প্রশ্ন: জনুক্রম বলতে কী বােঝায় ? ফার্নের জনুক্রম সংক্ষেপে আলােচনা করাে।
উত্তর: জনুক্রম : জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার বা অযৌন ও যৌন জনন দশার বা স্পােরােফাইট ও গ্যামেটোফাইট দশার চক্রাবর্ত আবর্তনকে জনুক্রম বলে।
উদাহরণ : মস, ফার্ন ইত্যাদি উদ্ভিদে, প্যারামেসিয়াম, মনােসিস্ট ইত্যাদি প্রাণীতে জনুক্রম দেখা যায়।
গ্যামেটে হ্যাপ্লয়েড (n) সংখ্যক ক্রোমােজোম থাকে। নিষেকের পর ডিপ্লয়েড জাইগােট (2n) থেকে অপত্য জীব সৃষ্টি হয়। অপত্য জীব পরিণত হলে পুনরায় হ্যাপ্লয়েড গ্যামেট গঠন করে। এইভাবে জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমে। আবর্তিত হয়। এটাই জনুক্রম নামে পরিচিত।
ফানের জনুক্রম পদ্ধতি : ফার্নের জীবনচক্রে সুস্পষ্টভাবে জনুক্রম পদ্ধতি দেখা যায়। ফার্নের মুখ্য উদ্ভিদদেহটি হলাে রেণুধর উদ্ভিদ। এটি ডিপ্লয়েড প্রকৃতির। রেণুধর উদ্ভিদে রেণু উৎপন্ন হয়। রেণু মিয়ােসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড রেণু গঠন করে যা পরে অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড লিঙ্গধর উদ্ভিদ গঠন করে। লিঙ্গধর উদ্ভিদে পুংধানী পুংগ্যামেট এবং স্ত্রীধানী স্ত্রীগ্যামেট সৃষ্টি করে। পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের নিষেকের ফলে ডিপ্লয়েড জাইগােট (2n) সৃষ্টি হয়। জাইগােট থেকে রেণুধর উদ্ভিদ সৃষ্টি হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Khub kaje aslo sir!
Thank You Sir
Alhamdulillah onk upokar holo sir 🥰
Hmm akdom thik
Thank You Sir