প্রশ্ন: ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয় ? এর দু’টি কাজ লেখাে। এর অভাবে কোন রােগ হয় ? এই রােগের লক্ষণ কী ?
উত্তর: ইনসুলিন অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স-এর বিটা কোশ থেকে ক্ষরিত হয়।
ইনসুলিনের কাজ :
1. ইনসুলিন কার্বহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ করে রক্তে গ্লুকোজ-এর পরিমাণ নিয়ন্ত্রণ করে।
2. ইনসুলিন অশর্করা থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দান করে।
3. ইনসুলিন যকৃতে কিটোনবডি উৎপাদনে বাধাদান করে। তাই একে অ্যান্টিকিটোজেনিক হরমােন বলে।
- ইনসুলিনের অভাবে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রােগ হয়।
- রােগের লক্ষণ – 1. মূত্রের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়, 2. মূত্রে শর্করা থাকে, 3. প্রবল তৃয়া হয়।
Read Also
জিব্বেরেলিনের রাসায়নিক নাম এবং রাসায়নিক উপাদান উল্লেখ করাে। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখাে।
হরমােন কাকে বলে ? উদ্ভিদ হরমোেনর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখাে।
অ্যাড্রিনালিন কোথা থেকে ক্ষরিত হয় ? এর প্রধান কাজগুলি লেখাে। একে জরুরিকালীন হরমোেন বলে কেন ?
ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয় ? এর দু’টি কাজ লেখাে। এর অভাবে কোন রােগ হয় ? এই রােগের লক্ষণ কী ?
টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন ও প্রােজেস্টেরন হরমােনের উৎস ও কাজ লেখাে।
স্নায়ুতন্ত্রের সংজ্ঞা দাও। স্নায়ুতন্ত্রের কাজ লেখাে।
একটি আদর্শ নিউরােনের গঠন বর্ণনা করাে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।