প্রশ্ন : জলবায়ু পরিবর্তনের প্রভাব কীভাবে সুন্দরবন অঞলের ওপর পড়েছে ?
অথবা, গঙ্গা-পদ্মা-মেঘনা বদ্বীপের সক্রিয় অংশের ওপর পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তনের প্রভাব কতখানি?
উত্তর : সুন্দরবন অঞ্চলের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব : পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তন সুন্দরবন অঞলে যথেষ্ট প্রভাব ফেলেছে —
1. উষ্ণতা বৃদ্ধি : বিগত 1980 সাল থেকে 2017 সাল পর্যন্ত সুন্দরবন সংলগ্ন নদী ও সমুদ্রজলের উষ্ণতা প্রতি দশকে 0.5 °সে হারে বৃদ্ধি পেয়েছে। উষ্ণতার এই বৃদ্ধি ম্যানগ্রোভ অরণ্যের বাস্তুতন্ত্রের ওপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলছে ।
2. ঘূর্ণবাত ও মৌসুমি বৃষ্টিপাত : পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তনের জন্য সুন্দরবন অঞ্চলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা ক্রমশই বৃদ্ধি পেয়ে চলেছে। আয়লা এমনই একটি ঘূর্ণবাত।
3. সমুদ্রজলের উচ্চতা বৃদ্ধি : পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের জন্য সুন্দরবন সংলগ্ন সমুদ্র জলতলের উচ্চতা দ্রুত বেড়ে চলেছে। এতে বহু দ্বীপ (লােহাচড়া, নিউমুর) সমুদ্রে তলিয়ে গেছে।
4. জল এবং মাটির লবণতা বৃদ্ধি : জলতল বেড়ে যাওয়ায় এখানকার জল এবং মাটির লবণতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কৃষির প্রয়ােজনীয় জল এবং খাদ্য ও পানীয় জলের সমস্যাও বাড়ছে।
5. বন্যার আশঙ্কা বৃদ্ধি : জলতল বেড়ে যাওয়ার কারণে নদীবাঁধ ভেঙে বন্যার আশঙ্কা অনেক বৃদ্ধি পেয়েছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Thank you
Thanks
Thank you so much..
Thank You so much