Write a paragraph on the value of games and sports with the help of the following points; [নীচের সূত্রগুলির সাহায্যে খেলাধুলার গুরুত্ব বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করাে:]
Points: Education and sports related issues-help physical and mental growth of men-strong body and sound mind-develops team spirit, value of discipline and confidence-source of enjoyment and recreation role in student life
Ans:-
VALUE OF GAMES AND SPORTS
The aim of education is the overall development of a human being. It means the improvement of the mind as well as the body. Sports and games keep the body fit. Regular participation in games and sports provides exercise to muscles, improves blood circulation and digestion and increases lung capacity. Games strengthen the body as knowledge enriches the mind. Physical fitness through games and sports makes a person competent to face the dangers of life, increases confidence and makes one disciplined, courageous and tolerant. Sports and games also bring fame and reputation. Good sportspersons are respected wherever they go. Sports and games are an important means of enjoyment and recreation. We all know the proverb-‘All work and no play makes Jack a dull boy’. They refresh our minds and develop the spirit of fair play, sense of honour and responsibility. Only healthy students can become ideal citizens of a country.
খেলাধুলার উপযােগিতা
শিক্ষার উদ্দেশ্যই হল মানুষের সর্বাঙ্গীণ বিকাশ। এর অর্থ হল মানবিক উন্নতির পাশাপাশি শারীরিক উন্নতি। প্রাত্যহিক খেলাধুলাে শরীরকে ভালাে রাখে। প্রতিদিন খেলাধুলাে করলে মাংসপেশির ব্যায়াম, রক্তসঞ্চালন ও হজমের উন্নতি এবং ফুসফুসের সক্ষমতা বাড়ে। জ্ঞান যেমন মনকে সমৃদ্ধ করে তেমনি খেলাধুলাে শরীরকে শক্তসমর্থ করে। খেলাধুলাের মাধ্যমে শারীরিক সক্ষমতা জীবনের বিপদ-আপদের মােকাবিলা করতে ব্যক্তিকে উপযুক্ত করে গড়ে তােলে, আত্মবিশ্বাস বাড়ায়, নিয়মানুবর্তী করে, সাহসী এবং সহনশীল করে গড়ে তােলে। খেলাধুলাে সুনাম ও খ্যাতিও এনে দেয়। ভালাে খেলােয়াড়েরা যেখানেই যান সেখানে সম্মান লাভ করেন। আনন্দ উপভােগ আর আমােদ-প্রমােদের গুরুত্বপূর্ণ মাধ্যম হল খেলাধুলাে। আমরা সকলেই এই প্রবাদটা জানি–“সবসময় কাজ করলে আর খেলাধুলাের সুযােগ থাকলে ছেলেমেয়েরা নিষ্প্রাণ হয়ে পড়ে। খেলাধুলাে আমাদের মনকে সতেজ করে এবং আমাদের মধ্যে নিরপেক্ষ মনােভাব, মর্যাদাবােধ ও দায়িত্ববােধ গড়ে তােলে। কেবল স্বাস্থ্যবান ছাত্রছাত্রীরাই দেশের আদর্শ নাগরিক হয়ে উঠতে পারে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।