সদ্যজাত (Infancy) বলতে কী বােঝায় ? এই দশার বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে।

প্রশ্ন: সদ্যজাত (Infancy) বলতে কী বােঝায় ? এই দশার বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে।

উত্তর:  মাতৃগর্ভ হইতে শিশুর ভুমিষ্ঠ হওয়া থেকে শুরু করে তিন বছর পর্যন্ত সময়কালকে সদ্যজাত অবস্থা বলে।

সদ্যজাত দশার বৈশিষ্ট্য :

1) মাতৃগর্ভে প্রায় 240 দিন প্রতিপালিত হওয়ার পর শিশুর জন্ম হয়। জন্মের পর থেকে সদ্যজাত দশা শুরু হয়।

2) এই দশায় অধিকাংশ সময় শিশু ঘুমিয়ে কাটায় এবং ছয় মাস পর্যন্ত শিশু মাতৃদুগ্ধ পান করে।

3) এই দশায় শিশুর দ্রুত বৃদ্ধি ঘটায় বেশী পরিমাণে শক্তির দরকার হয়। 

4) এই দশায় শিশুর বিপাকের হার বেশী হয়। 

5) এই দশায় শিশু মায়ের মুখমণ্ডল, আলাে ও বিভিন্ন বনের দিকে আকৃষ্ট হয়। 

6) এই দশায় শিশু কান্নার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে।

7) এই দশায় শিশু সম্পূর্ণরূপে অন্যের ওপর নির্ভরশীল হয়।8) এই দশায় বৃদ্ধি দ্রুত হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment