Class 1 Health and Physical Education Model Activity Task Part 2 February 2022 Answer | প্রথম শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২

প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা Class 1 Health and Physical Education Model Activity Task Part 2 February 2022 (প্রথম শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি ।

Class 1 Health and Physical Education Model Activity Task Part 2 February 2022 Answer

Class 1 Health and Physical Education Model Activity Task Part 2 এ মোট ১০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 2, February 2022

স্বাস্থ্য ও শারীরশিক্ষা (পূর্ণমান – ১০)

প্রথম শ্রেণি


Class 1 Health and Physical Education Model Activity Task Part 2 February 2022 Answer

১। ঠিক কথাগুলাে বেছে নিয়ে ‘✔’ দাও :  ১x২=২ 

(ক) আমরা খাওয়ার সময় খেয়াল করবাে যাতে ______সােজা থাকে 

(i) হাত  

(ii) পা

(iii) মেরুদণ্ড

(iv) মাথা 

উত্তর: আমরা খাওয়ার সময় খেয়াল করবাে যাতে মেরুদণ্ড সােজা থাকে 

(খ) সময় নিয়ে ঠিকমতাে______খাবার খেতে হবে।

(i) গিলে 

(ii) চিবিয়ে 

(iii) নাক চেপে

(iv) জল দিয়ে 

উত্তর: (ii) চিবিয়ে 

২। যে যে ক্ষেত্রে সাবান দিয়ে হাত ধুতে হবে তার পাশে ‘‘ দাও।  ২x৬=৩ 

(i) খাওয়ার আগে ও পরে 

উত্তর:

(i) বাইরে থেকে বাড়ি ফিরে 

উত্তর:

(i) রােগীর ঘরে যাওয়ার আগে ও পরে 

উত্তর:

(iv) মল ত্যাগের পরে

উত্তর:

(v) হাত ময়লা মনে হলে

উত্তর:

(vi) রান্না করবার আগে

উত্তর:

(vi) খবরের কাগজ পড়ার আগে

উত্তর: X

৩। ফাকা জায়গায় ঠিক কথাগুলাে লেখাে :  ১x৩=৩ 

(ক) আমাদের দেশের জাতীয় পতাকার উপরে আছে_________(গেরুয়া / সাদা / হলুদ) রঙ।

উত্তর: আমাদের দেশের জাতীয় পতাকার উপরে আছে গেরুয়া |

(খ) আমাদের দেশের জাতীয় পতাকার মাঝে আছে_________(সবুজ / সাদা / লাল) রঙ। এখানে নীল রঙের চাকাটি হলাে অশােক চক্র। 

উত্তর: আমাদের দেশের জাতীয় পতাকার মাঝে আছে সাদা রঙ। এখানে নীল রঙের চাকাটি হলাে অশােক চক্র। 

(গ) আমাদের দেশের জাতীয় পতাকার নিচে আছে________(নীল / গেরুয়া / সবুজ) রঙ। 

উত্তর: আমাদের দেশের জাতীয় পতাকার নিচে আছে সবুজ রঙ |

৪। আমাদের দেশের জাতীয় পতাকার ছবি আঁকো।  ২x১=২

উত্তর:

wbshiksha.com – west bengal best online education website

Read Also:

Class 1 Ability to communicate (সংযোগ স্থাপনে সক্ষমতা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Class 1 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Class 2 Ability to communicate (সংযোগ স্থাপনে সক্ষমতা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২

Class 2 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী২০২২

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment