Class 10 Class 10 Physical Science Physical Science ABTA Test Paper Solution 2026 | Page 25 | Class 10 | ABTA টেস্ট পেপার ২০২৬ ভৌত বিজ্ঞান সমাধান

Physical Science ABTA Test Paper Solution 2026 | Page 25 | Class 10 | ABTA টেস্ট পেপার ২০২৬ ভৌত বিজ্ঞান সমাধান

প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা Physical Science ABTA Test Paper Solution 2026 এর Page 25 নিয়ে এসেছি। তোমরা যারা ২০২৬ এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই সমাধানটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সহায়তা করবে।

ভৌত বিজ্ঞান

PAGE : 25


বিভাগ-‘ক’

1. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো : 1×15=15

1.1 কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে বলা হয়—
(a) অজৈব জ্বালানি
(b) জৈব জ্বালানি
(c) জীবাশ্ম জ্বালানি
(d) পারমাণবিক জ্বালানি।
উত্তর: (c) জীবাশ্ম জ্বালানি

1.2 P চাপ ও T তাপমাত্রায় V আয়তন He গ্যাসের অণুর সংখ্যা $x$টি হলে একই চাপ ও তাপমাত্রায় $3V$ আয়তন $\text{O}_2$ গ্যাসের অণুর সংখ্যা হবে—
(a) $x$টি
(b) $3x$টি
(c) $\frac{x}{3}$টি
(d) $9x$টি।
উত্তর: (b) $3x$টি
(এখানে অ্যাভোগাড্রো সূত্র (Avogadro’s Law) প্রযোজ্য, যেখানে স্থির উষ্ণতা ও চাপে গ্যাসের আয়তন তার অণুর সংখ্যার সমানুপাতিক।)

1.3 $4\text{NH}_3=2\text{N}_2+6\text{H}_2;$ বিক্রিয়াটিতে $\text{NH}_3$ ও $\text{N}_2$-এর STP-তে আয়তনের অনুপাত—
(a) $2:1$
(b) $1:2$
(c) $1:1$
(d) $4:1$।
উত্তর: (a) $2:1$
(বিক্রিয়ার সমীকরণ অনুসারে, $\text{NH}_3$ এবং $\text{N}_2$-এর মোল সংখ্যা বা STP-তে আয়তনের অনুপাত হলো $4:2$, যা সরল করলে হয় $2:1$।)

1.4 উষ্ণতা বৃদ্ধি করলে তরলের—
(a) আয়তন ও ঘনত্ব কমে
(b) আয়তন ও ঘনত্ব বাড়ে
(c) আয়তন বাড়ে ও ঘনত্ব কমে
(d) আয়তন কমে ও ঘনত্ব বাড়ে।
উত্তর: (c) আয়তন বাড়ে ও ঘনত্ব কমে

1.5 কোনো উত্তল লেন্স থেকে $30 \text{cm}$ দূরে বস্তু রাখলে, লেন্স থেকে $30 \text{cm}$ দূরে সদবিম্ব গঠিত হয়। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য—
(a) $30 \text{cm}$
(b) $15 \text{cm}$
(c) $60 \text{cm}$
(d) $10 \text{cm}$।
উত্তর: (b) $15 \text{cm}$

1.6 কোনো মাধ্যমে আলোর বেগ $2\times 10^8 \text{m}/\text{s}$ হলে, ঐ মাধ্যমের প্রতিসরাঙ্ক কত?
(a) $\frac{2}{3}$
(b) $\frac{3}{2}$
(c) $\frac{4}{3}$
(d) $\frac{3}{4}$
উত্তর: (b) $\frac{3}{2}$

1.7 $50 \text{Hz}$ AC লাইনের অভিমুখ সেকেন্ডে কতবার পরিবর্তিত হয়—
(a) $100$
(b) $50$
(c) $25$
(d) $150$।
উত্তর: (a) $100$

1.8 প্রদত্ত চিত্রে $\text{A}$ ও $\text{B}$-এর মধ্যে তুল্য রোধ কত?
(a) $1\Omega$
(b) $6\Omega$
(c) $5\Omega$
(d) $4\Omega$
উত্তর: (d) $4\Omega$

