প্রশ্ন :যানবাহন ও যােগাযােগ ব্যবস্থার ইতিহাস বলতে কী বােঝ? 2 Marks
উত্তর : এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত ও বার্তা বিনিময়ের জন্য জল, স্থল বা আকাশপথে ব্যবহৃত যানবাহন এবং ডাকব্যবস্থা, টেলি যােগাযােগ ব্যবস্থা, ইনটারনেট প্রভৃতি ক্ষেত্রের বিবর্তন সংক্রান্ত আলােচনাকেই বলা হয় যানবাহন ও যােগাযােগ ব্যবস্থার ইতিহাস। এই ইতিহাসচর্চায়—
প্রথমত, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রের ওপর যানবাহন ও যােগাযােগ ব্যবস্থার প্রভাবকে চিহ্নিত করা হয়।
দ্বিতীয়ত, এই ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত গবেষকরা হলেন—জন আর্মস্ট্রং, কলিন ডিভাল, অ্যানডু স্কট, টমাস জেল্লের, ডেভিড ব্রানড়ন, উইলিয়াম আর নেস্ট, সুনীল কুমার মুনসি, নীতিন সিনহা।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।