দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Life Science DNA এর ভৌতগঠন সংক্ষেপে আলােচনা করাে।

DNA এর ভৌতগঠন সংক্ষেপে আলােচনা করাে। 

প্রশ্ন: DNA এর ভৌতগঠন সংক্ষেপে আলােচনা করাে। 

উত্তর: DNA এর ভৌত গঠন : DNA একপ্রকারের জৈব রাসায়নিক পদার্থ যা

সাধারণত : ক্রোমােজোমে এবং অল্প পরিমাণে ক্লোরােপ্লাস্ট ও মাইটোকন্ডিয়াতে দেখা

যায়। DNA চারপ্রকারের নাইট্রোজেনের বেশ (যথা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন) ডি-অক্সিবাইকেজ শর্করা এবং ফসফেট নিয়ে গঠিত। বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক (1953) বর্ণিত DNA এর ভৌত গঠন নিচে আলােচনা করাে হলাে –

i) নাইট্রোজেনের বেশ, ডি-অক্সিরাইবােজ শর্করা একসঙ্গে নিউক্লিও সাইড গঠন করে। নিউক্লিওসাইড, ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিওটাইড গঠিত হয়।

ii) একাধিক নিউক্লিওটাইড ফসফোডাই-এন্টার বন্ধন দিয়ে যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড গঠন করে।

iii) দুটি পলি নিউক্লিওটাইড শৃঙ্খল হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হয়ে DNA দ্বিতন্ত্রী গঠন করে এবং পরস্পরকে পেচিয়ে সিঁডির মতাে অবস্থান করে। সিঁডির হাতল দু’টি শর্করা ও ফসফেট নিয়ে গঠিত এবং পাদানিগুলি নাইট্রোজেনের বেশ দিয়ে গঠিত।

iv)  DNA-র দুটি শৃঙ্খলের বেশগুলি, হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হওয়ার সময় A=T এবং G= C দিয়ে যুক্ত অর্থাৎ A, T এর সঙ্গে দুটি এবং G, C এর সঙ্গে তিনটি হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হয়।

DNA-এর একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য 34A [34 অংস্ট্রং]। এই পাকে দশটি বেশ থাকে। তাই দুটি বেসের মধ্যে দুরত্ব 3.4A DNA, 20A চওড়া হয় এবং শুধু বন্ধনের দৈর্ঘ্য 3A হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment