জনবিস্ফোরণ কাকে বলে ? জনবিস্ফোরণের কারণ ও ফলাফল আলােচনা করাে। HS Sociology Notes 2022

প্রশ্ন : জনবিস্ফোরণের সংজ্ঞা কারণ ও ফলাফল HS Sociology Notes 2022 | উচ্চমাধ্যমিক সমাজবিদ্যা প্রশ্ন ও উত্তর 2022 ‘ 3+5 Marks

উত্তর জনবিস্ফোরণঃ- জন্মহার বৃদ্ধি, মৃত্যুহার হ্রাস, প্রজনন ক্ষমতা বৃদ্ধি, শিশু মৃত্যু হার হাস ইত্যাদি কারণে জনসংখ্যার আকস্মিক বৃদ্ধি পাওয়াকে জনবিস্ফোরণ বলে। 

ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহঃ ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি হল – 

(ক) কমবয়সে বিবাহঃ অল্পবয়সে বিবাহ হলে মহিলাদের প্রজননক্ষম সময়সীমা বেশি থাকার জন্য অধিক সংখ্যায় সন্তান প্রসবের সুযােগ থাকে। জনসংখ্যা বৃদ্ধি হাস করতে গেলে মেয়েদের বিবাহের বয়স বাড়াতে হবে। 

(খ) জন্মহার ও মৃত্যুহারের মধ্যে ব্যাপক ব্যবধানঃ- স্বাধীন ভারতে বিবিধ জনস্বাস্থ্য পরিকল্পনা গ্রহন করার ফলে সাধারণ রােগে মৃত্যুর হার বহুলাংশে হ্রাস পেয়েছে। বর্তমানে মৃত্যু হার হ্রাস পেলেও সেই তুলনায় জন্ম হার হ্রাস পায়নি। 

(গ) দারিত্রঃ- দরিদ্র পরিবার অধিক সংখ্যায় এ গান লাভের আশায় তারা একের পর এক সন চনন করে।সুতরাং ভারতের জনবিস্ফোরণে জনদারি অন করণ।

জনবিস্ফোরণের ফলাফলঃ

১. জনবিস্ফোরণের চাপে ভারতে গণ-বেকারত্ব, গণ-দারিদ্র্য, অপুষ্টি | প্রভৃতি সমস্যাদি ভয়াবহ হয়ে উঠেছে। 

২. জনবিস্ফোরণের এই সমস্যা বিদ্যমান আর্থ-সামাজিক কাঠামাের উপর/সংকটের সৃষ্টি করেছে। ৩/ মানুষের বঞ্চনা ও অত্যাবশ্যকীয় পরিষেবাসমূহ না পাওয়ার পরিপ্রেক্ষিতে জুনবিস্ফোরণের ফলাফল পর্যালােচনা করা যায়। 

৪.বর্তমানে ভারতের জনসংখ্যা (একশ’ একুশ কোটি ছাড়িয়ে গেছে। এদের সকলের জন্য আবাসন, চাকরির ব্যবস্থা, পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা প্রভৃতির কথা ভাবা যায় না। 

৫. উপযুক্ত পরিকল্পনার অভাবে এই বিপুল জনসংখ্যা বেকার, ক্ষুদার্থ, বিচ্ছিন্ন মানসিকতার মানুষের সৃষ্টি করতে পারে। 

৬. ভারতে খাদ্যের উৎপাদন ও মাথাপিছু আয় ধীরগতিতে হলেও বাড়ছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment