প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে পাবলো নেরুদা লেখা অসুখী একজন কবিতার MCQ প্রশ্ন উত্তর গুলো নিয়ে এসেছি। গল্প থেকে গুরুত্বপূর্ণ 50 টির ও বেশী MCQ প্রশ্ন উত্তর এখানে তুলে ধরা হল। আশা করি এগুলি ভালো ভাবে পড়লে তোমাদের পরীক্ষায় অনেক সুবিধা হবে।
অসুখী একজন
পাবলো নেরুদা
অসুখী একজন কবিতার MCQ প্রশ্ন উত্তর
১. কবি পাবলো নেরুদার জন্ম সাল ও তারিখটি লেখো।
উত্তর : ১৯০৪ খ্রিস্টাব্দের ১২ জুলাই।
২. অসুখী একজন’ কবিতাটি কার লেখা?
উত্তর : পাবলো নেরুদার লেখা।
৩. পাবলো নেরুদার প্রকৃত নাম কী?
উত্তর : নেকতালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো।
৪. পাবলো নেরুদা কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : চিলি দেশের পারলে শহরে।
৫. কবির পাবলো নেরুদা নামটির উৎস কী?
উত্তর : চেক লেখক জাঁ নেরুদা এবং পাবলো নামটির সম্ভাব্য উৎস পাবলো পিকাসো।
৬. কত খ্রিস্টাব্দে কবি পাবলো নেরুদা’ ছদ্মনামটি গ্রহণ করেন?
উত্তর : ১৯২০ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে।
৭. কবি ছাড়াও পাবলো নেরুদার অন্য পরিচয় কী ?
উত্তর : তিনি একজন প্রখ্যাত রাজনীতিবিদ এবং কূটনীতিবিদ।
৮. পাবলো নেরুদা কোন শতাব্দীর কবি?
উত্তর : বিংশ শতাব্দীর কবি।
৯. পাবলো নেরুদার প্রথম কবিতা কত খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর : ১৯১৭ খ্রিস্টাব্দের ১৮ জুলাই তেমুকো শহরের সংবাদপত্র’ লা মানিয়ানা’ তে তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়।
১০. পাবলো নেরুদা কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান?
উত্তর : ১৯৭১ খ্রিস্টাব্দে।
১১. কত খ্রিস্টাব্দে পাবলো নেরুদা পরলোক গমন করেন?
উত্তর : ১৯৭৩ সালের ২৩ সেপ্টেম্বর ফ্যাসিস্টদের হাতে বন্দী হয়ে পাবলো নেরুদা পরলোক গমন করেন।
১২. পাবলো নেরুদা কোন পত্রিকার সম্পাদনা করতেন?
উত্তর : ’বাবায়ো দে বাসতোস (১৯২৫) ৷
১৩. অসুখী একজন’ কবিতাটি কে বাংলায় অনুবাদ করেন?
উত্তর : কবি নবারুণ ভট্টাচার্য।
১৪. আমাদের আলোচ্য অসুখী একজন ‘ কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর : পাবলো নেরুদার “Extravagaria” নামক কাব্যগ্রন্থ।
১৫. “অসুখী একজন” এই অনূদিত কবিতাটি নবারুণ ভট্টাচার্যের কোন গ্রন্থে স্থান পেয়েছে?
উত্তর : “বিদেশি ফুলে রক্তের ছিটে” গ্রন্থে স্থান পেয়েছে।
১৬. “Extravagaria” কাব্যগ্রন্থের কোন কবিতাটিকে কবি নবারুন ভট্টাচাৰ্য “অসুখী একজন” নামে অনুবাদ করেছেন?
উত্তর : “La Desdichada” নামক কবিতাটি।
১৭. “আমি তাকে ছেড়ে দিলাম” – কে কাকে ছেড়ে দিয়েছিলেন?
উত্তর : কবি তাঁর প্রিয়তমা বা ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়েছিলেন।
১৮. কোন সাহিত্যের রূপকার হিসাবে পাবলো নেরুদা নোবেল পুরস্কার পান?
উত্তর : স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে।
১৯. কবি তাঁর ভালোবাসার মানুষকে দাঁড় করিয়ে রেখে কোথায় চলে গিয়েছিলেন?
উত্তর : দূর… দূরে।
২০. কবি তাঁর প্রিয়তমাকে কোথায় দাঁড় করিয়ে রেখেছিলেন?
উত্তর : দরজায়।
২১. “অসুখী একজন” কবিতায় কোন জন্তুর চলে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে?
উত্তর : কুকুরের।
২২. “সে জানত না” – কে কী জানত না ?
উত্তর : কবির ভালোবাসার মানুষটি জানত না যে কবি আর কখনো ফিরে আসবেন না।
২৩. নান কাদের বলা হয়?
উত্তর : খ্রিস্টান ধর্মের সন্ন্যাসিনীকে নান বলা হয়।
২৪. কার হেঁটে যাওয়ার কথা বলা হয়েছে?
উত্তর : গির্জার এক নানের হেঁটে যাওয়ার কথা বলা হয়েছে।
২৫. কবিতায় কয়টি বছর কেটে যাওয়ার কথা বলা হয়েছে?
উত্তর : একটা বছর।
২৬. কবি চলে যাওয়ার পর কতগুলি সপ্তাহ কেটে গেল?
উত্তর : একটা সপ্তাহ।
২৭. ‘বৃষ্টিতে ধুয়ে দিল’- বৃষ্টিতে কী ধুয়ে দিল?
উত্তর : কবির পায়ের দাগ ।
২৮. “অসুখী একজন” কবিতায় একটা কুকুর চলে যাওয়া এবং গির্জার নানের হেঁটে যাওয়ার মধ্যে দিয়ে কবি মূলত কী বোঝাতে চেয়েছেন?
উত্তর : সময়ের প্রবাহমানতাকে।
২৯. কবির জন্য অপেক্ষারতা মেয়েটির মাথার ওপর কেমন ভাবে বছরগুলো নেমে এল?
উত্তর : একটার পর একটা পাথরের মতো।
৩০. রাস্তায় কী জন্মানোর কথা বলা হয়েছে?
উত্তর : ঘাস।
৩১. যুদ্ধের তাণ্ডবে কারা খুন হলো?
উত্তর : শিশু আর বাড়িরা।
৩২. “তারপর যুদ্ধ এল”- যুদ্ধ কেমন ভাবে এল?
উত্তর : রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো ।
৩৩. কোথায় আগুন ধরে গেল ?
উত্তর : সমস্ত সমতলে।
৩৪. বাড়িরা খুন হল বলতে কী বোঝানো হয়েছে
উত্তর : বাড়িঘর সমস্ত ধ্বংস হয়ে যাওয়াকে বোঝানো হয়েছে।
৩৫. শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল?
উত্তর : হাজার বছর।
৩৬. অসুখী একজন কবিতায় দেবতাদের কোন বিশেষনে বিশেষিত করা হয়েছে?
উত্তর : শান্ত হলুদ।
৩৭. “তারা আর স্বপ্ন দেখতে পারল না” – কারা স্বপ্ন দেখতে পারল না?
উত্তর : হাজার বছর ধ্যানে ডুবে থাকা শান্ত হলুদ দেবতারা।
৩৮. উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে কাদের উল্টে পড়ার কথা বলা হয়েছে?
উত্তর : শান্ত হলুদ দেবতাদের।
৩৯. সেই মেয়েটির মৃত্যু হলো না- সেই মেয়েটির মৃত্যু হলো না কেন?
উত্তর : কবিতায় বর্ণিত মেয়েটি হল ভালোবাসার মূর্ত প্রতীক । ভালোবাসা চিন্তন শাশ্বত। ভালোবাসার মৃত্যু নেই তাই ভালোবাসার জীবন্ত প্রতিমূর্তি মেয়েটির মৃত্যু হলো না।
৪০. “তারপর যুদ্ধ এল” – যুদ্ধ এল’ শব্দটি কেন ব্যবহার করা হয়েছে?
উত্তর : যুদ্ধ শুরু হওয়া বোঝাতে যুদ্ধ এল’ শব্দটি কেন ব্যবহার করা হয়েছে ।
৪১. কবিতায় বর্ণিত কবির বাড়িটি কেমন ছিল?
