জমিদার সভার কার্যাবলি বর্ণনা করাে।

প্রশ্ন – ‘জমিদার সভার কার্যাবলি বর্ণনা করাে। 4 Marks/Class 10

উত্তর:

বঙ্গভাষা প্রকাশিকা’-র অবলুপ্তির বছর দুয়েক পরেই, প্রারম্ভিক আলাপ-আলােচনার পর কলকাতা টাউন হলে ১৮৩৮ খ্রিস্টাব্দের ২১ মার্চ রাধাকান্ত দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সভাতে ‘জমিদার সভা’ বা ‘ল্যান্ড হােল্ডার্স সােসাইটি প্রতিষ্ঠিত হয়।

জমিদার সভার কার্যাবলি : জমিদার সভার উদ্দেশ্য ছিল জমিদারদের স্বার্থ সুরক্ষিত করা। এই সভার কার্যাবলি বিশ্লেষণ করলে দেখা যায় যে,

১) জমিদারদের মত প্রকাশ : নিষ্কর জমি বাজেয়াপ্ত করা এবং প্রশাসনের বিভিন্ন কাজকর্ম পুলিশ, আইন-আদালত, আদালতে ব্যবহৃত ভাষা, রাজস্ব ইত্যাদি নানা বিষয় নিয়ে জমিদার সভা তার। নিজস্ব মতামত প্রকাশ করতে থাকে। 

2) সরকারি মর্যাদা : জমিদার সভা সরকারের কাছ থেকে চেম্বার। অফ কমার্সের মর্যাদা পায়। সরকারের প্রস্তাবিত আইনকানুন চুড়ান্ত হওয়ার আগে জমিদার সভার মতামত নেওয়া হত।

৩) নিষ্কর জমির ব্যবস্থা : জমিদার সভার কার্যক্রমের জন্যই প্রতি গ্রামে পাশ বিঘা জমি নিষ্কর রাখার ব্যবস্থা হওয়ায় জমিদার থেকে রায়ত সকলেই এর দ্বারা উপকৃত হয়েছিলেন। 

৪) নিয়মতান্ত্রিক আন্দোলনের পুরােধা : এই সভাই প্রথম নিয়মতান্ত্রিক আন্দোলনের পথ দেখায়। রাজেন্দ্রলাল মিত্রের মতে, জমিদার সভা ছিল ভারতের রাজনৈতিক তথা স্বাধীনতা আন্দোলনের পুরােধা।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment