দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Life Science সুষুম্নকাণ্ডের গঠন ও কাজ সংক্ষেপে আলােচনা করাে।

সুষুম্নকাণ্ডের গঠন ও কাজ সংক্ষেপে আলােচনা করাে। 

সুষুম্নকাণ্ডের গঠন ও কাজ সংক্ষেপে আলােচনা করাে। 

প্রশ্ন: সুষুম্নকাণ্ডের গঠন ও কাজ সংক্ষেপে আলােচনা করাে। 

উত্তর: 

সুষুম্নাকাণ্ড : মেরুদণ্ডের গহূরে অবস্থিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ফাঁপা রজ্জুর মত স্নায়ুদণ্ডকে সুষুম্নাকাণ্ড (Spinal Cord) বলে।

অবস্থান : করােটির ফোরামেন ম্যাগনাম ছিদ্র থেকে শুরু করে প্রথম লাম্বার কশেরুকা পর্যন্ত বিস্তৃত এবং কশেরুকার নিউরাল ক্যানেলের মধ্যে অবস্থিত এবং মেনিনজেস আবরণে আবৃত থাকে।

অন্তর্গঠন : 

1. সুষুম্নাকাণ্ডের বাইরে ত্রিস্তরীয় আবরণ থাকে একে মেনিনজেস বলে।

2. এর কেন্দ্রের দিকে একটি শুরু নালি থাকে যা কেন্দ্রীয় নালি বা নিউরােসিল নামে পরিচিত।

3. কেন্দ্রীয় নালির চারপাশে ধুসর বর্ণের H-আকৃতি অঞ্চলকে ধুসর বস্তুু এবং ধূসর বস্তুুর চারপাশের স্বতবর্ণের অলকে শ্বেত বস্তুু বলে।

4. ধুসর বস্তুুর নিউরােনগুলি মিলিত হয়ে একাধিক শৃঙ্গ বা হন (Horn)গঠন করেছে। যেমন সন্মুখ শৃঙ্গ, পাশ্বশৃঙ্গ, পশ্চাৎ শৃঙ্গ ইত্যাদি।

5. সুষুম্নাকাণ্ডের পৃষ্যদেশে অন্তবাহী স্নায়ু যুক্ত অংশকে পৃষ্টমূল এবং অঙ্গীয়দেশে বহিবাহী স্নায়ু যুক্ত অংশকে অঙ্কমূল বলে।

সুযুম্নাকাণ্ডের গঠন : 

1. সুষুম্নাকাণ্ডের দৈর্ঘ্য পুরুষের প্রায় ৪৫ সেমি এবং স্ত্রী ৪২ সেমি এবং ওজন ৩৫ গ্রাম।

2. ইহা মেরুদন্ডের নিউরালক্যানেলের মধ্যে অবস্থিত। নিউরাল ক্যানেলটি

সেরিব্রোস্পাইনাল ফ্লুইড CSF দিয়ে পূর্ণ থাকে।

3. সুষুম্নাকাণ্ড ৩১টি খণ্ডকে বিভক্ত প্রতিটি খণ্ড থেকে একজোড়া করে ৩১ জোড়া সুষুম্না স্নায়ু নির্গত হয়েছে।

4. সুষুম্নকাণ্ড লম্বা চোঙাকৃতির ফাপা রজ্জর মতাে। এর নীচের দিকের ছুঁচোলাে প্রান্তীয় অংশকে কোনার মেডুলারিস (Conus meduleries) বলে।

5. সুষুম্নাকাণ্ডের কোনান মেডুলারিস-এর পরবর্তি স্নায়বিক কলাবিহীন তন্তুুময়। অংশকে ফাইলাম টারমিনেল (Filum terminale) বলে।

সুষুম্নাকাণ্ডের কাজ : 

1.  বিভিন্নপ্রকার প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রন করে।

2. সুষুম্নাকাণ্ড পেশীটান নিয়ন্ত্রন করে, দেহভঙ্গি বজায় রাখে।

3. সুষুম্নাকাণ্ডের মাধ্যমে মস্তিস্কের সঙ্গে দেহের পেশীর ও অন্তরযন্ত্রের যােগাযােগ স্থাপন হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!