প্রশ্ন: DNA এবং RNA-এর তিনটি পার্থক্য লেখাে।
উত্তর:
DNA | RNA |
DNA-তে ডিঅক্সিরাইবােজশর্করা থাকে। | RNA-তে রাইবােজ শর্করা থাকে। |
এটি সাধারণত দ্বিতন্ত্রী হয়। | এটি সাধারণত একতন্ত্রী হয়। |
এতে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন নামে নাইটোজেনের বেস থাকে। | এতে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও ইউরাসিল নামে নাইট্রোজেনের বেস থাকে। |
DNA-বংশগতির ধারক ও বাহক হিসাবে কাজ করে। | RNA-প্রােটিন সংশ্লেষ করে। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।