Class 10 Class 10 Bengali জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর MCQ | Gyanchakshu Golpo MCQ Question Answer | Class 10 | Wbbse

জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর MCQ | Gyanchakshu Golpo MCQ Question Answer | Class 10 | Wbbse

প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর MCQ গুলো নিয়ে এসেছি। গল্প থেকে গুরুত্বপূর্ণ 50 টি MCQ প্রশ্ন উত্তর এখানে তুলে ধরা হল। আশা করি এগুলি ভালো ভাবে পড়লে তোমাদের পরীক্ষায় অনেক সুবিধা হবে।

জ্ঞানচক্ষু

আশাপূর্ণা দেবী


জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর MCQ

১) “বুকের রক্ত ছলকে ওঠে,” কার কথা বলা হয়েছে?
উত্তর : তপন।

২) “কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল।” কথাটি ছিল—
উত্তর : মেসোমশাই লেখক।

৩) তপন তার নতুন গল্প লেখার জন্য কোথায় উঠে গিয়েছিল?
উত্তর : তিনতলার ছাদে।

৪) তপনের চিরকালের বন্ধু—
উত্তর : ছোটোমাসি।

৫) “তপনকে যেন আর কখনো শুনতে না হয়”, যা না-শোনার কথা বলা হয়েছে, তা হলো—
উত্তর : অন্য কেউ তার গল্প ছাপিয়ে দিয়েছেন।

৬) সন্ধ্যাতারা পত্রিকাটি কোন সময় চায়ের টেবিলে এসেছিল?
উত্তর : বিকালবেলা।

৭) তপন কাঁদো কাঁদো হয় যখন সে মেসোর মুখে দেখে—
উত্তর : করুণার ছাপ।

৮) পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম— (MP-2022)
উত্তর : প্রথম দিন।

৯) তপনের গল্প পড়ে তার মা কী বলেছিলেন?
উত্তর : “কই পড়, লজ্জা কী? পড় সবাই শুনি।”

১০) “তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের!” যে বিষয়ের কথা বলা হয়েছে, তা হলো—
উত্তর : নিজের গল্পে অন্যের লেখা লাইন পড়ে শোনানো।

১১) তপন নতুন গল্প লিখতে শুরু করে কখন?
উত্তর : সন্ধ্যাতারা পত্রিকার অভিজ্ঞতা ভুলে থাকতে।

১২) তপনের ছোটোমাসি যখন ছোটোমেসোর দিকে ধাবিত হয়, মেসো তখন—
উত্তর : দিবানিদ্রা দিচ্ছিলেন।

১৩) তপনের গল্প শুনে ছোটোমাসি কী বলেছিল?
উত্তর : ‘ও মা, এত পেটে ছিল?’

১৪) ‘মেসোর উপযুক্ত কাজ হবে সেটা।’—উপযুক্ত কাজটি হল—
উত্তর : গল্প ছাপিয়ে দেওয়া।

১৫) ছোটোমেসো কী নিয়ে এসেছেন?
উত্তর : একটি সন্ধ্যাতারা পত্রিকা।

৬) “পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?” অলৌকিক ঘটনাটি হলো—
উত্তর : তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে।

১৭) তপনের ছোটোমাসি মাসির বিয়ে হয়েছে কতদিন?
উত্তর : মাসখানেক।

১৮) ‘এমন সময় ঘটল সেই ঘটনা।’—ঘটনাটি হল—
উত্তর : তপনের গল্প ছাপা হওয়া।

১৯) ‘গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের’ – এর কারণ হলো—
উত্তর : লেখকদের সম্পর্কে তার ভুল ধারণা ভেঙে যাওয়ায়।

২০) ‘সূচিপত্রেও নাম রয়েছে’ – নামটি হল –
উত্তর : প্রথম দিন।

২১) তপন আস্তে আস্তে তিনতলার সিঁড়িতে উঠে গেল—
উত্তর : খাতা-কলম নিয়ে।

২২) ‘অবিশ্বাস না করার কোনো কারণ নেই।’ — কী অবিশ্বাস না করার কথা বলা হয়েছে?
উত্তর : তপনের লেখা গল্প ছাপার অক্ষরে দেখা যাবে।

২৩) তপণ মূলত মামাবাড়ি এসেছে—
উত্তর : বিয়ে উপলক্ষ্যে।

২৪) ‘এদেশের কিছু হবে না’ – কথাটি বলেন—
উত্তর : ছোটোমেসো।

২৫) তপনের গল্পের কারেকশন বা সংশোধনের কথা শুনে কে মুখ টিপে হাসেন?
উত্তর : ছোটোমাসি।

২৬) রত্নের মূল্য জহুরির কাছেই।’— এখানে ‘রত্ন’ ও ‘জহুরি’ হল—
উত্তর : তপন ও ছোটোমেসো।

২৭) মেসোমশাই কোন পত্রিকার একজন সহকারী সম্পাদককে চিনতেন?
উত্তর : সন্ধ্যাতারা পত্রিকার।

২৮) আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন’- তপনের যে সুযোগের কথা বলা হয়েছে—
উত্তর : লেখককে দেখবার সুযোগ।

২৯) তপনের লেখা প্রথম গল্পটির প্রথম পাঠক কে ছিলেন?
উত্তর : ছোটোমাসি।

৩০) সারা বাড়িতে শোরগোল পড়ে যায়’- কেন?
উত্তর : তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে।

৩১) নতুন মেসোকে দেখে তপনের—

৩২) তপনের লেখা গল্পটি দেখে ছোটোমেসো কী বলেছিলেন?
উত্তর : “গল্পটা নিয়ে একবার পত্রিকার অফিসে যাব।”
উত্তর : জ্ঞানচক্ষু খুলে গেল।

৩৩) গল্প পড়ার পর তপন সংকল্প করে—
উত্তর : ভবিষ্যতে নিজের লেখা নিজে গিয়ে ছাপতে দেবে।

৩৪) ‘তোমার গল্প তো দিব্যি হয়েছে – বক্তা হলেন—
উত্তর : ছোটো মেসো।

৩৫) ‘তপনের হাত আছে’ – কে বলেছিলেন?
উত্তর : ছোটোমেসো।

৩৬) ‘তপন আর পড়তে পারে না।’—কারণ—
উত্তর : তার কষ্ট হচ্ছিল।

৩৭) তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? (MP-2018, 2025)
উত্তর : সন্ধ্যাতারা।

৩৮) তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন ? (MP-2019)
উত্তর : সন্ধ্যাতারা।

৩৯) ছোটোমাসি তপনের থেকে কত বছরের বড়ো ? (MP-2020)
উত্তর : বছর আষ্টেকের।

৪০) তপন বিয়েবাড়িতে কী নিয়ে এসেছিল ?
উত্তর : হোমটাস্কের খাতা।

৪১) “তার চেয়ে দুঃখের কিছু নেই” কার থেকে—
উত্তর : অপমানের।

৪২) “তপনের হাত আছে”-কথাটির অর্থ কী?
উত্তর : ভাষার দখল।

৪৩) ‘শুধু এইটাই জানা ছিল না।’ – অজানা বিষয়টি হল—
উত্তর : মানুষই গল্প লেখে।

৪৪) “আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম”—উক্তিটির বক্তা কে?
অথবা, “তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়।” বক্তা —
উত্তর : মেজো কাকু।

৪৫) ছোটোমাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে কোথায় বসেন?
উত্তর : চায়ের টেবিলে।

৪৬) সূচিপত্রে তপনের পুরো নাম ছিল—
উত্তর : শ্রীতপন কুমার রায়।

৪৭) “তবু লিখছে। লুকিয়ে লিখছে।”—এভাবে লেখার কারণ কী ?” (MP-2025)
উত্তর : যেন নেশায় পেয়েছে।

৪৮) মেসোর দেওয়া ‘সন্ধ্যাতারা’ পত্রিকার প্রথম যে পাতাটি তপন খুলেছিল, সেটি কীসের পাতা ছিল?
উত্তর : সূচিপত্রের পাতা।

৪৯) “বুকের রক্ত ছলকে ওঠে তপনের।” তপনের বুকের রক্ত কেন ছলকে ওঠে ?
উত্তর : মেসোর হাতে সন্ধ্যাতারা পত্রিকটি দেখে।

৫০) জ্ঞানচক্ষু কথাটির আভিধানিক অর্থ কী?
উত্তর : অন্তর্দৃষ্টি বা ভেতরের চোখ।

৫১) ‘জ্ঞানচক্ষু’ গল্পটি আশাপূর্ণা দেবী রচিত কোন গল্পগ্রন্থের অন্তর্গত ?
উত্তর : কুমকুম।

৫২) তপন তার গল্পটা লিখেছিল—
উত্তর : দুপুরবেলা।

৫৩) তপনের লেখা গল্পটি যে-বিষয় নিয়ে, সেটি হল—
উত্তর : ভরতি হওয়ার অভিজ্ঞতা ও অনুভূতির বিষয় নিয়ে।

আরো পড়ুন

বহুরূপী গল্পের MCQ প্রশ্ন উত্তর | Bohurupi MCQ Question Answer

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment