Class 6 Class 6 History হরপ্পা সভ্যতার পতনের জন্য শুধুমাত্র কি তাদের রক্ষণশীল মানসিকতাই দায়ী ছিল—তুমি কি মনে কর।

হরপ্পা সভ্যতার পতনের জন্য শুধুমাত্র কি তাদের রক্ষণশীল মানসিকতাই দায়ী ছিল—তুমি কি মনে কর।

হরপ্পা সভ্যতার পতনের জন্য শুধুমাত্র কি তাদের রক্ষণশীল মানসিকতাই দায়ী ছিল—তুমি কি মনে কর।  3 Marks/Class 6

উত্তর:

হরপ্পাবাসীরা ছিল রক্ষণশীল মানসিকতার অধিকারী। উন্নত সভ্যতার বাসিন্দা হয়েও হরপ্পাবাসীরা যুগের পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলতে ব্যর্থ হয়। হরপ্পাবাসীরা নতুন কিছু শিখতে চাইত না, নতুনকে উপেক্ষা করে তারা পুরােনােকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে ভালােবাসত। তারা খাল খনন বা লােহার যন্ত্রপাতি-অস্ত্রশস্ত্র নির্মাণ ও সেগুলির ব্যবহারের দ্বারা নিজেদের সুরক্ষিত রাখতে পারেনি। প্রধানত এর ফলেই বন্যার মতাে প্রাকৃতিক বিপর্যয় বা বহিরাক্রমণ রােধে তারা ব্যর্থ হয়। হরপ্পাবাসীদের এই রক্ষণশীল মানসিকতা তাদের পতনের জন্য দায়ী ছিল বলেই আমার মনে হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!