অসহযােগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের বিবরণ দাও। অথবা, অসহযােগ আন্দোলনে কৃষক শ্রেণির অবদান আলােচনা করাে। 4 Marks/Class 10
উত্তর:–
ভূমিকা : অসহযােগ আন্দোলন শুধু শহুরে মধ্যবিত্ত বুদ্ধিজীবী ও ছাত্রসমাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, কৃষক ও শ্রমিকশ্রেণিও এই আন্দোলনে শামিল হয়ে অসহযােগ আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করে।
১) বাংলায় কষকদের ভূমিকা : কংগ্রেস নেতা দেশপ্রাণ। বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে মেদিনীপুরের কৃষকরা সরকারকে খাজনা দেওয়া বন্ধ করে এক ইউনিয়ন বাের্ড বিরােধী আন্দোলন গড়ে তােলে। বাংলার পাবনা, বগুড়া, বীরভূমের রামপুরহাটে সরকারি জমি-জরিপের কাজ বয়কট করা হয়। কুমিল্লা, রাজশাহী, রংপুর এবং দিনাজপুরের মুসলিম কৃষকরাও অসহযােগ আন্দোলনে শামিল হয়। বহিরাগত দিকু’দের শােষণের বিরুদ্ধে বাঁকুড়া, ঝাড়গ্রামের আদিবাসীরাও আন্দোলনে যােগ দেয়।
২) অযােধ্যায় কৃষক আন্দোলন : দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব অযােধ্যায় বাবা রামচন্দ্রের নেতৃত্বে যে কৃষক আন্দোলন সংগঠিত হয় (১৯২০ খ্রিস্টাব্দ) ক্রমে তা রায়বেরিলি, প্রতাপগড়, ফৈজাবাদ ও সুলতানপুরে ছড়িয়ে পড়ে। উত্তর অযােধ্যায় ১৯২১-২২ খ্রিস্টাব্দে মাদারি পাশির নেতৃত্বে একা’ আন্দোলনেও অসহযােগ সত্যাগ্রহের প্রতি সমর্থন উচ্চারিত হয়েছিল।
৩) অপ্রদেশে কৃষক আন্দোলন : অন্ধ্রপ্রদেশের রায়চোটি তালুক (কুড়াপ্পা) ও পালান্ড তালুকে (গুন্টুর রেখা) যে সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়, তাতেও খাজনা হ্রাস ও অরণ্য আইন বাতিলের দাবিতে কৃষকরা আন্দোলনে সমবেত হয়।
৪) বিহারে কৃষক আন্দোলন : বিহারে জমিদারদের জুলুম ও বাড়তি খাজনার বিরুদ্ধে দ্বারভাঙ্গা, ভাগলপুর, মজফফরপুর, পূর্ণিয়া, মুঙ্গের প্রভৃতি অঞ্চলে কৃষক আন্দোলন ছড়িয়ে পড়ে।
৫) কেরালার মালাবার অল : অসহযােগ আন্দোলনের সময় খিলাফত ও কংগ্রেসি নেতাদের কাছে অনুপ্রেরণা পেয়ে মালাবারের মােপলা কৃষকরা কৃষক আন্দোলনের জিগির তােলেন।
উপসংহার : অসহযােগ আন্দোলনের সময় বেশ কিছু কৃষক আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত এবং এগুলির সঙ্গে গান্ধিবাদী জাতীয় আন্দোলনের সরাসরি যােগসূত্র ছিল না।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।