প্রশ্ন: DNA কী ? এর রাসায়নিক উপাদানগুলি উল্লেখ করাে। এর কাজ কী ?
উত্তর: DNA : ডিঅক্সিরাইবােজ শর্করা দিয়ে গঠিত স্বপ্রজননশীল, পরিব্যক্তি ঘটাতে সক্ষম যে নিউক্লিক অ্যাসিডটি জীবের বংশগত বৈশিষ্ট্যাবলি নিয়ন্ত্রণ করে তাকে ডিঅক্সিরাইবাে নিউক্লিক অ্যাসিড বা DNA বলে।
রাসায়নিক উপাদান : DNA-এর রাসায়নিক উপাদানগুলি হলাে :
নাইট্রোজেনের বেস : এটি দুই প্রকারের। যথা
1. পিউরিন : যথা – অ্যাডেনিন ও গুয়ানিন
2. পিরিমিডিন : যথা— সাইটোসিন ও থাইমিন।
শর্করা : DNA-তে শর্করা ডি-অক্সিরাইরােজরূপে অবস্থান করে।
ফসফেট : ফসফোরিক অ্যাসিডরূপে DNA-তে ফসফেট অবস্থান করে।
DNA এর কাজ : জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।