1.9 নিচের কোনটি জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়—
(a) $\text{Co}^{60}$
(b) $\text{I}^{131}$
(c) $\text{P}^{32}$
(d) $\text{C}^{14}$
উত্তর: (d) $\text{C}^{14}$ (কার্বন ডেটিং-এর জন্য)

1.10 প্রদত্ত মৌলগুলির মধ্যে সবচেয়ে দুর্বল বিজারক হল—
(a) Li
(b) K
(c) Rb
(d) Na
উত্তর: (d) Na

1.11 নিচের কোন যৌগটিতে সমযোজী ও আয়নীয় উভয় প্রকার বন্ধন বর্তমান?
(a) $\text{CCl}_4$
(b) $\text{NH}_3$
(c) $\text{HCl}$
(d) $\text{CaCO}_3$
উত্তর: (d) $\text{CaCO}_3$

1.12 তড়িৎ বিশ্লেষণের সময়—
(a) ক্যাথোডে জারণ ও অ্যানোডে বিজারণ ঘটে
(b) উভয় তড়িৎদ্বারে জারণ ঘটে
(c) উভয় তড়িৎদ্বারে বিজারণ ঘটে
(d) ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে
উত্তর: (d) ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে

1.13 কপার সালফেট-এর জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কী হবে—
(a) হলুদ
(b) সবুজ
(c) গাঢ় নীল
(d) বাদামী।
উত্তর: (c) গাঢ় নীল

1.14 তীব্র তড়িৎ-ধনাত্মক ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়—
(a) কার্বন বিজারণ পদ্ধতি
(b) তড়িৎ বিজারণ পদ্ধতি
(c) থার্মিট পদ্ধতি
(d) স্বতঃ বিজারণ পদ্ধতি।
উত্তর: (b) তড়িৎ বিজারণ পদ্ধতি

1.15 কোনটি অ্যাসিটিলিনের $\text{IUPAC}$ নাম?
(a) মিথেন
(b) ইথাইন
(c) ইথেন
(d) ইথিন।
উত্তর: (b) ইথাইন

বিভাগ-‘খ’

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×21=21

2.1 বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়?
উত্তর: বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায়।

অথবা, বায়ুমণ্ডলের কোন স্তর টেলি যোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য?
উত্তর: বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার (Ionosphere) স্তরটি টেলি যোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য।

2.2 পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উৎসের নাম লেখো।
উত্তর: পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উৎস হলো:
1. সৌরশক্তি (Solar Energy)
2.বায়ুশক্তি (Wind Energy)

2.3 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো: ‘বাস্তব গ্যাসের অণুগুলির সসীম আয়তন আছে, এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি একটি কারণ।’
উত্তর: সত্য (True)।

2.4 $11.2 \text{L}$ কোনো আদর্শ গ্যাসের জন্য $\text{STP}$-তে $\text{PV}=\_\_\_\_\_\_\text{RT}$। (শূন্যস্থান পূরণ করো)
উত্তর: 0.5

অথবা, বয়েলের সূত্রানুযায়ী $\text{PV}-\text{V}$ লেখচিত্র অঙ্কন করো।
উত্তর:

2.5 তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও।
উত্তর: পারদ ।

2.6 এক ব্যক্তি একটি বহুতল বাড়ির পূর্ণ প্রতিবিম্ব একটি ছোট দর্শনে দেখতে চান। তিনি কী ধরনের দর্পণ ব্যবহার করবেন?
উত্তর: উত্তল দর্পণ (Convex Mirror)।

অথবা, অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মির রূপ প্রতিফলন হয়?
উত্তর: অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস ($\text{F}$) দিয়ে যায়।

2.7 সাদা আলোর বিচ্ছুরণ বর্ণালির প্রান্তিক বর্ণ দুটি কী কী?
উত্তর: সাদা আলোর বিচ্ছুরণ বর্ণালির প্রান্তিক বর্ণ দুটি হলো:
1. বেগুনী (Violet) (কম তরঙ্গদৈর্ঘ্য, সর্বোচ্চ চ্যুতি)
2. লাল (Red) (বেশি তরঙ্গদৈর্ঘ্য, সর্বনিম্ন চ্যুতি)

2.8 আর্থিং তার সর্বদা ভূ-সংলগ্ন থাকে কারণ পৃথিবীর বিভব সর্বদা $\_\_\_\_\_\_$। (শূন্যস্থান পূরণ করো)
উত্তর:
পৃথিবীর বিভব সর্বদা শূন্য (Zero)

অথবা, গ্রিন গ্যাসের মোটা পিনটি হলো $\_\_\_\_\_\_$ পিন। (শূন্যস্থান পূরণ করো)
উত্তর:
গ্রিন গ্যাসের মোটা পিনটি হলো আর্থ (Earth) পিন।

2.9 ফ্লেমিং-এর বামহস্ত নিয়মে চৌম্বকক্ষেত্র ও তড়িৎক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত?
উত্তর: ফ্লেমিং-এর বামহস্ত নিয়মে চৌম্বকক্ষেত্র, তড়িৎপ্রবাহ এবং বল পরস্পরের সঙ্গে $90^\circ$ (সমকোণ) কোণে থাকে।

2.10 তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়?
উত্তর:
তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর নিউক্লিয়াস (Nucleus) থেকে নির্গত হয়।

2.11 অ্যানোড মাড-এ উপস্থিত দুটি দামী ধাতুর নাম লেখো।
উত্তর:
অ্যানোড মাড-এ উপস্থিত দুটি দামী ধাতু হলো:
1. সোনা (Gold / $\text{Au}$)
2. রূপা (Silver / $\text{Ag}$)

2.12 কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী ব্যবহৃত হয়?
উত্তর: সোনার প্রলেপ দেওয়ার জন্য তড়িৎ বিশ্লেষ্য হিসাবে সাধারণত পটাশিয়াম অরোসায়ানাইড ($\text{K}[\text{Au}(\text{CN})_2]$) বা সোডিয়াম অরোসায়ানাইড ($\text{Na}[\text{Au}(\text{CN})_2]$) ব্যবহৃত হয়।

অথবা, পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি কী?
উত্তর: পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি হলো বিশুদ্ধ রূপার পাত (Pure Silver Plate)

2.13 ম্যাগনেসিয়াম অক্সাইড অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো।
উত্তর:
লুইস ডট চিত্র (Lewis Dot Structure):
$$\text{Mg} \quad \ddot{\text{O}} \quad \longrightarrow \quad [\text{Mg}]^{2+} \quad \left[\quad \stackrel{\huge\bullet\bullet}{\cdot}\text{O}\stackrel{\huge\bullet\bullet}{\cdot} \quad\right]^{2-}$$

2.14 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো :

উত্তর:

বাম স্তম্ভ (Left Column)ডান স্তম্ভ (Right Column)
2.14.1 একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল(b) $\text{Mg}$ (ম্যাগনেসিয়াম)
2.14.2 কাঁসা(c) $\text{Cu} + \text{Sn}$ (তামা ও টিন)
2.14.3 একটি বিরল মৃত্তিকা মৌল(d) $\text{Ce}$ (সেরিয়াম)
2.14.4 দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন(a) $\text{NH}_4\text{Cl}$ (অ্যামোনিয়াম ক্লোরাইড)

2.15 কী কারণে $\text{N}_2$-এর রাসায়নিক সক্রিয়তা অপেক্ষাকৃত কম?
উত্তর: $\text{N}_2$ (নাইট্রোজেন)-এর দুটি পরমাণুর মধ্যে ত্রিবন্ধন (Triple Bond) ($\text{N}\equiv\text{N}$) বিদ্যমান। * এই ত্রিবন্ধনটি খুব শক্তিশালী হওয়ায় এটি ভাঙতে প্রচুর শক্তির প্রয়োজন হয়। এই উচ্চ বন্ধন শক্তি (High Bond Energy)-এর কারণেই স্বাভাবিক উষ্ণতায় $\text{N}_2$-এর রাসায়নিক সক্রিয়তা অপেক্ষাকৃত কম।

2.16 ‘দার্শনিকের উল’ – কাকে বলে?
উত্তর : জিঙ্ক অক্সাইড ($\text{ZnO}$)-কে ‘দার্শনিকের উল’ (Philosopher’s Wool) বলা হয়।

অথবা, ম্যাগনেসাইট কোন ধাতুর আকরিক?
উত্তর: ম্যাগনেসাইট ($\text{MgCO}_3$) হলো লোহার (Iron) ধাতুর আকরিক।

2.17 সরলতম কিটোনে কতগুলি কার্বন পরমাণু থাকে?
উত্তর: এতে মোট তিনটি (Three) কার্বন পরমাণু থাকে।

অথবা, সংকেত লেখো : ২-মিথাইল প্রোপিন।
উত্তর: ২-মিথাইল প্রোপিনের সংকেত হলো: CH2=C(CH3)2

2.18 মিথেন, ইথিলিন ও অ্যাসিটিলিনকে তাদের বন্ধন কোণের বৃদ্ধির ক্রমানুসারে সাজাও।
উত্তর:
মিথেন, ইথিলিন ও অ্যাসিটিলিনকে তাদের বন্ধন কোণের বৃদ্ধির ক্রমানুসারে সাজানো হলো:
মিথেন (Methane/$\text{CH}_4$) $109.5^\circ$,
ইথিলিন (Ethylene/$\text{C}_2\text{H}_4$) $120^\circ$
অ্যাসিটিলিন (Acetylene/$\text{C}_2\text{H}_2$) $180^\circ$

বিভাগ-‘গ’

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 2×9=18

3.1 জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তগুলি উল্লেখ করো।
উত্তর:
জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি নিচে উল্লেখ করা হলো:

১. সীমিত ও অনবীকরণযোগ্য উৎস: কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি হলো অনবীকরণযোগ্য সম্পদ এবং এদের ভান্ডার সীমিত। এই সম্পদগুলি একবার ব্যবহার করার পর নিঃশেষিত হয়ে যায়। তাই ভবিষ্যৎ প্রজন্মের জ্বালানির চাহিদা মেটাতে এদের সংরক্ষণ করা আবশ্যক।

২. পরিবেশ দূষণ হ্রাস: এই জ্বালানি পোড়ালে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ($\text{CO}_2$) সহ বিভিন্ন ক্ষতিকারক গ্যাস নির্গত হয়, যা গ্রিনহাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং বাড়িয়ে তোলে। সংরক্ষণ করলে দূষণের মাত্রা কমে।

৩. বিকল্প শক্তির উৎস ব্যবহার: জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের উপর জোর দিলে মানুষ সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদির মতো বিকল্প, পরিবেশ-বান্ধব ও নবীকরণযোগ্য শক্তির উৎস ব্যবহারে উৎসাহিত হবে।

অথবা, পাওয়ার অ্যালকোহল কী? এর উপাদান কী কী?
উত্তর:
পাওয়ার অ্যালকোহল কী?:পেট্রোল বা গ্যাসোলিনের সঙ্গে ইথাইল অ্যালকোহল বা ইথানল ($\text{C}_2\text{H}_5\text{OH}$) এক নির্দিষ্ট অনুপাতে মিশ্রণের ফলে যে জ্বালানি তৈরি হয়, তাকে পাওয়ার অ্যালকোহল বলে। এটি মূলত মোটরগাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।

উপাদান: পাওয়ার অ্যালকোহলের প্রধান দুটি উপাদান হলো:

  • পেট্রোল বা গ্যাসোলিন: এটি মিশ্রণের প্রধান অংশ (প্রায় $80\%$ থেকে $95\%$ পর্যন্ত থাকে)।
  • ইথাইল অ্যালকোহল বা ইথানল ($\text{C}_2\text{H}_5\text{OH}$): এটি প্রায় $5\%$ থেকে $20\%$ পর্যন্ত থাকে।

3.2 আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের দুটি পার্থক্য লেখো।
উত্তর:

পার্থক্যের বিষয়আদর্শ গ্যাস (Ideal Gas)বাস্তব গ্যাস (Real Gas)
অণুর আয়তনগ্যাসের অণুগুলির নিজস্ব আয়তন নেই (নগণ্য ধরা হয়)।গ্যাসের অণুগুলির সসীম আয়তন আছে, যা গ্যাসের মোট আয়তনের তুলনায় নগণ্য নয়।
আকর্ষণ বলঅণুগুলির মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল নেই।অণুগুলির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বিদ্যমান।
গ্যাস সমীকরণএই গ্যাস সকল উষ্ণতা ও চাপে আদর্শ গ্যাস সমীকরণ ($\text{PV}=n\text{RT}$) মেনে চলে।উচ্চ চাপ ও নিম্ন উষ্ণতার আদর্শ গ্যাস সমীকরণ থেকে বিচ্যুতি দেখায়।

অথবা, কেলভিন স্কেলে চার্লসের সূত্রটি বিবৃত করো।
উত্তর:
কেলভিন স্কেলে চার্লসের সূত্র: স্থির চাপে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পরম উষ্ণতার (কেলভিন স্কেলে উষ্ণতা) সমানুপাতিক।

সূত্রের গাণিতিক রূপ: যদি স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন $V$ এবং কেলভিন স্কেলে উষ্ণতা $T$ হয়, তবে $V \propto T$
অথবা
$\frac{V}{T} = \text{}$ ধ্রুবক

3.3 অতিবেগুনী রশ্মি ও গামা রশ্মির একটি করে ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো।

উত্তর:

রশ্মিব্যবহার (একটি)ক্ষতিকারক প্রভাব (একটি)
অতিবেগুনী রশ্মি ($\text{UV}$)পানীয় জল ও বিভিন্ন যন্ত্রপাতিকে জীবাণুমুক্ত ($\text{sterilization}$) করতে ব্যবহৃত হয়।অতিরিক্ত সংস্পর্শে এলে মানুষের ত্বকের ক্যানসার হতে পারে।
গামা রশ্মি ($\text{gamma}$)চিকিৎসায় ক্যানসার রোগের নিরাময়ে ($\text{radiotherapy}$) ব্যবহৃত হয় এবং এই রশ্মি শস্যের বীজকে উন্নত করতে ব্যবহৃত হয়।জীবকোষে ক্ষতিসাধন করে, যার ফলে জেনেটিক পরিবর্তন বা মারাত্মক রোগ সৃষ্টি হতে পারে।

অথবা, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন?
উত্তর:
উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়, কারণ— উত্তল লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি একটি নির্দিষ্ট বিন্দুতে (প্রধান ফোকাস) মিলিত হয় বা অভিসারী হয়।

অর্থাৎ, এই লেন্সটি আলোক রশ্মিগুলিকে কেন্দ্রীভূত করে দেয়। অভিসারী ($\text{Converging}$) কথার অর্থ হলো রশ্মিগুলিকে এক বিন্দুতে মিলিত করা। এই ধর্মটির জন্যই উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়।

অবশ্যই, আপনার অনুরোধ অনুযায়ী বাকি প্রশ্নগুলির উত্তর, নম্বরগুলি ইংরেজিতে রেখে এবং কোনো স্টাইল ব্যবহার না করে, নিচে দেওয়া হলো:

3.4 একটি বাড়িতে 10টি $40\text{W}$ বাতি, 5টি $80\text{W}$ পাখা এবং একটি $80\text{W}$ টিভি দৈনিক $6\text{h}$ চলে। 30 দিনে ঐ বাড়ির ব্যয়িত শক্তির $\text{BOT}$ এককে মান কত?

উত্তর:

  • বাতির মোট ক্ষমতা: $10 \times 40\text{W} = 400\text{W}$
  • পাখার মোট ক্ষমতা: $5 \times 80\text{W} = 400\text{W}$
  • টিভির মোট ক্ষমতা: $1 \times 80\text{W} = 80\text{W}$
  • মোট ক্ষমতা ($\text{W}$): $400\text{W} + 400\text{W} + 80\text{W} = 880\text{W}$

৩০ দিনে মোট ব্যবহৃত শক্তি BOT এককে (Kwh):

  • ব্যয়িত শক্তির মান: $158.4 \text{ BOT}$ একক।

3.5 হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ, তথাপি এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন?
উত্তর: হাইড্রোজেন ক্লোরাইড ($\text{HCl}$) অণুর মধ্যে হাইড্রোজেন ও ক্লোরিনের মধ্যে ইলেকট্রন জোড় ভাগাভাগির মাধ্যমে সমযোজী বন্ধন থাকে। কিন্তু এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, কারণ:

  • পোলার সমযোজী: $\text{HCl}$ একটি পোলার (মেরুযুক্ত) সমযোজী যৌগ হওয়ায় $\text{H}_2\text{O}$ (জল)-এর মতো তীব্র পোলার দ্রাবকে দ্রবীভূত হলে জল অণুগুলি $\text{HCl}$ অণুকে তীব্রভাবে আকর্ষণ করে।
  • আয়ন উৎপাদন: এই আকর্ষণের ফলে $\text{HCl}$ বিয়োজিত হয়ে বা জলের সাথে বিক্রিয়া করে আয়ন উৎপন্ন করে:
    $$\text{HCl} + \text{H}_2\text{O} \longrightarrow \text{H}_3\text{O}^+ \text{ (Hydronium Ion)} + \text{Cl}^- \text{ (Chloride Ion)}$$
  • তড়িৎ পরিবহন: তড়িৎ পরিবহনের জন্য দ্রবণে মুক্ত আধানযুক্ত কণা (আয়ন) থাকা আবশ্যক। $\text{HCl}$-এর জলীয় দ্রবণে এই $\text{H}_3\text{O}^+$ ও $\text{Cl}^-$ আয়নগুলি মুক্তভাবে চলাচলের মাধ্যমে তড়িৎ পরিবহন করে।

অথবা, ন্যাপথালিন ও সোডিয়াম ক্লোরাইডের প্রস্তুত দুটি ধর্মের তুলনা করো। দ্রাব্যতা ও তড়িৎ পরিবাহিতা।

উত্তর:

তুলনা করা ধর্মন্যাপথালিন (C10​H8​) – সমযোজী যৌগসোডিয়াম ক্লোরাইড (NaCl) – আয়নীয় যৌগ
দ্রাব্যতাজলে অদ্রাব্য; কিন্তু পোলার দ্রাবক (যেমন: বেনজিন, ইথার)-এ দ্রাব্য।জলে দ্রাব্য, কিন্তু পোলার দ্রাবক-এ সাধারণত অদ্রাব্য।
তড়িৎ পরিবাহিতাকঠিন অবস্থায় বা গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে না (তড়িৎ অপরিবাহী)।কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, তবে গলিত অবস্থায় এবং জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে।

3.6 দুটি মৌল $\text{A}$ ও $\text{B}$-এর পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে $17$ ও $19$। এরা রাসায়নিকভাবে যুক্ত হলে কী ধরনের যৌগ গঠন করবে? যুক্তিসহ লেখো।
উত্তর:
মৌল A ($\text{A}$-এর পরমাণু সংখ্যা $17$):
ইলেকট্রন বিন্যাস হলো $(2, 8, 7)$। এই মৌলটি একটি ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আরগন (18)-এর মতো স্থিতিশীলতা লাভ করতে চায়। এটি একটি তীব্র অধাতু এবং এর যোজ্যতা হলো $1$।

মৌল B ($\text{B}$-এর পরমাণু সংখ্যা $19$): ইলেকট্রন বিন্যাস হলো $(2, 8, 8, 1)$। এই মৌলটি একটি ইলেকট্রন বর্জন করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আরগন (18)-এর মতো স্থিতিশীলতা লাভ করতে চায়। এটি একটি তীব্র ধাতু এবং এর যোজ্যতা $1$।

যৌগের প্রকৃতি:
মৌল $\text{B}$ তার বহিস্থ কক্ষের একটি ইলেকট্রন মৌল $\text{A}$-কে দান করলে $\text{B}$ ধনাত্মক আয়নে ($\text{B}^+$) এবং $\text{A}$ ঋণাত্মক আয়নে ($\text{A}^-$) পরিণত হবে। এই বিপরীত আধানযুক্ত আয়ন দুটি স্থির তড়িৎ আকর্ষণ বলের কাজ এবং এক যুক্ত হয়ে আয়নীয় বা তড়িৎযোজী যৌগ গঠন করবে।

যুক্তি: একটি তীব্র ধাতু ($\text{B}$) এবং একটি তীব্র অধাতু ($\text{A}$) রাসায়নিকভাবে যুক্ত হলে সর্বদা আয়নীয় যৌগ গঠিত হয়।

3.7 একটি রাসায়নিক বিক্রিয়া উল্লেখ করে দেখাও যে, অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে।
উত্তর: অ্যামোনিয়া ($\text{NH}_3$) গ্যাসকে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড ($\text{CuO}$)-এর উপর দিয়ে চালনা করলে $\text{CuO}$ বিজারিত হয়ে লালচে রঙের কপার ($\text{Cu}$) ধাতুতে পরিণত হয় এবং $\text{NH}_3$ জারিত হয়ে নাইট্রোজেন ($\text{N}_2$) গ্যাস ও জল ($\text{H}_2\text{O}$) বাষ্পে পরিণত হয়।

বিক্রিয়া:

$$3\text{CuO} + 2\text{NH}_3 \stackrel{\text{উত্তপ্ত}}{\longrightarrow} 3\text{Cu} + \text{N}_2 + 3\text{H}_2\text{O}$$

হাইড্রোজেন প্রমাণ:
বিক্রিয়াটিতে দেখা যাচ্ছে যে, অ্যামোনিয়া ($\text{NH}_3$)-এর হাইড্রোজেন পরমাণুগুলি ($\text{H}$) কিউপ্রিক অক্সাইডের অক্সিজেন পরমাণুর ($\text{O}$) সঙ্গে যুক্ত হয়ে জল ($\text{H}_2\text{O}$) তৈরি করছে। এটি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে, অ্যামোনিয়া যৌগে হাইড্রোজেন বর্তমান।

অথবা, রুপার তৈরি জিনিস পুরোনো হলে কালো হয়ে যায় কেন?
উত্তর:
রুপার তৈরি জিনিস বায়ুর সংস্পর্শে এলে ধীরে ধীরে কালো হয়ে যাওয়ার কারণ হলো:

বিক্রিয়া: বায়ুতে উপস্থিত হাইড্রোজেন সালফাইড ($\text{H}_2\text{S}$) গ্যাসের সঙ্গে রুপা ($\text{Ag}$) বিক্রিয়া করে।

কালো স্তর গঠন: এই বিক্রিয়ার ফলে রুপার উপরে সিলভার সালফাইড ($\text{Ag}_2\text{S}$)-এর একটি পাতলা কালো স্তর তৈরি হয়।

বিক্রিয়ার সমীকরণ:

$$4\text{Ag} + 2\text{H}_2\text{S} + \text{O}_2 \longrightarrow 2\text{Ag}_2\text{S} (\text{Black}) + 2\text{H}_2\text{O}$$

ফলস্বরূপ: এই $\text{Ag}_2\text{S}$-এর কালো স্তরের জন্যই পুরোনো রুপার জিনিস চকচকে ভাব হারিয়ে কালো দেখায়।

3.8 বিভক্ত ধাতুর তুলনায় সংকর ধাতু ব্যবহারের দুটি সুবিধা লেখো।
উত্তর: বিভক্ত ধাতুর তুলনায় সংকর ধাতু ব্যবহারের দুটি প্রধান সুবিধা হলো:

  1. কাঠিন্য ও স্থায়িত্ব বৃদ্ধি: সংকর ধাতুগুলি সাধারণত বিভক্ত ধাতুর চেয়ে অনেক বেশি শক্ত ও দৃঢ় হয়। উদাহরণস্বরূপ, বিভক্ত লোহা নরম হলেও এর সংকর ধাতু ইস্পাত অনেক শক্ত এবং নির্মাণকাজে ব্যবহৃত হয়।
  2. ক্ষয়রোধ ক্ষমতা: সংকর ধাতুগুলির ক্ষয়রোধ ক্ষমতা (মরিচা পড়ার প্রবণতা) বিভক্ত ধাতুর চেয়ে বেশি হয়। যেমন, বিভক্ত লোহায় সহজে মরিচা পড়ে, কিন্তু এর সংকর ধাতু স্টেইনলেস স্টিল (দাগহীন ইস্পাত) ক্ষয় প্রতিরোধী।

অথবা, কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কী ঘটবে? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে, এটি একটি জারণ-বিজারণ বিক্রিয়া।
উত্তর:
কপার সালফেটের ($\text{CuSO}_{4}$) জলীয় দ্রবণে জিঙ্কের ($\text{Zn}$) টুকরো যোগ করলে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। দ্রবণটির নীল বর্ণ ধীরে ধীরে হালকা হয়ে বর্ণহীন হয়ে যায় এবং জিঙ্কের টুকরোর উপর লালচে বাদামি রঙের কপার ($\text{Cu}$) ধাতুর আস্তরণ পড়ে।

$$\text{Zn}(\text{s}) + \text{CuSO}_{4}(\text{aq}) \rightarrow \text{ZnSO}_{4}(\text{aq}) + \text{Cu}(\text{s})$$

ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে জারণ-বিজারণ:

বিক্রিয়াটিতে $\text{Zn}$ এবং $\text{Cu}^{2+}$ আয়নের মধ্যে ইলেকট্রন আদান-প্রদান হয়।

  1. জারণ (oxidation): জিঙ্ক পরমাণু ($\text{Zn}$) দুটি ইলেকট্রন বর্জন করে জিঙ্ক আয়নে ($\text{Zn}^{2+}$) পরিণত হয়। ইলেকট্রন বর্জন হলো জারণ।$$\text{Zn} \rightarrow \text{Zn}^{2+} + 2\text{e}^{-} (\text{জারণ})$$
  2. বিজারণ (reduction): কপার আয়ন ($\text{Cu}^{2+}$) বর্জিত দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে ($\text{Cu}$) পরিণত হয়। ইলেকট্রন গ্রহণ হলো বিজারণ।$$\text{Cu}^{2+} + 2\text{e}^{-} \rightarrow \text{Cu} (\text{বিজারণ})$$

যেহেতু একই সঙ্গে জারণ (জিঙ্ক) এবং বিজারণ (কপার) ঘটছে, তাই ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে এটি একটি জারণ-বিজারণ (Redox) বিক্রিয়া

3.9 কার্যকরী মূলক কাকে বলে? উদাহরণ দিয়ে বোঝাও।
উত্তর:
কার্যকরী মূলক (Functional Group): যে পরমাণু বা পরমাণু পুঞ্জ কোনো জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে ঐ যৌগটির ধর্ম এবং রাসায়নিক বিক্রিয়া নির্ধারণ করে, তাকেই কার্যকরী মূলক বলে।

কার্যকরী মূলকনামযৌগের উদাহরণ ও সংকেত
$\text{-OH}$হাইড্রক্সিল মূলকইথাইল অ্যালকোহল ($\text{CH}_{3}\text{CH}_{2}\text{OH}$)
$\text{-COOH}$কার্বক্সিল মূলকঅ্যাসেটিক অ্যাসিড ($\text{CH}_{3}\text{COOH}$)

উপরে $\text{OH}$ মূলকটি ইথাইল অ্যালকোহলের ধর্ম নির্ধারণ করে। এই মূলকটিই যৌগটিকে অ্যালকোহলের বৈশিষ্ট্য দেয়।

অথবা, $\text{C}_{3}\text{H}_{8}\text{O}$ সমাণুগুলির নাম ও গঠন সংকেত লেখো।
উত্তর:

$\text{C}_{3}\text{H}_{8}\text{O}$ আণবিক সংকেতযুক্ত দুটি প্রধান সমাবয়ব (Isomer) হলো অ্যালকোহল এবং ইথার।

সমাবয়বের নামকার্যকরী মূলকগঠন সংকেত
প্রোপান-১-অল (1-Propanol)অ্যালকোহল ($\text{-OH}$)$\text{CH}_{3}\text{CH}_{2}\text{CH}_{2}\text{OH}$
প্রোপান-২-অল (2-Propanol)অ্যালকোহল ($\text{-OH}$)$\text{CH}_{3}\text{CH}(\text{OH})\text{CH}_{3}$
মিথাইল ইথাইল ইথার (Methyl Ethyl Ether)ইথার ($\text{-O-}$)$\text{CH}_{3}\text{OCH}_{2}\text{CH}_{3}$

আরো পড়ুন

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment