কোল বিদ্রোহের সূচনা ব্যাপ্তি ও গুরুত্ব ?

কোল বিদ্রোহের সূচনা, ব্যাপ্তি ও গুরুত্বকে তুমি কীভাবে বিশ্লেষণ করবে?  4 Marks/Class 10

উত্তর:

ভূমিকা : ছােটোনাগপুর, সিংভূম, মানভূম প্রভৃতি অঞলে বসবাসকারী উপজাতি জনগােষ্ঠী কোল নামে পরিচিত। কোলরা আবার হাে, মুন্ডা, ওঁরাও প্রভৃতি সম্প্রদায়ে বিভক্ত ছিল।

কোলবিদ্রোহের সূচনা : ১৮৩২ খ্রিস্টাব্দে রাঁচি জেলায় ব্রিটিশ শাসন ও শােষণের বিরুদ্ধে বুদ্বু ভগৎ, জোয়া ভগৎ, সুই মুন্ডা, ঝিরাই মানকি প্রমুখের নেতৃত্বে কোলরা যে বিদ্রোহ ঘােষণা করেছিল তা কোলবিদ্রোহ নামে পরিচিত। 

কোলবিদ্রোহের ব্যাপ্তি : রাঁচি, হাজারিবাগ, সিংভূম, পালামৌ প্রভৃতি অঞলে কোল বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে। বিদ্রোহী কোলদের সঙ্গে চাষি, কামার, কুমাের, গােয়ালা প্রভৃতি নিম্নবর্গের মানুষ যােগ দিলে এই বিদ্রোহ অন্য মাত্রা লাভ করে। 

কোলদের আক্রমণের মূল লক্ষ্য ছিল মহাজন, শস্য ব্যবসায়ী, লবণের কারবারি মধ্যস্বত্বভােগী, ব্রিটিশ এবং উচ্চবর্ণের হিন্দু ও মুসলিমরা।

কোলবিদ্রোহের গুরুত্ব : ব্রিটিশ সরকার আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনাবাহিনীর সাহায্যে এই বিদ্রোহ দমন করলেও মাতৃভূমি রক্ষায় কোলদের এই অসম লড়াইয়ের গুরুত্ব অপরিসীম। এই বিদ্রোহের ফলেই সরকার —

1) পৃথক ভূখণ্ড তৈরি : কোলদের জন্য দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি’ নামক পৃথক এক ভূখণ্ড নির্দিষ্ট করে দেয়। 

২) স্বতন্ত্র নিয়ম : কোলদের জন্য স্বতন্ত্র কিছু নিয়মকানুন চালু হয়, কোল প্রধানদের কেড়ে নেওয়া জমি ফিরিয়ে দেওয়া হয়, জমি হস্তান্তরে বিধিনিষেধ আরােপিত হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment