Madhyamik Physical Science Suggestion 2022 Chapter 3 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ | রাসায়নিক গণনা MCQ, অতিসংক্ষিপ্ত,প্রশ্ন উত্তর

Madhyamik Physical Science Suggestion 2022 PDF Chapter 3 will be discussed here. এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ এর একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় রাসায়নিক গণনা থেকে MCQ, অতিসংক্ষিপ্ত, প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। 2022 (Madhyamik / WB Madhyamik / MP Exam / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha) Physical Science Exam (ভৌতবিজ্ঞান পরীক্ষায়) আশা করি এখান থেকেই তোমরা 80% কমন পেয়ে যাবে। Madhyamik Physical Science (মাধ্যমিক ভৌতবিজ্ঞান) এর অন্যান্য সমস্ত অধ্যায় থেকে সাজেশন পেতে এই লিঙ্কে ক্লিক করুন

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২

সাধারণ অংশ – রাসায়নিক গণনা

MCQ, অতিসংক্ষিপ্ত, (মান ১, ২)

Madhyamik Physical Science Suggestion 2022 PDF Chapter 3

MCQ Questions and Answers (বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) : প্রতিটি প্রশ্নের মান ১

গ্যাসীয় পদার্থের আণবিক ভর (M) ও বাম্প ঘনত্বের (D) সঠিক সম্পর্ক – 

A) 2M = D 

B) M = D2 

C) M = 3D 

D) M = 2D

Ans : D) M = 2D

1 মােল CaCO,-কে উত্তপ্ত করলে STP-তে CO, গ্যাস পাওয়া যায় –

A) 22.4 লিটার 

B) 11.2 লিটার 

C) 5.6 লিটার

D) 44.8 লিটার

Ans : A) 22.4 লিটার 

4 মােল সােডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়ায় STP থেকে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের আয়তন হবে — 

A) 22.4 লিটার 

B) 44.8 লিটার 

C) 11.2 লিটার 

D) 5.6 লিটার

Ans : B) 44.8 লিটার 

2 মােল নাইট্রোজেনের সঙ্গে 6 মােল হাইড্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন অ্যামােনিয়া গ্যাসের মােল সংখ্যা –

A) 6

B) 2

C) 8

D) 4

Ans : D) 4

STP-তে 0.5 মােল কার্বন ডাই-অক্সাইডের আয়তন –

A) 0.5 লিটার 

B) 11.2 লিটার 

C) 112 লিটার

D) 22.4 লিটার

Ans : B) 11.2 লিটার 

6.022 × 1022 সংখ্যক জল অণুর ভর –

A) 18 গ্রাম 

B) 1.8 গ্রাম 

C) 9 গ্রাম 

D) 0.18 গ্রাম 

Ans : B) 1.8 গ্রাম 

STP-তে 11.2 লিটার কার্বন ডাই-অক্সাইডের ওজন —

A) 88 গ্রাম 

B) 44 গ্রাম 

C) 32 গ্রাম 

D) 22 গ্রাম 

Ans : D) 22 গ্রাম 

কার্বনযুক্ত কোনাে গ্যাসীয় পদার্থের বাম্প ঘনত্ব 13 হলে, তার আণবিক সংকেত নীচের কোনটি হতে পারে ?

A) CO2 

B) CH4

C) C2H6 

D) C2H2

Ans : D) C2H2

6 গ্রাম কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় 22 গ্রাম CO2 উৎপন্ন হলাে। প্রয়ােজনীয় অক্সিজেনের পরিমাণ হলাে –

A) 9 গ্রাম 

B) 18 গ্রাম 

C) 16 গ্রাম 

D) 32 গ্রাম

Ans : C) 16 গ্রাম 

একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, নীচের কোনটি আণবিক ওজন?

A) 8

B) 16

C) 32

D) 64

Ans : D) 64

1.7 গ্রাম অ্যামােনিয়া গ্যাস-এর NTP-তে আয়তন হবে —

A) 22.4 লিটার 

B) 2.24 লিটার 

C) 11.2 লিটার

D) 1.12 লিটার

Ans : B) 2.24 লিটার 

112 মিলিলিটার অক্সিজেনের ওজন NTP-তে কত?

A) 0.64 গ্রাম 

B) 0.96 গ্রাম 

C) 0.32 গ্রাম 

D) 0.16 গ্রাম

Ans : D) 0.16 গ্রাম

ভর ও শক্তির তুল্যতা সমীকরণটি হলাে – 

A) E = -mv2 

B) E = mc

C) F = ma 

D) W = FS

Ans : B) E = mc

Madhyamik Physical Science Suggestion 2022 PDF Chapter 3

Extra Important Questions (অতিরিক্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন) : প্রতিটি প্রশ্নের মান ২/৩

STP-তে 89.6 লিটার অ্যামােনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামােনিয়াম ক্লোরাইড-এর বিক্রিয়া কলিচুন-এর সঙ্গে মিশিয়ে করতে হবে?

20 গ্রাম কঠিন যৌগে A উত্তপ্ত করলে অপর একটি কঠিন যৌগে B-এর 9 গ্রাম এবং একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস C উৎপন্ন হয়। উৎপন্ন গ্যাস C-এর STP-তে আয়তন 5.6 লিটার। এর আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করাে। 

6 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পােড়ানাের জন্য প্রয়ােজনীয় অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট উত্তপ্ত করে পাওয়া যাবে? 

দস্তার কোনাে নমুনার বিশুদ্ধতা 60% হলে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি করতে কত গ্রাম অবিশুদ্ধ দস্তার সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাতে হয়?

6.5 গ্রাম সালফার ডাই-অক্সাইডের যতগুলাে থাকে কত গ্রাম সালফার * ট্রাই-অক্সাইড-এ ততগুলি অণু থাকবে? 

গ্রাম পারমাণবিক ভর বলতে কী বােঝায় উদাহরণ সহ লেখাে।

গ্যাসের ঘনত্ব ও বাষ্প ঘনত্বের মধ্যে কোনটি এককবিহীন রাশি ও কেন? 

21 গ্রাম লােহিত তপ্ত আয়রন-এর উপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে? STP-তে তার আয়তন কত? অনুরুপ প্রশ্ন : 5.6 গ্রাম উত্তপ্ত লােহার ওপর দিয়ে স্টিম চালনা করে প্রাপ্ত H2 গ্যাসের আয়তন কত হবে?

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment