ঔপনিবেশিক অরণ্য আইন ও তার প্রতিক্রিয়া আলােচনা করাে। 

ঔপনিবেশিক অরণ্য আইন ও তার প্রতিক্রিয়া আলােচনা করাে। 4 Marks/Class 10

উত্তর:

ভূমিকা : ১৮৬৪ খ্রিস্টাব্দে সরকারি বনবিভাগ খােলা হয়। এবং ১৮৬৫ খ্রিস্টাব্দে প্রথম অরণ্য আইন ও ১৮৭৮ খ্রিস্টাব্দে দ্বিতীয় অরণ্য আইন পাস করে ব্রিটিশ সরকার ভারতীয় বনভূমির ওপর সরকারি নিয়ন্ত্রণ সুরক্ষিত করে। 

অরণ্য আইনের বিষয়বস্তু : অরণ্য আইন অনুযায়ী —

প্রথমত, ভারতের বনভূমিকে তিনভাগে ভাগ করা হয়— সংরক্ষিত’ বা ‘রিজার্ভড’ বনভূমি, সুরক্ষিত’ বা ‘প্রােটেক্টেড’ বনভূমি আর ‘অশ্রেণিবিভক্ত’ বা ‘আনক্লাসিফায়েড’ বনভূমি।

দ্বিতীয়ত, সংরক্ষিত বনভূমি ছিল সম্পূর্ণভাবে সরকারের অধীনে, যেখানে গাছ কাটা ছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

তৃতীয়ত, সুরক্ষিত বনভূমি থেকে উপজাতিরা প্রথমে বিনা পয়সায় ব্যক্তিগত প্রয়ােজনে কাঠ সংগ্রহ করতে পারত কিন্তু তা বিক্রি করতে পারত না, অশ্রেণিবিভক্ত অরণ্যাঞলে প্রবেশাধিকার ছিল অবাধ।

অরণ্য আইনের প্রতিক্রিয়া : অরণ্য আইন প্রবর্তিত হলে— 

১) অরণ্যের অধিকার নষ্ট : অরণ্যের আদিবাসীরা ও অরণ্য সংলগ্ন অধিবাসীরা অরণ্যের ওপর অধিকার হারালে তাদের জীবিকা ও গ্রাসাচ্ছদনে অসুবিধার সৃষ্টি হয়। 

২) বিদ্রোহ : অরণ্য আইন-এর প্রতিক্রিয়া হিসেবে ভারতে বেশ কয়েকটি আন্দোলন গড়ে ওঠে, যেমন— মুন্ডা বিদ্রোহ, রাম্পা বিদ্রোহ।।

উপসংহার : উনিশ শতকের শেষের দিকে আরণ্যক উপজাতি জীবন অশান্ত হয়ে ওঠে। সরকারি নিষেধাজ্ঞা জারি করে আদিবাসীদের বনজ সম্পদের চিরাচরিত ব্যবহার থেকে বঞ্চিত করা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment