ভারতসভার কার্যাবলি সংক্ষেপে বর্ণনা করাে।

প্রশ্ন – ভারতসভার কার্যাবলি সংক্ষেপে বর্ণনা করাে। 4 Marks/Class 10

উত্তর:

ভারতসভার উল্লেখযােগ্য কার্যাবলি হল— 

১) সিভিল সার্ভিস সংক্রান্ত আন্দোলন : ভারতসভা সর্বপ্রথম আন্দোলন গড়ে তােলে ভারতীয় সিভিল সার্ভিস আইনের সংস্কারকে কেন্দ্র করে। এই আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বয়স ২১ থেকে কমিয়ে ১৯ করলে ভারতসভা এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়।। 

২) লিটনের প্রতিক্রিয়াশীল আইনের বিরােধিতা : ১৮৭৮ খ্রিস্টাব্দে লর্ড লিটন দেশীয় ভাষা সংবাদপত্র আইন জারি করে। দেশীয় ভাষার সংবাদপত্রগুলির স্বাধীন মতপ্রকাশের অধিকার কেড়ে নেন এবং ওই বছরেই অস্ত্র আইন জারি করে ভারতবাসীকে নিরস্ত্র করার চেষ্টা করেন। কলকাতার টাউন হলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও তার ‘ভারতসভা’—এই দুটি আইনের বিরুদ্ধে বিরাট বিক্ষোভ সমাবেশের আয়ােজন করেছিল। 

৩) ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন : লর্ড রিপন-এর আমলে ভারতীয় বিচারব্যবস্থায় বর্ণবৈষম্য দূর করার উদ্দেশ্যে তার আইন সচিব সি পি ইলবার্ট একটি বিল বা আইনের খসড়া রচনা করলে ভারতের ইউরােপীয়রা এই সমানাধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে প্রবল বিক্ষোভে ফেটে পড়ে। ভারতসভা এই বিলটির সপক্ষে পালটা আন্দোলন গড়ে তােলে।

উপসংহার : ভারতসভা’-র এই আন্দোলনগুলি ব্যর্থ হলেও এ থেকে জনগণ সংঘবদ্ধতার শিক্ষা পায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment