মাছের গমনে মায়ােটাম পেশির ভূমিকা আলােচনা করে এবং প্যারামেসিয়ামের গমনের পদ্ধতি সংক্ষেপে লেখাে। 

প্রশ্ন: মাছের গমনে মায়ােটাম পেশির ভূমিকা আলােচনা করে এবং প্যারামেসিয়ামের গমনের পদ্ধতি সংক্ষেপে লেখাে। 

উত্তর: মাছের দেহের মেরুদণ্ডের দু’পাশে V-আকৃতির মায়ােটাম পেশি থাকে। মায়ােটাম পেশি ডানদিকে সংকুচিত হলে মাছের দেহ ডানদিকে বেঁকে যায়। আবার এই পেশি বামদিকে সংকুচিত হলে দেহ বামদিকে বেঁকে যায়। এইভাবে মায়ােটাম পেশির সংকোচন ও প্রসারণে মাছের দেহ আন্দোলিত হয়। এই আন্দোলন সামনের অংশ থেকে পিছনের অংশে অগ্রসর হয়, ফলে মাছ সামনের দিকে এগিয়ে যায়।

প্যারামেসিয়ামের গমন : প্যারামেসিয়ামের গমন অঙ্গ হলাে সিলিয়া। সিলিয়ার সাহায্যে প্যারামেসিয়াম জলে গমন করে। প্যারামেসিয়াম এককোশি প্রাণী। এর সারা দেহে অনুদৈর্ঘ্যভাবে সিলিয়া উপস্থিত। প্যারামেসিয়াম সিলিয়াগুলিকে নৌকার দাঁড়ের মতাে জলের উপর আঘাত সৃষ্টি করে দেহকে সামনের দিকে সঞ্চালন করে। সিলিয়ার সাহায্যে প্যারামেসিয়ামের এই গমন পদ্ধতিকে সিলিয়ারি (Ciliary) গমন বলে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

3 thoughts on “মাছের গমনে মায়ােটাম পেশির ভূমিকা আলােচনা করে এবং প্যারামেসিয়ামের গমনের পদ্ধতি সংক্ষেপে লেখাে। ”

Leave a Comment