উত্তর : সুন্দর বারান্দা যুক্ত মিষ্টি বাড়ি।
৪২. হলুদ সাধারণত কীসের প্রতীক?
উত্তর : প্রাচীনত্বের প্রতীক।
৪৩. গোলাপী গাছ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর : পাতাবাহারি গাছকে বোঝানো হয়েছে।
৪৪. কবি তাঁর মিষ্টি বাড়ির বারান্দায় কেমন বিছানায় ঘুমোতেন?
উত্তর : ঝুলন্ত বিছানায়।
৪৫. কবির বাড়ির জলতরঙ্গটি কেমন?
উত্তর : প্রাচীন।
৪৬. ছড়ানো করতলের মতো পাতা বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর : হাতের তালুর মতো অনেকটা তালপাতার পাখার মতো পাতাকে বোঝানো হয়েছে।
৪৭. সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে। কী কী চূর্ণ হয়ে গিয়েছিল।
উত্তর : কবির মিষ্টি বাড়ি বারান্দা ঝুলন্ত বিছানা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে আগুনে জ্বলে গিয়েছিল।
৪৮. “যেখানে ছিল শহর” – সেখানে কী ছড়িয়ে রইল?
উত্তর : কাঠ কয়লা।
৪৯. অসুখী একজন কবিতায় কবির চলে যাওয়ার পর সমাজ জীবনের গতিময়তা বোঝাতে কোন কোন অনুসঙ্গ ব্যবহার করা হয়েছে?
উত্তর : কুকুরের চলে যাওয়া এবং গির্জার নানের হেঁটে যাওয়া।
৫০. অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা কীভাবে মন্দির থেকে উল্টে পড়েছিল?
উত্তর : টুকরো টুকরো হয়ে।
৫১. পাথরের মতো বছরগুলো – বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর : কবির প্রিয়তমার হৃদয়ের অন্তহীন দুঃখ ও বেদনাকে বোঝানো হয়েছে।
৫২. বৃষ্টিতে কবির পায়ের দাগ ধুয়ে দেওয়া- কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
উত্তর : স্মৃতির মলিনতা অর্থে।
৫৩. রক্তের দাগকে কালো বলা হয়েছে কেন ?
উত্তর : রক্ত সাধারণত লাল হয় কিন্তু যুদ্ধের প্রচন্ড তাণ্ডবে এত রক্তক্ষয় হয়েছে যে রক্তগুলি জমাট বেঁধে কালো রূপ ধারণ করেছে।
৫৪. যেখানে শহর ছিল সেখানে কাঠ-কয়লার পাশাপাশি আর কী পড়ে থাকতে দেখা গেল?
উত্তর : দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা এবং রক্তের একটা কালো দাগ।
৫৫. কবিতায় যুদ্ধের ভয়ংকরতাকে কীসের সাথে তুলনা করা হয়েছে?
উত্তর : আগ্নেয় পাহাড়ের সাথে।
৫৬. “আর সেই মেয়েটি আমার অপেক্ষায়” – “আর” শব্দটি ব্যবহারের তাৎপর্য লেখো।
উত্তর : যুদ্ধের লেলিহান শিখা সমস্ত কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিলেও কবির প্রিয়তমার ভালোবাসা ও চিরন্তন অপেক্ষাকে শেষ করতে পারেনি। এই চিরন্তন অপেক্ষাকে বোঝাতেই “আর” শব্দটি ব্যবহার করা হয়েছে।
আরো পড়ুন
বহুরূপী গল্পের MCQ প্রশ্ন উত্তর | Bohurupi MCQ Question Answer
জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর MCQ | Gyanchakshu Golpo MCQ Question Answer
পথের দাবী গল্পের প্রশ্ন উত্তর MCQ | Pother Dabi MCQ Question Answer
অদল বদল গল্পের প্রশ্ন উত্তর MCQ | Adol Bodol MCQ Question Answer
মাধ্যমিক বাংলা MCQ সাজেশন ২০২৬ | Madhyamik Bengali MCQ Suggestion 2026 | Wbbse
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।