প্রশ্ন : শিল্পচর্চার ইতিহাস বলতে কী বােঝায়? 2 Marks
উত্তর : মানুষ যখন কোনাে শিল্প মাধ্যম, যথা—(সংগীত, নৃত্য, নাটক ও চলচ্চিত্র)-কে বেছে নিয়ে তার সুকুমার বৃত্তির বহিঃপ্রকাশ ঘটায় তখন তা শিল্পচর্চা নামে পরিচিত। তাই —
প্রথমত, শিল্পচর্চার উদ্ভব, বিবর্তন ও প্রভাব সম্পর্কে আলােচনা করাই শিল্পচর্চার ইতিহাস নামে পরিচিত।
দ্বিতীয়ত, এই ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত গবেষকরা হলেন—ক্যারল ওয়েলস, ফিলিপ বি জারিল্লি, জ্যাকব বুখাহার্ট, নীহাররঞ্জন রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অশােক মিত্র, হিতেশরঞ্জন সান্যাল, তপতী গুহঠাকুরতা।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।