প্রশ্ন: কোশচক্রের দশাগুলির নাম লেখাে। মাইটোসিস কোশ বিভাজনের অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য লেখাে এবং চিত্র অঙ্কন করাে।
উত্তর:
অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য :
1. এটি ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনের তৃতীয় দশা।
2. এই দশায় ক্রোমােজোমগুলি বিভক্ত হয়ে দুটি ক্রোমােটিড গঠন করে এবং নতুন সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত হয়ে অপত্য ক্রোমােজোম গঠন করে।
3. ক্রোমােজোমগুলির অর্ধেক উত্তর মেরু ও অর্ধেক দক্ষিণ মেরুর দিকে গমন করে। এটি বেমতন্তুুর সংকোচনের ফলে সম্পন্ন হয়।
4. এই দশায় ক্রোমােজোমগুলি V (মেটাসেন্ট্রিক ‘L (সাবমেটাসেন্ট্রিক) J’(অ্যাক্রোসেন্ট্রিক) ও ‘I (টেলােসেন্ট্রিক) আকৃতির মতাে দেখায়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Sir Thank you so much ,⭐⭐⭐⭐⭐