প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৬ নিয়ে এসেছি। অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা Madhyamik Geography Suggestion 2026 প্রস্তুত করা হয়েছে। আশা করি এই সাজেশন থেকেই তোমরা পরীক্ষায় অধিকাংশ প্রশ্ন কমন পেয়ে যাবে।
Madhyamik Suggestion 2026
বিষয় – ভূগোল
মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৬ | Madhyamik Geography Suggestion 2026
প্রাকৃতিক ভূগোল
প্রথম অধ্যায় – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
2 নম্বরের প্রশ্নের সাজেশন :
1. আরোহন কাকে বলে?
2. অবরোহন কাকে বলে?
3. পর্যায়ন বলতে কী বোঝো?
4. নগ্নীভবন কাকে বলে?
5. পুঞ্জিত ক্ষয় কাকে বলে? **
6. ক্ষয়ীভবন কাকে বলে? **
7. ষষ্ঠ ঘাতের সূত্র কী?
8. হিমশৈল কী? **
9. ভ্যালিট্রেন বা উপত্যকা ট্রেন কাকে বলে?
10. হিমানী সম্প্রপাত বলতে কী বোঝো?
11. হিমশৈল কী? **
12. ভ্যালিট্রেন বা উপত্যকা ট্রেন কাকে বলে?
13. হিমানী সম্প্রপাত বলতে কী বোঝো?
14. ঝুলন্ত উপত্যকা কাকে বলে? **
15. ফিয়র্ড কী? **
16. হিমদ্রোণী বা হিমবাহ উপত্যকা কাকে বলে?
17. হিমরেখা কী?
18. বার্গস্ক্রুন্ড কাকে বলে?
19. নুনাটকস কী?
20. ক্রেভাস কাকে বলে?
21. মরুদ্যান কাকে বলে? *
22. হামাদা কাকে বলে?
23. ওয়াদি কী?
24. প্লায়া বলতে কী বোঝো?
25. মরুকরণ বলতে কী বোঝো?
26. লোয়েস কী?
27. পেডিমেন্ট কাকে বলে?
28. ধারণ অববাহিকা ও নদী অববাহিকা কাকে বলে?
29. গিরিখাত ও ক্যানিয়নের সংজ্ঞা দাও।
30. নদীগ্রাস বলতে কী বোঝো?
31. জলবিভাজিকা কী?
32. ইনসেলবার্জ কী?
33. অপসারণ গর্ত কাকে বলে?
34. মহাদেশীয় ও পাদদেশীয় হিমবাহের সংজ্ঞা দাও।
35. কিউসেক ও কিউমেক কী?
36. প্রপাত কূপ কাকে বলে?
37. প্যাটার্নস্টার হ্রদ কাকে বলে?
3 নম্বরের প্রশ্নের সাজেশন :
1. আবহবিকার ও ক্ষয়ীভবন এর মধ্যে পার্থক্য লেখ।
2. নদী ও বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য ও বহন করে?
3. বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয়, সঞ্চয় ও বহন করে?
4. জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন?
5. বদ্বীপ সৃষ্টির কারণগুলো কী কী?
6. সব নদীর বদ্বীপ গড়ে ওঠে না কেন?
9. হিমরেখা সর্বদা একই উচ্চতায় অবস্থান করে না কেন?
10. ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন? *
11. পলল শঙ্কু ও বদ্বীপ এর মধ্যে পার্থক্য কী?
12. U আকৃতির উপত্যকা এবং V আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য কী?
13. মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহের পার্থক্য কী?
14. পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলাফল গুলি আলোচনা করো।
15. সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব কতখানি?
5 নম্বরের প্রশ্নের সাজেশন :
1. নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও। (ME – 23, 19, 15, 12, 09, 02)
2. নদীর কাজের দ্বারা কীভাবে মন্থকূপ, প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। (ME – 15)
3. নদীর মধ্যগতিতে সঞ্চয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা করো। (ME – 22, 14, 10)
4. পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন সুন্দরবনের উপর কীরূপ প্রভাব ফেলেছে তা ব্যাখ্যা করো। (ME – 22)
5. বায়ুর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও। (ME – 24, 22, 13, 05, 01)
6. বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। (ME – 13, 09, 08, 05, 01)
7. শুষ্ক অঞ্চলে বায়ুর ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। (ME – 22, 17)
দ্বিতীয় অধ্যায় – বায়ুমণ্ডল
2 নম্বরের প্রশ্নের সাজেশন :
সংজ্ঞা লেখ: অ্যারোসল**, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোপজ, জেট বায়ু,সমমন্ডল ও বিষমমন্ডল, ওজন কি, উত্তাপের সমতা কি**, আপেক্ষিক আর্দ্রতা**, বৈপরীত্য উত্তাপ**, ক্যাটাবেটি বায়ু ** ও অ্যানাবেটিক বায়ু, এল নিনো, লা নিনা।
1. তাপ বিষুব রেখা কাকে বলে?
2. গ্রীন হাউজ কী?
3. উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে?
4. কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে?
5. ইনসুলেশন কী? **
6. তাপ বিষুব রেখা কাকে বলে?
7. যনেক্স কি?
8. কোরিওলিস বল কি? **
9. জিও ট্রপিক বায়ু কাকে বলে?
10. জেট বায়ু কাকে বলে?
11. সমচাপ রেখা কাকে বলে? **
12. গর্জনশীল চল্লিশা কাকে বলে? **
13. ফেরেলের সূত্র টি কি? *
14. অশ্ব অক্ষাংশ বলতে কী বোঝো?
15. সমুদ্র বায় ও স্থল বায় এর সংজ্ঞা দাও।
16. বাইস ব্যালট সূত্র টি কি?
17. প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে? **
18. ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? **
19. সীমান্ত কাকে বলে?
20. শিলাবৃষ্টি কাকে বলে?
3 নম্বরের প্রশ্নের সাজেশন :
1. ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে কেন?
2. আয়োনোস্ফিয়ারে মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন?
3. ওজোন গ্যাস এর গুরুত্ব কী?
4. উল্কাপিণ্ড বায়ুমণ্ডলে পুড়ে যায় কেন?
5. স্ট্র্যাটোস্ফিয়ারে বিমান চলাচল করে কেন?
6. ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও তা প্রতিরোধের উপায় কী?
7. আন্টার্কটিকায় ওজোন হোল সৃষ্টির কারণ কী?
8. ওজোন স্তর সৃষ্টি হয় কীভাবে?
9. ওজোন স্তর ধ্বংস হয় কীভাবে? *
10. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখ।
11. মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন?
12. বায়ুমণ্ডল উষ্ণ হবার তিনটি পদ্ধতি কী কী?
13. পৃথিবীর তাপের সমতা কীভাবে বজায় থাকে?
14. বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখ। *
15. জলভাগ অপেক্ষা স্থলভাগ অধিক উত্তপ্ত হয় কেন?
16. আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন?
17. উষ্ণতার সাথে বায়ুচাপের কী সম্পর্ক? *
18. স্থলবায়ু ও সমুদ্র বায়ুর পার্থক্য লেখ। *
19. ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর পার্থক্য লেখ।
20. নিরক্ষীয় অঞ্চলে ফোর ও’ক্লক রেন (৪টের বৃষ্টি) হয় কেন?
21. ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে কেন?
22. পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয় এবং কেন?
5 নম্বরের প্রশ্নের সাজেশন :
1. পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো। (ME – 17, 15, 11, 09, 07, 04)
2. পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহের প্রবাহপথ, উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। (ME – 18, 10, 05)
3. বিশ্ব উষ্ণায়নের পাঁচটি গুরুত্ব আলোচনা করো। (ME – 24, 17)
4. নিরক্ষীয় /ভূমধ্যসাগরীয় / মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। (ME – 18)
5. চিত্রসহ বৃষ্টিপাতের শ্রেণিবিভাগ করো। (ME – 23, 14, 10, 06, 03)
6. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত চিত্র সহকারে লেখো। (ME – 19)
তৃতীয় অধ্যায় – বারিমন্ডল
2 নম্বরের প্রশ্নের সাজেশন :
1. শৈবাল সাগর কাকে বলে? **
2. মগ্নচড়া কাকে বলে?
3. গ্র্যান্ড ব্যাংক কী?
4. বান ডাকা কাকে বলে?
5. ষাঁড়াষাঁড়ির বান কী?
6. অ্যাপোজি কী? **
7. পেরিজি কী?
8. সংযোগ অবস্থান কাকে বলে?
9. প্রতিযোগ অবস্থান কাকে বলে?
10. ভরা জোয়ার ও মরা জোয়ার এর সংজ্ঞা দাও।
3 নম্বরের প্রশ্নের সাজেশন :
1. গ্র্যান্ড ব্যাংক ও যুগ্ম চড়া বাণিজ্যিক মৎস্যচাষের জন্য অনুকূল কেন?
2. নিউফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন? *
3. সমুদ্রস্রোত ও সমুদ্রতরঙ্গ এর মধ্যে পার্থক্য লেখো।
4. একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘণ্টা 52 মিনিট হয় কেন?
5. অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন?
6. পেরিজিয়ান জোয়ার ও অ্যাপোজিয়ান জোয়ার কী?
7. জলবায়ুর ওপর সমুদ্রস্রোতের প্রভাব লেখো।
8. পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাঁটা হয় কেন?
9. ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন?
10. ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য লেখ।
5 নম্বরের প্রশ্নের সাজেশন :
1. পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব আলোচনা করো। (ME – 24, 20, 17, 12)
2. সমুদ্রস্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। (ME – 18, 16, 07, 06, 04, 02)
3. মহাসাগরীয় স্রোতের উৎপত্তিকে নিরন্ত্রণকারী উপাদানগুলি উল্লেখ করো। (ME – 23, 18, 17)
4. জোয়ারভাটার ফলাফল বর্ণনা দাও। (ME – 12, 10)
5. ‘মুখ্য জোয়ার’ ও ‘গৌণ জোয়ার’ কীভাবে ঘটে ব্যাখ্যা করো। (ME – 13)
চতুর্থ অধ্যায় – বর্জ্য ব্যবস্থাপনা
2 নম্বরের প্রশ্নের সাজেশন :
সংজ্ঞা লেখ: কঠিন বর্জ্য, তরল বর্জ্য, গ্যাসীয় বর্জ্য, জৈব বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য
1. বর্জ্যের ভরাট করণ বলতে কী বোঝো?
2. বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে?
3. বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে?
4. কম্পোস্টিং কী?
5. জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের সংজ্ঞা দাও।
6. ইউট্রোফিকেশন কী?
7. ফ্লাই অ্যাশ কাকে বলে?
8. ই-বর্জ্য কী?
9. স্ক্রাবার কাকে বলে?
10. নিষ্কাশন বলতে কী বোঝো?
11. লিচেট কী?
3 নম্বরের প্রশ্নের সাজেশন :
টীকা লেখ: বর্জ্য পৃথকীকরণ, বর্জ্যের ভরাটকরণ, নিষ্কাশন এবং স্ক্রাবার।
1. বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কী?
2. বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো।
3. বর্জ্য ব্যবস্থাপনায় 3R বা 4R-এর ভূমিকা কী?
4. উদাহরণসহ বর্জ্যের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো।
5. পার্থক্য লেখ: তরল বর্জ্য ও কঠিন বর্জ্য, বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্য, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য।
6. গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলো কী কী?
7. পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো।
আঞ্চলিক ভূগোল
পঞ্চম অধ্যায় – ভারতের প্রাকৃতিক পরিবেশ
2 নম্বরের প্রশ্নের সাজেশন :
1. ভাঙ্গর ও খাদার কাকে বলে?
2. ডেকান ট্র্যাপ কী? **
3. সংজ্ঞা লেখ: থ্রিয়ান, কয়াল, বেট, খাদার, তাল, তরাই **, দিয়ারা, মরুস্থলি, ভাবর, মালনাদ ও ময়দান।
4. শিবালিক হিমালয় কী?
5. লেগুন কী?
6. জল সংরক্ষণ বলতে কী বোঝো?
7. মৌসুমি বিস্ফোরণ কী? **
8. আধি কী?
9. আম্র বৃষ্টির সংজ্ঞা দাও।
10. রেগুর মৃত্তিকা কাকে বলে?
11. মৃত্তিকা ক্ষয় কী?
12. সমোন্নতি রেখা বরাবর চাষ বলতে কী বোঝো?
13. দুন কী? **
14. ম্যানগ্রোভ অরণ্য কী?
15. অরণ্য সংরক্ষণ কাকে বলে?
3 নম্বরের প্রশ্নের সাজেশন :
1. তরাই ও ভাবর বলতে কী বোঝো?
2. দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে আলোচনা করো।
3. কয়াল কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো।
4. পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য লেখো।
5. ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব আলোচনা করো।
6. দার্জিলিং ও কাশ্মীর হিমালয় সম্পর্কে আলোচনা করো।
7. গঙ্গা বা ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো।
8. উত্তর বাহিনী নদীগুলো বন্যাপ্রবণ কেন?
9. নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন?
10. দক্ষিণ বাহিনী নদী খরস্রোতা কেন?
11. পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন?
12. ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কী?
13. বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কী?
14. বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলো কী কী? *
15. ভারতের মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতিগুলো কী কী?
16. মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায়গুলো কী কী?
17. বন বিনাশের কারণ কী?
18. সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা কী?
19. ভারতের মৃত্তিকা সংরক্ষণের তিনটি বৈশিষ্ট্য লেখো।
5 নম্বরের প্রশ্নের সাজেশন :
1. পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। (ME – 18, 15, 11)
2. পূর্ব হিমালয়ের ভূপ্রাকৃতিক বিবরণ দাও।
3. ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। (ME – 22, 17)
4. উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদনদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের তুলনা লেখো। (ME – 23, 19, 16, 12, 08, 05, 01)
5. ভারতের জলসেচের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। (ME – 12, 01)
6. ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। (ME – 13, 04)
7. ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। (ME – 20)
8. ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। (ME – 22)
9. ভারতে স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব লেখো। (ME – 24, 10)
10. ভারতের দুইপ্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বণ্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো। (ME – 10)
11. অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো।
ষষ্ঠ অধ্যায় – ভারতের অর্থনৈতিক পরিবেশ
2 নম্বরের প্রশ্নের সাজেশন :
1. সংজ্ঞা লেখ : শস্যাবর্তন **, রবি ও খারিফ ফসল, সবুজ বিপ্লব, জায়িদ ফসল, বাগিচা ফসল, জীবিকা সত্ত্বা ভিত্তিক কৃষি, সবুজ বিপ্লব।
2. সংজ্ঞা লেখ: বিশুদ্ধ কাঁচামাল পণ্য সূচক, শিকড় আলগা শিল্প ***, উদীয়মান শিল্প ***, সিলিকন ভ্যালি, রুগ্ন শিল্প, কুটির শিল্প, অবশিল্পায়ন, তথ্যপ্রযুক্তি শিল্প।
3. সংজ্ঞা লেখ :জনঘনত্ব ***, আদমশুমারি, জনবিস্ফোরণ ***, নগরায়ন, পরিব্রাজন, কাম্য জনসংখ্যা, জনাকীর্ণতা ***, জনসংখ্যাল্পতা, জনসংখ্যা অভিক্ষেপ এবং শূন্য জনসংখ্যা বৃদ্ধি ****।
4. টীকা লেখ :হীরক চতুর্ভুজ, এয়ার ইন্ডিয়া, শিপিং লাইন, শিপিং লেন, রজ্জুপথ, পুনঃরপ্তানি বন্দর, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, বহুমুখী নদী পরিকল্পনা।
3 নম্বরের প্রশ্নের সাজেশন :
1. ভারতের কৃষির গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো।
2. খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখো।
3. জায়িদ শস্য কী? এর বৈশিষ্ট্যগুলি লেখো।
4. ধান, পাট, গম, ইক্ষু, চা চাষের সমস্যাগুলি লেখো।
5. উত্তর-পশ্চিম ভারতে গম চাষ উন্নত কেন?
6. উত্তর-পূর্ব ভারতে চা চাষ উন্নত কেন?
7. ভারতীয় কৃষির সমস্যা ও সমাধান কী?
8. দক্ষিণ ভারত কফি চাষে বিখ্যাত কেন?
9. চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক প্রয়োজন কেন?
10. কাকে কেন ভারতের রূঢ় বলা হয়?
11. ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো।
12. পূর্ব ভারতে বস্ত্র শিল্পের কেন্দ্রীভবনের কারণ কী?
13. তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতে বস্ত্র শিল্প গড়ে ওঠার কারণ কী?
14. জনসংখ্যা বৃদ্ধির কয়েকটি কারণ লেখো।
15. জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন? *
5 নম্বরের প্রশ্নের সাজেশন :
1. চা চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। (ME – 20)
2. কফি চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো।
3. কার্পাস চাষের অনুকূল পরিবেশ লেখো। (ME – 23, 18, 16, 09, 00)
4. ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ লেখো। (ME – 24, 17)
5. ভারতের ধানচাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। (ME – 22)
6. ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস শিল্প গড়ে উঠার কারণ কী? (ME – 24, 20)
7. পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ কী? (ME – 23, 17, 15)
8. পূর্ব-মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কী? (ME – 22)
9. ভারতে জনসংখ্যা বন্টনের/জনঘনত্বের তারতম্যের কারণগুলি আলোচনা করো। (ME – 23, 17)
10. পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো। (ME – 24, 19)
মানচিত্র ভূগোল
ষষ্ঠ অধ্যায় – উপগ্রহ চিত্র ও ভূ–বৈচিত্র্যসূচক মানচিত্র
2 নম্বরের প্রশ্নের সাজেশন :
1. উপগ্রহ চিত্র কাকে বলে?
2. সান সিনক্রোনাস উপগ্রহ বলতে কী বোঝো? ***
3. জিওস্টেশনারি উপগ্রহ বলতে কী বোঝো? ***
4. দূর সংবেদন কাকে বলে?
5. সার্ভে অফ ইন্ডিয়া সম্পর্কে যা জানো লেখ।
6. পিক্সেল বলতে কী বোঝো?
7. ভূবৈচিত্রসূচক মানচিত্র কাকে বলে? ***
8. আন্তর্জাতিক সিরিজ মানচিত্র কাকে বলে? ***
9. সমভূমি, মালভূমি ও পার্বত্য অঞ্চলের টপোগ্রাফিক্যাল মানচিত্রের দুইটি করে বৈশিষ্ট্য লেখ।
3 নম্বরের প্রশ্নের সাজেশন :
1. ভূবৈচিত্রসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য লেখ। **
2. উপগ্রহ চিত্রের গুরুত্ব বা ব্যবহার লেখ। **
3. ভূবৈচিত্রসূচক মানচিত্র সিরিজ গুলি কি কি? **
অথবা, ভূবৈচিত্রসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেল গুলো কি কি?
4.উপগ্রহ চিত্রের সুবিধা গুলো কি কি? **
5. জিওস্টেশনারি উপগ্রহ ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য কী? ***
6. ভূবৈচিত্রসূচক মানচিত্রের বৈশিষ্ট্য বা গুরুত্ব বা ব্যবহার লেখ।
আরো পড়ুন
মাধ্যমিক বাংলা MCQ সাজেশন ২০২৬ | Madhyamik Bengali MCQ Suggestion 2026 | Wbbse
মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৬ | Madhyamik Bengali Suggestion 2026 | Wbbse
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।