জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলােচনা করাে।

প্রশ্নঃ জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলােচনা করাে।

উত্তরঃ

ভূমিকা:- বাংলা ‘জাদুঘর’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল Museum (মিউজিয়াম)। আর এই মিউজিয়াম’ শব্দটি গ্রিক শব্দ ‘Mouseion’ (মউসিয়ন) থেকে এসেছে। এর অর্থ হল-“Seat of the Muses” অর্থাৎ শিল্পকলার পৃষ্ঠপােষক দের বসার স্থান। ভিন্ন কথায় শিক্ষাদান গৃহ । 

সাধারণ অর্থে জাদুঘর’ হল বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সংগ্রহশালা, যেখানে ঐতিহাসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও লােক-সংস্কৃতিমূলক নিদর্শন বা নমুনা সংগ্রহ কবে সেগুলিকে যেসব প্রতিষ্ঠান বা ভবনে সংবক্ষণ করে রাখা হয় এবং জনসাধারণের উদ্দেশ্যে মাঝে মাঝে প্রদর্শনী করে সরাসরি শিক্ষার প্রসার ঘটানাে হয়। সেই সব প্রতিষ্ঠানকে জাদুঘর বলে।

জাদুঘরের উদ্দেশ্য, কার্যাবলী ও গুরুত্ব:- বিশেষ বিশেষ উদ্দেশ্য নিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে । অতীত পুনর্গঠনে (ইতিহাস রচনায়) এই জাদুঘরগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাদুঘরের প্রধান উদ্দেশ্য ও কার্যাবলী ব্যাখ্যা করলে তা স্পষ্ট হয়ে ওঠে-

(১) ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ- জাদুঘরের প্রাথমিক উদ্দেশ্য ও কাজ হল দেশবিদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা দুর্লভ ঐতিহাসিক নিদর্শনগুলি খুঁজে বের করা এবং সংগ্রহ করা। হারিয়ে যাওয়া এই সব নিদর্শন ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

(২) ঐতিহাসিক নিদর্শনের সংরক্ষন- জাদুঘর ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন, যেমন- প্রাচীন মুদ্রা, লিপি, প্রাচীন স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, প্রাচীনকালের ব্যবহৃত বিভিন্ন উপকরণ ও বিজ্ঞান বিষয়ক আশ্চর্যজনক বস্তুগুলি দীর্ঘস্থায়ী করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করে। সংরক্ষিত এই উপকরণগুলি অতীত পুণঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

(৩) প্রতিকৃতি নির্মাণ- অতীতের বিভিন্ন নিদর্শনের প্রতিকৃতি বা মডেল তৈরি কবে তা সাধারণ মানুষের সামনে তুলে ধরার বিষয়ে জাদুঘরগুলি উদ্যোগ নেয়। জাদুঘরে এমন কতগুলি মূল্যবান বস্তু আছে যা নিরাপত্তার কারণে সাধারণ দর্শকদের দেখানাে সম্ভব নয় বা এমন কিছু গুরুত্বপূর্ণ বস্তু যা জাদুঘবের সংগ্রহে নেই সেগুলি দর্শকদের দেখানাের জন্য জাদুঘর প্রতিকৃতি বা মডেল তৈরি কবে। যেমন- তাজমহলের মডেল ।

৪) ঐতিহাসিক নিদর্শনের প্রদর্শন- জাদুঘর অতীতের যে সকল মূল্যবান ও আশ্চর্যজনক বস্তু সংগ্রহ ও সংরক্ষণ করে তা সাধারন দর্শক বা গবেষক সকল শ্রেণীর মানুষের প্রদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়। 

(৫) ইতিহাস চেতনা- জাদুঘর ইতিহাস বিষয়ক বিভিন্ন উদ্যোগের দ্বারা জনগণের মধ্যে ইতিহাস চেতনা বৃদ্ধি করে। উদাহরণ হিসেবে বলা যায়- স্বাধীন বাংলাদেশের বিভিন্ন জাদুঘর স্বাধীনতা উৎসব, বিজয় উৎসব, গণ অভ্যুত্থান দিবস, চিত্রপ্রদর্শনী প্রভৃতি অনুষ্ঠানের আয়ােজন করে দেশবাসীর মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা বিস্তার করতে সাহায্য করে। 

(৬) গবেষণা- জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন নিদর্শনগুলি নিয়ে গবেষণার ফলে অতীতের বহু অজানা দিকে উন্মেষ ঘটতে পারে। এজন্য জাদুঘর গবেষকদের বৃত্তি অর্থাৎ স্কলারশিপ দিয়ে তার গবেষণার কাজে উৎসাহ দান করে।

৭) প্রকাশনা- জাদুঘরে সংরক্ষিত নানান ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে গবেষণালব্ধ নতুন তথ্য এবং সমসাময়িককালে আবিষ্কৃত বহুল আলােচিত বিষয় বা সাধারণ ঐতিহাসিক পত্রিকা প্রকাশনা করা জাদুঘরের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। নতুন কোন নিদর্শন জাদুঘরের সংগ্রহে যুক্ত হলে তাও সাধারণ দর্শকদের জন্য লিপিবদ্ধ করা উচিত।

৮) আনন্দদান- জাদুঘরের একটি গুরুত্বপূর্ণ কাজ হল সাধারণ দর্শকদের আনন্দ দান করা। গবেষকদের পরিবর্তে সাধারণ মানুষই জাদুঘরে বেশি সংখ্যায় আসে, তাই তাদের আনন্দ দেওয়ার জন্য জাদুঘর নানা প্রদর্শনীর ব্যবস্থা করে ।

উপসংহার:- পরিশেষে উল্লেখ্য, মিউজিয়াম বা জাদুঘর হল অতীত স্মৃতিচিহ্ন ও বর্তমান যুগের যােগসূত্র । তাই জাদুঘরে সংরক্ষিত তথ্য ব্যবহার ও বিশ্লেষণ করে মানুষ অনেক নতুন তথ্য আবিষ্কার করে, যা অতীত পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শুধু তাই নয়, ইতিহাস শিক্ষার্থীদের কল্পনা ও মননশক্তি তৈরি করতেও সাহায্য করে।

Read Also:

HS History Suggestion 2022 PDF Download
জাদুঘরের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ আলােচনা করাে।
অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি এবং স্মৃতিকথার ভূমিকা আলােচনা করাে।
ব্রিটিশ আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।
ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো।
জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলােচনা করাে।
ক্যান্টন বাণিজ্য কি? ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখাে। এই বাণিজ্যের অবসানের কারণ আলােচনা করাে।
নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য আলােচনা করাে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

6 thoughts on “জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলােচনা করাে।”

Leave a Comment