প্রশ্ন: মাইটোসিস ও মিয়ােসিস কোশ বিভাজনের পার্থক্য লেখাে।
উত্তর:
মাইটোসিস | মিয়য়াসিস |
এটি দেহকোশে সম্পন্ন হয়। | এটি জননকোশে সম্পন্ন হয়। |
কোশটি এক বার বিভাজিত হয়। | কোশ পরপর দুই বার বিভাজিত হয়। |
এইপ্রকার কোশ বিভাজনে 2টি অপত্য কোশ উৎপন্ন হয়। | এইপ্রকার কোশ বিভাজনে চারটি অপত্য কোশ উৎপন্ন হয়। |
একে সমবিভাজন বলে। | একে হ্রাস বিভাজন বলে। |
জীবের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। | জনন কোশ বা গ্যামেট উৎপাদনেসাহায্য করে। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।