বাড়ি যাওয়ার রাস্তাগুলো কেমন, তিনটে রাস্তা নিয়ে আলাদা আলাদা দুটো করে বাক্য লেখো। এ প্রসঙ্গে কোন রাস্তাটি তোমার কেন ভালো লাগে, তার পক্ষে দুটি যুক্তি দাও ৷
উত্তর : নিজে করো ।

৫. কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তা-ই প্রকৃত সুখ। কবিতায় এই কথাটি কীভাবে প্রকাশ পেয়েছে লেখো।
উত্তর :  প্রেমেন্দ্র মিত্র রচিত ‘মিষ্টি’ কবিতায় কবি বোঝাতে চেয়েছেন পরিশ্রমের মাধ্যমে যে ফলাফল বা সাফল্য পাওয়া যায় তার মধুরতা বেশি। অর্থাৎ কষ্টের মাধ্যমে অর্জিত সাফল্যেই আছে প্রকৃত সুখ।

কবি বলেছেন যে আকাশে ঝড় ওঠেনা, মেঘ ডাকে না, বৃষ্টি পড়েনা, সে আকাশ আমাদের ভালো লাগে না। কারণ একটানা একই পরিবেশ আমাদের মধ্যে একঘেয়েমিতা সৃষ্টি করে। যে পথে পিছলে পড়া নেই হোঁচট খাওয়া নেই সেই পথে গড়িয়ে যেতে যারা ভালোবাসে তারা মূর্খ। কারণ পথে বাঁধা বিপত্তি আসলেই তা থেকে আমরা নতুন অভিজ্ঞতা বা শিক্ষা অর্জন করতে পারবো। কবিতার একদম শেষ অংশে কবি বলেছেন আখ চিবিয়ে খেতে হয় বলেই এত মিষ্টি। অর্থাৎ আমরা আমাদের জীবনে যত বেশি পরিশ্রম করব জীবন ততটাই মধুর হবে।

প্রেমেন্দ্র মিত্র (১৯০৪–১৯৮৮) : রবীন্দ্র-পরবর্তী বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি, গল্পকার । ছোটোদের জন্য সৃষ্টি করেছেন ‘ঘনাদা’। এছাড়া বিজ্ঞানভিত্তিক কাহিনি, রোমাঞকর কাহিনি, গোয়েন্দা গল্প এই সব ধরনের রচনাতেই তিনি পারদর্শী ছিলেন। ১৯২৬ সালে ‘কল্লোল’ পত্রিকার কবি হিসাবে তাঁর প্রথম খ্যাতি। তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘সাগর থেকে ফেরা’, ‘হরিণ-চিতা-চিল’ইত্যাদি। এছাড়াও তিনি প্রচুর সার্থক ছোটোগল্প লিখেছেন।

৬.১ ছোটোদের প্রিয় চরিত্র ‘ঘনাদা’ কার সৃষ্টি?
উত্তর : ছোটদের প্রিয় ‘ঘনাদা’ চরিত্রটি প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি।

৬.২ প্রেমেন্দ্র মিত্র কোন সাহিত্য-পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর : প্রেমেন্দ্র মিত্র ‘কল্লোল’ সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।

৬.৩ তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো।
উত্তর : প্রেমেন্দ্র মিত্রের লেখা দুটি বইয়ের নাম ‘সাগর থেকে ফেরা’ ও ‘হরিণ – চিতা – চিল’ ।

৭. কোন কোন মিষ্টি খাবার তোমার খেতে ভালো লাগে, নীচের মানস মানচিত্রে সেগুলির নাম লেখো:
উত্তর :

মিষ্টি কবিতার প্রশ্ন উত্তর

এই মিষ্টিগুলি নিয়ে এক-একটা বাক্য লেখো।
উত্তর :
লাড্ডু – গণেশের প্রিয় খাবার লাড্ডু।
রসগোল্লা – বাঙালির অত্যন্ত প্রিয় মিষ্টি রসগোল্লা।
দই – দই শরীরের পক্ষে খুব উপকারী।
মিহিদানা – বর্ধমানের মিহিদানার খুব খ্যাতি।
জিলিপি – রথের মেলায় জিলিপি ভাজা হচ্ছে।
রাবড়ি – আমি রাবড়ি খেতে খুব ভালোবাসি।
সন্দেশ – ছানার সন্দেশ খুব সুস্বাদু।

৮. নির্দেশ অনুসারে উত্তর দাও :

৮.১ নীচের কোন ছবিতে কোন ঋতুর আকাশ কেমন, তা ছবি দেখে নিজের ভাষায় বাক্সের মধ্যে লেখো :

উত্তর :

আকাশে পেঁজা তুলোর মতো মেঘ,কাশফুল ফুটে রয়েছে। সুতরাং- এটি শরৎকালের ছবি।আকাশে ঘন কালো মেঘ, ক্রমাগত বৃষ্টি হচ্ছে। ছাতার তলায় বসে আছে ব্যাং। সুতরাং এটি বর্ষাকালের ছবি।

৮.২ এইরকম অন্য কোনো ঋতুর আকাশ সম্পর্কে লেখো।
উত্তর : গ্রীষ্মকালে আকাশে প্রখর সূর্যের তেজ থাকে। কোনো কোনোদিন বিকেল বেলা আকাশ ঘন কালো করে কালবৈশাখী ঝড় শুরু হয়।

আরো পড়ুন

গল্পবুড়ো কবিতার প্রশ্ন উত্তর | সুনির্মল বসু | Golpo Buro Kobita Question Answer | Class 5 | Wbbse

বুনো হাঁস প্রশ্ন উত্তর | লীলা মজুমদার | Buno Has Class 5 Question Answer | Wbbse

দারোগাবাবু এবং হাবু কবিতার প্রশ্ন উত্তর | Daroga Babu Ebong Habu Question Answer | Class 5 | Wbbse

এতোয়া মুন্ডার কাহিনী প্রশ্ন উত্তর | Etoya Mundar Kahini Question Answer | Class 5 | Wbbse

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment