Madhyamik Physical Science Suggestion 2022 Chapter 6 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ | রসায়ন পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ

Madhyamik Physical Science Suggestion 2022 Chapter 6 রসায়ন – পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ will be discussed here. এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ এর একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় রসায়ন – পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ থেকে MCQ, অতিসংক্ষিপ্ত,সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। 2022 (Madhyamik / WB Madhyamik / MP Exam / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha) Physical Science Exam (ভৌতবিজ্ঞান পরীক্ষায়) আশা করি এখান থেকেই তোমরা 80% কমন পেয়ে যাবে। Madhyamik Physical Science (মাধ্যমিক ভৌতবিজ্ঞান) এর অন্যান্য সমস্ত অধ্যায় থেকে সাজেশন পেতে এই লিঙ্কে ক্লিক করুন

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২

রসায়ন পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ

পর্যায় সারণি এবং মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা
পরিচ্ছেদ – ১

MCQ, শূন্যস্থান পূরণ অতিসংক্ষিপ্ত, প্রশ্ন উত্তর (মান ১)

Madhyamik Physical Science Suggestion 2022 Chapter 6

MCQ Questions and Answers (বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) : প্রতিটি প্রশ্নের মান ১

আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি পর্যায় আছে? 

A) 7টি 

B) 10টি 

C) 6টি 

D) 14টি 

Ans : A) 7টি

কোন মৌলটির বিজারণ ক্ষমতা সর্বনিম্ন? 

A) K 

B) Na 

C) Li 

D) Cs 

Ans : C) Li 

কোনটি মুদ্রা ধাতু নয়? 

A) Cu 

B) Ag 

C) Au

D) Fe 

Ans : D) Fe 

ক্রমবর্ধমান আয়নন বিভব অনুযায়ী সঠিক ক্রমটি হলাে – 

A) Be> B> N> 0 

B) Be < B < N < O 

C) B <Be <0 <N 

D) B> Be>N > O 

Ans : C) B <Be <0 <N 

নিষ্ক্রিয় মৌলগুলি আধুনিক পর্যায় সারণির কোন শ্রেণিতে থাকে? 

A) 1 নং শ্রেণি 

B) 2 নং শ্রেণি 

C) 17 নং শ্রেণি 

D) 18 নং শ্রেণি 

Ans : D) 18 নং শ্রেণি 

কোন হ্যালােজেন মৌলটির আকার সবচেয়ে ছােটো? 

A) F

B) Br 

C) L

D) CI

Ans : A) F

নীচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল? 

A) Ca 

B) Co 

C) Mg

D) Zn 

Ans : B) Co 

নীচের কোনটি ইউরেনিয়ামােত্তর মৌল নয়? 

A) থােরিয়াম 

B) নেপচুনিয়াম 

C) প্লুটোনিয়াম 

D) কুরিয়াম

Ans : A) থােরিয়াম

একাধিক যােজ্যতা দেখা যায় – 

A) ক্ষার ধাতুর 

B) ক্ষারীয় মৃত্তিকা ধাতুর 

C) হ্যালােজেনের 

D) সন্ধিগত মৌলের 

Ans : D) সন্ধিগত মৌলের 

কোনটি পর্যায় সারণিতে শ্রেণি বরাবর অপরিবর্তিত থাকে? 

A) ঘনত্ব 

B) পারমাণবিক ব্যাসার্ধ 

C) যােজক ইলেকট্রন সংখ্যা 

D) ধাতব ধর্ম

Ans : C) যােজক ইলেকট্রন সংখ্যা 

আধুনিক পর্যায় সারণিতে শ্রেণির সংখ্যা হলাে –

A) 10 

B) 12 

C) 16 

D) 18 

Ans : D) 18 

মেন্ডেলিফের পর্যায় সারণি তৈরি করা হয়েছে – 

A) পারমাণবিক ব্যাসার্ধ 

B) পারমাণবিক আয়তন 

C) পারমাণবিক সংখ্যা 

D) পারমাণবিক গুরুত্ব অনুসারে 

Ans : D) পারমাণবিক গুরুত্ব অনুসারে 

দীর্ঘ পর্যায় সারণিতে মুদ্রা ধাতুগুলি কোন গ্রুপে  অবস্থান করে? 

A) গ্রুপ 11 

B) গ্রুপ 15 

C) গ্রুপ 17 

D) গ্রুপ 1

Ans : A) গ্রুপ 11 

কোন মৌলটির জারণ ক্ষমতা সবচেয়ে কম?

A) K 

B) Na 

C) Li 

D) Cs

Ans : D) Cs

শূন্যস্থান পূরণ করো : প্রতিটি প্রশ্নের মান ১

হ্যালােজেন কথাটির অর্থ হলাে _________ l

Ans : সামুদ্রিক লবণ উৎপাদক

মেন্ডেলিফের সংশােধিত পর্যায় সারণিতে পর্যায় সংখ্যা _________।

Ans :

ক্ষার ধাতুগুলি প্রত্যেকেই তীব্র তড়িৎ _________ ধাতু। 

Ans : ধনাত্মক

ইউরেনিয়ামােত্তর মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক _________ অপেক্ষা বেশি। 

Ans : 92 

18 নং গ্রুপের মৌলগুলি_________ হিসেবে পরিচিত। 

Ans : নিষ্ক্রিয় গ্যাস 

2নং গ্রুপের মৌলগুলিকে_________ মৌল বলে l

Ans :  ক্ষারীয় মৃত্তিকা

18 নং গ্রুপের মৌলগুলির যােজ্যতা _________ l

Ans : শূন্য

1নং শ্রেণির মৌলগুলিকে _________ ধাতু বলে।

Ans : ক্ষার

সমস্থানিকগুলি পর্যায় সারণির একই _________ অবস্থান করে।

Ans : গ্রুপে 

সন্ধিগত মৌলগুলি _________ যৌগ উৎপন্ন করে। 

Ans : রঙিন জটিল 

রেডন হলাে একটি তেজস্ক্রিয় _________ মৌল l

Ans : নিষ্ক্রিয়

Short Question and Answers (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর) : প্রতিটি প্রশ্নের মান 1/2

মৌলের জারণ ধর্ম পর্যায় সারণিতে কীভাবে পরিবর্তিত হয়? 

Ans : একটি পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে হঠাৎ শ্রেণির সংখ্যা বৃদ্ধির ফলে মৌলগুলির জারণ ক্ষমতা বৃদ্ধি পায়।

হ্যালােজেন মৌলগুলির মধ্যে কোনটির প্রথম আয়নীয় ভবন শক্তির মান সর্বাধিক? 

Ans : হ্যালােজেন মৌলগুলির মধ্যে ফুরিন-এর প্রথম আয়নীয় ভবন শক্তির মান সর্বাধিক।

কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক ও কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন?

Ans : ফ্লুরিন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক এবং সিজিয়াম মৌলের তড়িৎ

ঋণাত্মকতা সর্বনিম্ন।

কোনাে মৌলের পারমাণবিক সংখ্যা 18 হলে মৌলটির যােজ্যতা কত?

Ans : স্টার মৌলের পারমাণবিক সংখ্যা 18 অর্থাৎ মৌলটি দীর্ঘ পর্যায় সারণির 18 নং গ্রুপে অবস্থিত তাই, মৌলের যােজ্যতা শূন্য।

Br, Cl, F এদের ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। 

Ans : ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে এদের সঠিক ক্রম হলাে Br < Cl < F

নিকোজেন মৌল কাকে বলে? চালকোজেন মৌল কাকে বলে? 

Ans : 15 নং শ্রেণির মৌলগুলােকে নাইট্রোজেন পরিবার বা নিকোজেন বলে। 16 নং শ্রেণিকে চালকোজেন মৌল বলে।

কোন মৌলকে দুষ্ট মৌল বলা হয় ও কেন? 

Ans : হাইড্রোজেন মৌলকে দুষ্ট মৌল বলা হয়, কারণ একদিকে 1 নং শ্রেণির ক্ষার ধাতগুলির সাথে এবং অপরদিকে 17 নং শ্রেণির হ্যালােজেন মৌলগুলাের সঙ্গে হাইড্রোজেনের ধর্মের অনেক মিল দেখা যায়। তাই হাইড্রোজেনকে 1 নং বা 17 নং শ্রেণির যেকোনাে একটিতে স্থান দেওয়া যায়।

ইউরেনিয়ামােত্তর মৌল কাকে বলে? 

Ans : পর্যায় সারণির সপ্তম পর্যায়ে অবস্থিত ইউরেনিয়াম পরবর্তী মৌলগুলিকে ইউরেনিয়ামােত্তর মৌল বলে। এই মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক 92 অপেক্ষা বেশি।

সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? 

Ans : সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসটি হলাে হিলিয়াম। 

দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণিতে কঠিন, তরল ও গ্যাসীয় এই তিন অবস্থার মৌল উপস্থিত? 

Ans : দীর্ঘ পর্যায় সারণির 17 নং শ্রেণিতে কঠিন, তরল ও গ্যাসীয় এই তিন অবস্থার মৌল উপস্থিত। কঠিন মৌলটি হলাে আয়ােডিন, তরল মৌলটি হলাে ব্রোমিন এবং গ্যাসীয় মৌল হলাে ক্লোরিন।

একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর নাম লেখাে। 

Ans : একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলাে বেরিলিয়াম (Be)।

সন্ধিগত মৌলের একটি বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। 

Ans : সন্ধিগত মৌলের একটি বৈশিষ্ট্য হলাে এরা রঙিন যৌগ গঠন করে।

যেমন— Cu, Zn.

আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করাে। 

Ans : বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি মৌলগুলির পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত হয়।

পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বােঝাে?

Ans : পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র থেকে ইলেকট্রনের সর্বশেষ অক্ষের সম্ভাব্যতম দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলে।

একটি মৌলের পারমাণবিক সংখ্যা 16 হলে আধুনিক পর্যায় সারণিতে এর অবস্থান নির্ণয় করাে। 

Ans : মৌলের পারমাণবিক সংখ্যা 16। এর ইলেকট্রন বিন্যাস হলাে 2, 8, 6। এটা পর্যায় সারণিতে তৃতীয় পর্যায় ও 16 নং শ্রেণিতে অবস্থিত।

তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বােঝাে? 

Ans : অণু মধ্যস্থ কোনাে মৌলের পরমাণুর সমযােজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা বা ক্ষমতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে।

পর্যায়বৃত্ততা বলতে কী বােঝাে? 

Ans : পর্যায় সারণিতে দেখা যায়, এক মৌল থেকে অপর মৌলে নিয়মিতভাবে মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম, যেমন—ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, রাসায়নিক আচরণ ইত্যাদি একটি বিশেষ নির্দিষ্ট সংখ্যার ব্যবধানের পর পুনরাবৃত্ত হয়। একেই মৌলগুলির ধর্মের পর্যায়বৃত্ততা বলে।

তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? 

Ans : তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল হলাে ফ্লুরিন (F)।

পর্যায়বৃত্ত নয় এমন একটি ধর্মের উল্লেখ করাে।

Ans : তেজস্ক্রিয়তা। 

হাইড্রোজেনের সঙ্গে হ্যালােজেন মৌলের একটি বৈসাদৃশ্য লেখাে।

Ans : হাইড্রোজেন তীব্র বিজারক পদার্থ কিন্তু হ্যালােজেনগুলি তীব্র জারক পদার্থ। 

পর্যায় সারণিতে ক্ষার ধাতুগুলির গ্রুপে উপর থেকে নীচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয় ? 

Ans : পর্যায় সারণিতে ক্ষার ধাতুগুলির গ্রুপে উপর থেকে নীচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়।

অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মান 2/3

নিষ্ক্রিয় গ্যাসগুলির আয়ােনাইজেশন শক্তির মান বেশি হয় কেন? 

A, B, C মৌলগুলির পারমাণবিক সংখ্যা হলাে যথাক্রমে 6, 8, 11। কোনটির তড়িৎ ঋণাত্মকতার মান সর্বোচ্চ? কোনটির আয়নন বিভব সর্বোচ্চ? কার বিজারণ ক্ষমতা সর্বোচ্চ? 

ধরাে, দুটি মৌলের চিহ্ন A ও B, পারমাণবিক সংখ্যা যথাক্রমে 7 ও 20। মেন্ডেলিফের পর্যায় সারণিতে অবস্থান নির্দেশ করাে। 

নীচের মৌলগুলিকে তাদের পারমাণবিক ব্যাসার্ধের উর্ধ্বক্রমে সাজাও। Be, F, C, Li

ক্রমহ্রাসমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও। O, C, F, Li 

পরমাণুর আকারের ঊর্ধ্বক্রমে সাজাও। Br, F, I, CI 

A, B ও C মৌলের পারমাণবিক সংখ্যা 3, 11, 19। পর্যায় সারণিতে এই 3টি মৌলের অবস্থান কোন পর্যায়ে ও শ্রেণিতে? এদের মধ্যে কার ধাতব ধর্ম সবচেয়ে বেশি ? B-এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় গঠিত যৌগের সংকেত – ও প্রকৃতি লেখাে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment