প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা অদল বদল গল্পের প্রশ্ন উত্তর MCQ গুলো নিয়ে এসেছি। গল্প থেকে গুরুত্বপূর্ণ 50 টির ও বেশী MCQ প্রশ্ন উত্তর এখানে তুলে ধরা হল। আশা করি এগুলি ভালো ভাবে পড়লে তোমাদের পরীক্ষায় অনেক সুবিধা হবে।
অদল বদল
পান্নালাল প্যাটেল
অদল বদল গল্পের প্রশ্ন উত্তর MCQ
1. ‘ছেলেরা খুব খুশি হল’- কেন—
উত্তর : গ্রাম প্রধানের ঘোষনা শুনে
2. হিসাবের বাড়িতে খাটিয়া ছিল
উত্তর : সামনের দাওয়ায়
3. পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো—
উত্তর : পাড়াপড়শি মায়ের দল
4. অমৃতের কতজন ভাই ছিল ?
উত্তর : তিনজন
5. অমৃতের বয়স কত ?
উত্তর : ১০ বছর
6. ‘অদল বদল’ গল্পটিতে কোন দিনের কথা বলা হয়েছে ?
উত্তর : হোলির দিন
7. অমৃত এবং ইসাব দুজনের বাবাই পেশাই ছিলেন—
উত্তর : চাষী
8. ‘ইসাব তবু ইতস্তত করছে’—
উত্তর : জামা অদল বদল করতে
9. ‘অদল বদল’ গল্পে ফতোয়া জারি করেছিল—
উত্তর : অমৃত
10. হোলির দিন পড়ন্ত বিকেলে গায়ের একদল ছেলে ধুলো ছোড়াছুড়ি খেলছিল—
উত্তর : নিম গাছের নীচে
11. ‘তোমার কপালে কি আছে মনে রেখো’- কথাটি বলেছিল—
উত্তর : অমৃতের মা
12. ইসাবের বাবা টাকা ধার করেছিল—
উত্তর : সুদখোরের কাছ থেকে
13. জামা অদল বদল এর গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে কার কানে পৌঁছে ছিল ?
উত্তর : গ্রাম প্রধানের
14. পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? (MP 2024 )
উত্তর : গুজরাটি
15. জামা অদল বদল এর বুদ্ধি প্রথম কার মাথায় এসেছিল ?
উত্তর : অমৃত
16. “সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল”, কারণ—
উত্তর : কালিয়ার বাবা-মা তাদের মারবে
17. “ইসাবের মেজাজ চড়ে গেল।” কারণ—
উত্তর : ইসাব অমৃতকে খুব ভালোবাসত
18. “ইসাবের জামার যতটা কাপড় ছিঁড়ে গিয়েছিল”—?
উত্তর : ছয় ইঞি
19. “ওরা ভয়ে কাঠ হয়ে গেল”-ওদের ভয় পাওয়ার কারণ—
উত্তর : বাবার হাতে মার খাওয়া
20. অমৃত ও ইসাবের কাছে নতুন যে জিনিসটি ছিল, তা হলো—
উত্তর : জামা
21. নিম গাছের নীচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে যা খেলছিল, তা হলো—
উত্তর : ধুলো ছোড়াছুড়ি
22. ইসাবের বাবা পাঠান কী বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন? (MP 2023)
উত্তর : বাহালি বৌদি বলে
23. “…………পাবার জন্য তুমি কী কাণ্ডটাই না করেছিলে।”
উত্তর : নতুন জামা
24. ‘অদল বদল’ যে দুই বন্ধুর গল্প, তাদের নাম হলো—
উত্তর : অমৃত ও ইসাব
25. হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল ? (MP 2017 )
উত্তর : কুস্তি লড়তে
26. ইসাবের বাড়িতে ছিলেন—
উত্তর : শুধু বাবা
27. অমৃত ও ইসাবের বাবা পেশায় ছিলেন—
উত্তর : চাষি
28. “ও মরিয়া হয়ে বলল,” ‘ও’ হলো—
উত্তর : অমৃত
29. “নতুন জামা পাওয়াটা অমৃত ও ইসাবের পক্ষে কঠিন ছিল।” কারণ—
উত্তর : তারা ছিল গরিব
30. “তাহলে তোমার কপালে কী আছে মনে রেখো।” এখানে কপালে আছে বলতে বোঝানো হয়েছে—
উত্তর : প্রহার
31. “শোনামাত্র অমৃত ফতোয়া জারি করেদিল”—“ফতোয়া” শব্দের অর্থ হলো—
উত্তর : রায়
32. অমৃত একেবারেই গররাজি ছিল—
উত্তর : ইসাবের সঙ্গে কুস্তি লড়তে
33. অমৃত যেখানে লুকিয়ে ছিল, সেই স্থানটি হলো—
উত্তর : ইসাবের বাবার গোয়ালঘর
34. যে ছেলেটি অমৃতকে কুস্তি লড়তে ডেকেছিল, তার নাম—
উত্তর : কালিয়া
35. অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে রাজি ছিলেন ?
উত্তর : একুশ জনকে
36. ছেলেছোকরার দঙ্গল অমৃতকে কুস্তির উদ্দেশ্যে নিয়ে গেল—
উত্তর : খোলা মাঠে
37. ইসাবের জামা কীভাবে ছিঁড়েছিল ?
উত্তর : কুস্তি লড়তে গিয়ে
38. ইসাব কার সঙ্গে কুস্তি লড়েছিল ?
উত্তর : কালিয়ার সঙ্গে
39. জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল ?
উত্তর : অমৃতের
40. অমৃত এবং ইসাবের জামা বদলানোর বিষয়টি ঘটেছিল—
উত্তর : হোলির দিন
41. ‘উনি আসল ঘটনাটা জানেন।’ – উনি হলেন—
উত্তর : ইসাবের বাবা
42. ইসাব আর অমৃত নিজেদের জামা অদল বদল করেছিল—
উত্তর : তাদের দুজনের বাড়ির মাঝখানে
43. অমৃত সত্যি তার বাবা-মাকে খুব জ্বালিয়েছিল—
উত্তর : ইসাবের মতো জামা কিনে দেওয়ার জন্য
44. হোলির দিন অমৃত ও ইসাবের কাছে নতুন কী জিনিস ছিল ?
উত্তর : নতুন জামা
45. অমৃত ও ইসাবের ‘অদল বদল’ নাম দিয়েছিল—
উত্তর : গ্রামপ্রধান
46. ছেলের দল ধুলো ছোঁড়াছুঁড়ি খেলা করছিল—
উত্তর : হোলির দিন
47. ‘তোরা দুজনে কুস্তি কর তো’—কথাটি বলেছিল—
উত্তর : দলের একটা ছেলে
48. ‘অদল বদল’ গল্পটি বাংলায় তরজমা করেছেন—
উত্তর : অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত
49. ‘ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে।’- উক্তিটির বক্তা হলেন—
উত্তর : পাঠান
50. হোলির দিন ছেলেরা কোথায় খেলছিল ?
উত্তর : নিম গাছের তলায়
51. “গল্প শুনে তাঁদেরও বুক ভরে গেল। – যে গল্পের কথা বলাহয়েছে—
উত্তর : অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প
52. অমৃত তার মাকে নতুন জামা কিনতে বাধ্য করার জন্য কোথায় লুকিয়েছিল ?
উত্তর : ইসাবদের গোয়ালঘরে
53. ইসাবের বাবা জাতিতে ছিলেন—
উত্তর : পাঠান
54. আমাকে বেঁধে রাখো’ – বক্তা হল—
উত্তর : অমৃত
55. ইসাব আর অমৃতের জামা অদল বদলের কাহিনি সবাইকে শুনিয়েছিল—
উত্তর : ইসাবের বাবা
56. অমৃত ও ইসাব ভয়ে কাঠ হয়ে গিয়েছিল, কারণ—
উত্তর : ইসাবের জামা অনেকটা ছিঁড়ে গিয়েছিল
57. ‘ব্যাঙের মতো হাত-পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চ্যাঁচাতে লাগলো’- কার কথা বলা হয়েছে?
উত্তর : কালিয়ার
আরো পড়ুন
বহুরূপী গল্পের MCQ প্রশ্ন উত্তর | Bohurupi MCQ Question Answer
জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর MCQ | Gyanchakshu Golpo MCQ Question Answer
পথের দাবী গল্পের প্রশ্ন উত্তর MCQ | Pother Dabi MCQ Question Answer
অদল বদল গল্পের প্রশ্ন উত্তর MCQ | Adol Bodol MCQ Question Answer
মাধ্যমিক বাংলা MCQ সাজেশন ২০২৬ | Madhyamik Bengali MCQ Suggestion 2026 | Wbbse
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।