দ্বিসংকর জনন পরীক্ষা কাকে বলে ? পরীক্ষাটি চেকার বাের্ডের সাহায্যে ব্যাখ্যা করাে।

প্রশ্ন: দ্বিসংকর জনন পরীক্ষা কাকে বলে ? পরীক্ষাটি চেকার বাের্ডের সাহায্যে ব্যাখ্যা করাে।

উত্তর:  দ্বিসংকর জনন : দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যসম্পন্ন একই প্রজাতির দু’টি জীবের মধ্যে সংকরায়ণকে দ্বিসংকর বা ডাই-হাইব্রিড ক্রস বলে।

মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা : মেন্ডেল দ্বিসংকর জনন পরীক্ষার জন্য বিশুদ্ধ হলুদ রঙের গােলাকার বীজযুক্ত (YYRR) মটর গাছ এবং বিশুদ্ধ সবুজ রঙের কুঞ্চিত বীজযুক্ত (yyrr) মটর গাছ নিয়েছিলেন। সংকরায়ণ ঘটানাের ফলে পুরােপুরি হলদে রঙের ও গােলাকার বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয়। এদের স্বনিষেক ঘটানাের পর দ্বিতীয় অপত্য জনুতে মেন্ডেল চার প্রকার-হলুদ-গােলাকার, হলুদ-কুঞ্চিত , সবুজ-গােলাকার ও সবুজ-কুঞ্চিত  9: 3: 3:1 অনুপাতে মটর গাছ পেয়েছিলেন।

দ্বিসংকর জনন পরীক্ষাটি চেকারবাের্ডের সাহায্যে দেখানাে হলাে— 

দ্বিসংকর পরীক্ষার ফিনােটাইপ অনুপাত হলাে— 9:3 :3 : 1 
জিনােটাইপ অনুপাত হলাে = 1: 2: 2: 4:1: 2: 1: 2: 1

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!