দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Life Science অ্যাড্রিনালিন কোথা থেকে ক্ষরিত হয় ? এর প্রধান কাজগুলি লেখাে। একে জরুরিকালীন হরমোেন বলে কেন ?

অ্যাড্রিনালিন কোথা থেকে ক্ষরিত হয় ? এর প্রধান কাজগুলি লেখাে। একে জরুরিকালীন হরমোেন বলে কেন ? 

প্রশ্ন: অ্যাড্রিনালিন কোথা থেকে ক্ষরিত হয় ? এর প্রধান কাজগুলি লেখাে। একে জরুরিকালীন হরমোেন বলে কেন ? 

উত্তর: অ্যাড্রিনালিন অ্যাড্রিনাল গ্রন্থির মেডেলা অঞ্চল থেকে ক্ষরিত হয়।

অ্যাড্রিনালিনের কাজ :

1. অ্যাড্রিনালিন হৃৎপিণ্ডের গতি বাড়ায়, ফলে হৃদ-উৎপাদ বাড়ে এবং রক্তচাপ বাড়ে।

2. অ্যাড্রিনালিন মােল বিপাকীয় হার (BMR) বৃদ্ধি করে। 

3. এর প্রভাবে পেশির সংকোচনশীলতা বাড়ে।

4.. অ্যাড্রিনালিন শ্বাসতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে এবং ব্রংকিওলসকে প্রসারিত করে।

অ্যাড্রিনালিন হরমােন অ্যাড্রিনাল গ্রন্থির মেডেলা হতে ক্ষরিত হয় এবং আপদকালীন বা জরুরিকালীন অবস্থায় (যথা রাগ, ভয়, দুশ্চিন্তা ইত্যাদি) দেহকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে, তাই এই হরমােনকে আপদকালীন হরমােন বলে।

Read Also

জিব্বেরেলিনের রাসায়নিক নাম এবং রাসায়নিক উপাদান উল্লেখ করাে। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখাে।

হরমােন কাকে বলে ? উদ্ভিদ হরমোেনর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখাে।

অ্যাড্রিনালিন কোথা থেকে ক্ষরিত হয় ? এর প্রধান কাজগুলি লেখাে। একে জরুরিকালীন হরমোেন বলে কেন ?

ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয় ? এর দু’টি কাজ লেখাে। এর অভাবে কোন রােগ হয় ? এই রােগের লক্ষণ কী ?

টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন ও প্রােজেস্টেরন হরমােনের উৎস ও কাজ লেখাে।

স্নায়ুতন্ত্রের সংজ্ঞা দাও। স্নায়ুতন্ত্রের কাজ লেখাে।

একটি আদর্শ নিউরােনের গঠন বর্ণনা করাে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!