In this article, we will discuss about The Greenhouse Effect Bengali Meaning. এই আর্টিকেলে আমরা Class 12 4th Semester থেকে The Greenhouse Effect by Carl Dennis Bengali Meaning নিয়ে এসেছি। Class XII Semester 4 এর অন্যান্য সমস্ত Lesson -এর Bengali Meaning, Question Answers পেতে এই লিঙ্কে ক্লিক করো।
অন্যান্য অধ্যায়ের বাংলা অনুবাদের জন্য এখানে CLICK করুন
Semester – IV (Verse)
The Greenhouse Effect
Carl Dennis
The Greenhouse Effect Bengali Meaning | Carl Dennis
The gradual warming trend will likely go on
ধীরে ধীরে উষ্ণতা বৃদ্ধির প্রবণতা সম্ভবত চলতেই থাকবে।
And the grain belts begin to slide closer to the poles.
আর শস্য চাষের অঞ্চলগুলো ধীরে ধীরে মেরুর দিকে সরে যাবে।
The Plains States will be abandoned as giant dust bowls,
সমতল অঞ্চল গুলো পরিত্যক্ত হয়ে বিশাল ধুলোর পাত্রে পরিণত হবে।
Greenland and Antarctica will join the new Great Powers.
গ্রিনল্যান্ড আর অ্যান্টার্কটিকা যোগ দেবে নতুন মহাশক্তিগুলোর দলে।
Even if we play them off against each other
এমনকি আমরা যদি তাদেরকে একে অপরের বিরুদ্ধে লড়িয়েও দিই,
For more aid, we’ll still be poorer than
তারা হেঁটে অথবা ঠেলাগাড়িতে ভিড় করে কাজে যাবে।
We’ll move down streets lined with practical nut trees,
আমরা রাস্তায় হাঁটব, দুপাশে লাইন দিয়ে থাকবে কার্যকরী বাদামের গাছ।
Not elms and oaks, with vegetables crowding the front lawns.
থাকবে না এল্ম বা ওক গাছ, সামনের উঠোনে ভিড় করবে শাকসবজি।
The tax base will be too small to support the public buildings.
খাজনা আদায় এতটাই কম হবে যে, সরকারি ভবনগুলো টিকিয়ে রাখা যাবে না।
We’ll have to donate hours after work each week
প্রতি সপ্তাহে কাজের পর ঘণ্টার পর ঘণ্টা আমাদের স্বেচ্ছাশ্রম দিতে হবে,
To rake the lawn of the Library and City Hall.
গ্রন্থাগার আর শহরের হলঘরের সামনের ঘাস চাঁছতে।
To tuckpoint the chimney of the Federal Building
যুক্তরাষ্ট্রীয় ভবনের চিমনিতে মেরামতের কাজ করার জন্য।
If we don’t want the place to fall like temples in Rome.
যদি আমরা রোমের মন্দিরের মতো আমাদের দেশের পতন না দেখতে চাই,
Don’t want sheep to graze in our squares
যদি শহরের জনবহুল, ব্যস্ত এলাকায় ভেড়া চড়ছে—এই দৃশ্য না দেখতে চাই
As they grazed in the Forum for a thousand years.
যেভাবে হাজার হাজার বছর ধরে রোমের শহরের প্রাণকেন্দ্রে এরা চড়েছিল।
With a little effort the country will go on.
সামান্য প্রচেষ্টাতেই দেশ চলবে।
So what if we’ve lost our high place to stronger Carthages
তাতে কী, যদি আমাদের উচ্চ আসন হারাতে হয় কার্থেজের মতো আরও শক্তিশালী সভ্যতার কাছে?
Whose far-flung fleets will be loaded with merchandise
যাদের নৌজাহাজ দূরদূরান্ত থেকে মালপত্রে বোঝাই হয়ে আসবে।
Cheaper than ours. We’ll be glad to watch from the beach
যা আমাদের চেয়ে সস্তার। আমরা সমুদ্রতট থেকে দেখে আনন্দ পাব
As the lights from Korean armadas pass
আলো জ্বালিয়ে যখন নৌসেনার জাহাজগুলো পার হয়ে যাবে।
On their endless patrols around the world.
তারা তাদের পৃথিবীর চারপাশের অন্তহীন নজরদারি চালাবে।
Let them have their little time in the sun,
ওদেরকে ওদের মতো সূর্যের আলোয় দিন কাটাতে দাও,
We’ll say to ourselves as we begin to sway
আমরা একে অপরকে বলব, যখন আমাদের প্রভাব বা ক্ষমতা দেখা দিতে শুরু করবে।
To the strains of our native beach band.
আমাদের দেশের সমুদ্রতটের ব্যান্ডের গানের তালে।
Ignoring the hits from the Arctic on the radio.
এড়িয়ে চলব উত্তর মেরুর রেডিও থেকে ভেসে আসা তরঙ্গকে।
Read Also
Prose :
Verse :
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।